আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
অশ্বিনী বেশ কিছু প্রজেক্টে মণিরত্নমের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এই বিষয়ে ঘনিষ্ঠ মহলের দাবি, কুশলী কুমার এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চললেও এখন এই বিষয়ে বিস্তারিত বলার সময় হয়নি। নির্মাতারা মাধবনকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছেন এবং তিনিও চরিত্রটি পছন্দ করেছেন। মৌখিকভাবে সম্মতিও জানিয়েছেন। আর কিছুদিনের মধ্যেই সবকিছু স্থির হয়ে যাবে বলে আশা করা যায়।
পরিচালক অশ্বিনীর বিষয়ে কথা বলতে গিয়ে ঘনিষ্ঠ মহলের বক্তব্য, মণিরত্নমের সঙ্গে বেশ কিছুদিন কাজ করার ফলে তাঁর কাছে ছবি পরিচালনা নতুন কিছু নয়। ভূষণকুমার মনে করেন অশ্বিনীর মধ্যে সেই প্রতিভা রয়েছে যা দিয়ে সে ভালো ছবি তৈরি করতে পারেন।
মাধবন এই মুহূর্তে তাঁর স্বপ্নের প্রজেক্ট ‘রকেট্রি - দ্য নাম্বি এফেক্ট’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিটি বিজ্ঞানী নাম্বি নারায়ণের বায়োপিক। মোট তিনটি ভাষা— তামিল, তেলুগু এবং হিন্দিতে ছবিটি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন মাধবন স্বয়ং।