আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
পুলিসের জীবন চিত্র উঠে আসবে এই ওয়েব সিরিজে। তবে শহরের আর পাঁচটা থানার গল্প নয়, খোদ কলকাতা পুলিসের সদর দপ্তর লালবাজার গল্পের পটভূমি। সেখানকার পুলিসকর্তাদের কাজকর্ম, রহস্য সমাধানের ধরন এবং তাঁদের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করেই গল্প এগবে। মূল একটি রহস্য সমাধানের পাশাপাশি সাবপ্লটে ছোট ছোট অপরাধের সমাধান থাকছে। এই সিরিজ পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। সিরিজের সৃজনশীল পরিচালক রঙ্গন চক্রবর্তীর কথায় ‘এটা কিন্তু ফিকশন। কোনও বাস্তব ঘটনার সঙ্গে এই গল্পের মিল নেই।’ চিত্রনাট্য রঙ্গনের। দেশ বিদেশের বিভিন্ন বাস্তব অপরাধের ঘটনা ও ‘এনওয়াইপিডি ব্লু’ এর মতো আন্তর্জাতিক ওয়েব সিরিজ বাংলা সিরিজটির অনুপ্রেরণা বলা চলে। বিভিন্ন চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, কৌশিক সেন, গৌরব চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, সুব্রত দত্ত, দিব্যেন্দু ভট্টাচার্য, বিদীপ্তা চক্রবর্তী, অরিন্দোল বাগচী, সুব্রত দত্ত, স্বাগতা মুখোপাধ্যায় প্রমুখ।
আপাতত প্রথম সিজনের জন্য দশটি এপিসোডের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন লোকেশনে শ্যুটিং শুরু হয়েছে। আর যাকে নিয়ে এত আলোচনা সেই লালবাজারে কি শ্যুটিং করবে ইউনিট? ‘ওখানকার অফিসারদের কাজের ক্ষতি আমরা করতে চাই না। কিন্তু চিত্রনাট্যের দাবি মেনেই লালবাজারে কিছুটা অংশ শ্যুটিং করার ইচ্ছা রয়েছে। আমরা সেইজন্য সংশ্লিষ্ট মহলে আবেদনও করেছি’ বললেন রঙ্গন। নির্মাতাদের আশা এ বছরের শেষে দর্শকরা এই সিরিজ দেখতে পারবেন।