আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন সামগ্রিকভাবেই সরকারি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে শুধু নয়, সক্রিয় করতে। সরকার মনে করছে যতটা ক্ষতিকর দুর্নীতি ততটাই ক্ষতিকর নিষ্ক্রিয়তা। সরকারি দপ্তর কাজ না করে মানুষের বহু লোকসান করে। এবার তাই গ্রুপ এ কিংবা বি নয়, সাধারণ কর্মী ও অফিসারদের কাজের হিসাব নেওয়া হবে। নিয়ম করে সমীক্ষা চলছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে বলেছেন, সরকারের অধিকার আছে একদিকে যেমন দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুর্নীতিগ্রস্ত কর্মী ও অফিসারদের ব্যবস্থা নেওয়ার, তেমনই অধিকার রয়েছে অযোগ্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা গ্রহণের। তাই এই ব্যবস্থা। বহু কর্মী ও অফিসার আছেন যাঁরা কাজও করেন না এবং দুর্নীতিগ্রস্তও নন। সুতরাং নেহাৎ দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলেই অযোগ্য ও নিষ্ক্রিয় কর্মী ও অফিসারদের রেখে দেওয়া হবে না। তাঁদের বাছাই করে অবসর দেওয়া হবে।
প্রসঙ্গত একদিকে যেমন সরকারি অফিসারদের মধ্যে দুর্নীতিগ্রস্ত বাছাই করে সরিয়ে দেওয়ার প্রক্রিয়ার জন্য তদন্তকারী সংস্থাকে দিয়েই এই তদন্ত করা হচ্ছে, তেমনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কর্মী ও অফিসারদের সার্ভিসও যাচাই করা হবে। কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অফিসার ও কর্মীদের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলিতে শুদ্ধিকরণ অভিযান চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।