আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
এক সাংবাদিক ছবি নিয়ে কঙ্গনাকে প্রশ্ন করতে গেলেই, অভিনেত্রী প্রশ্ন না শুনেই তেড়ে কথা বলা শুরু করেন সাংবাদিককে। তাঁর দাবি, এই সাংবাদিক তাঁর আগের ছবি নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। নিমেষের মধ্যেই এই কথপোকথন কাদা ছোঁড়াছুঁড়ির পর্যায়ে চলে যায়। এইসব ক্ষেত্রে স্যোশাল মিডিয়া তো আছেই সেখানেও ভাইরাল তকমা পেয়ে যায় এই ভিডিওটি। এই মুহূর্তের খবর, মুম্বইয়ের কিছু সংবাদমাধ্যমের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁরা কঙ্গনার এই অসভ্য আচরণের বিরুদ্ধে ছবির প্রযোজক একতা কাপুরের কাছে নালিশ জানাতে যাবেন।
কয়েকজন সাংবাদিকের বিষয়টি নিয়ে মঙ্গলবারই একতার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা। তাঁদের দাবি, একতাকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে এবং কঙ্গনা যেন প্রকাশ্যে তাঁর এই মন্তব্যের জন্য ক্ষমা চান। তার অন্যথা হলে ওই সংবাদমাধ্যমগুলি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির সমস্ত রকমের প্রচার থেকে বিরত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।