আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
তাই দলের উপরমহলের নির্দেশে এই ‘যুযুধান’ দুই সংগঠনের মধ্যে সমন্বয়ের জন্য ইতিমধ্যেই প্রাথমিক স্তরে একটি আলোচনা হয়েছে। ভবিষ্যতে দুই সংগঠনের সদস্যরা মিলে একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করার পরিকল্পনা চালাচ্ছেন। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশনের সাধারণ সম্পাদক সাধন তালুকদারের কথায়, ‘আমাদের মধ্যে কোনও মতবিরোধ নেই। আমরা এক।’ সূত্রের খবর এই দুই সংগঠনের প্রতিনিধিরা আজ, বুধবার সন্ধ্যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আবার বৈঠকে বসবেন। বিশ্বপ্রিয় রায়চৌধুরীর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তাঁর সাফ জবাব,‘আমাদের সব সংগঠন একসঙ্গে থাকবে। আলাদা কিছু থাকবে না। এটা একটা প্ল্যাটফর্ম। আর বিএমএস (ভারতীয় মজদুর সংঘ) ট্রেড ইউনিয়নের মতো কাজ করবে।’ তাহলে কি বিজেপির ছত্রছায়ায় টলিপাড়াতে একটিই সংগঠন থাকছে? বিশ্বপ্রিয়বাবুকে এই প্রশ্ন করা হলে তিনি সম্মতিসূচক ‘হ্যাঁ’ বলেন। মনে করা হচ্ছে, আপাতত অভ্যন্তরীণ বিবাদের ছেদ যতি পড়তে চলেছে। তবে, এখন দেখার বিষয় নতুন কমিটির নাম কী হয়!
সোহম কর