Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

এক বাস্তববাদী রাজনীতিকের নাম শ্যামাপ্রসাদ
হারাধন চৌধুরী

নরেন্দ্র মোদির দ্বিতীয় সরকার নিয়ে বিজেপি তিন দফায় ভারত শাসনের দায়িত্ব পেল। কংগ্রেসকে বাদ দিলে ভারতের আর কোনও রাজনৈতিক দল এই কৃতিত্ব অর্জন করতে পারেনি। ২০১৯-এর লোকসভার ভোটে বিজেপি ক্ষমতা অনেকখানি বাড়িয়ে নিয়েছে। ২০১৪-র থেকে বেশি ভোট পেয়েছে এবং তিনশোর বেশি আসন দখল করেছে। ভোটপণ্ডিতদের অনেক ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণিত হয়ে গিয়েছে এবার। কংগ্রেসসহ বিরোধীদের বস্তুত দিশেহারা অবস্থা। পরাজয়ের ধাক্কা কংগ্রেসে এতটাই লেগেছে যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। ভারতই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। সেই হিসেবে বিজেপি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন।
১৯৪৭ সালে ভারতভাগ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঙালির গর্ব করার অনেক কিছুই হারিয়ে গিয়েছে। যতটুকু বেঁচে আছে তার মধ্যে একটি নাম নিঃসন্দেহে এই বিজেপি। জওহরলাল নেহরুর সঙ্গে চরম মতপার্থক্যের পরিণামে ১৯৫১ সালে শ্যামাপ্রসাদ ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। ১৯৫২ সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে দলটি লোকসভায় তিনটি আসন পায়। ওই তিনজন এমপির একজন ছিলেন স্বয়ং তিনি। আর সেবার বিধানসভায় জনসংঘের ন’জন প্রার্থী জয়ী হন।
কিন্তু ১৯৫৩ সালে কাশ্মীরে তাঁর রহস্যমৃত্যুর পর জনসংঘ বস্তুত অনাথ হয়ে পড়ে। দীর্ঘদিন দলটির অস্তিত্ব দেশবাসীর নজর কাড়েনি। ১৯৭৭ সালে জরুরি অবস্থার অবসানের পর চরণ সিংয়ের লোক দল, মোরারজি দেশাইয়ের কংগ্রেস (ও) এবং অটলবিহারী বাজপেয়ি-লালকৃষ্ণ আদবানিদের জনসংঘ মিশে গিয়ে জনতা পার্টি নাম নেয়। মোরারজি সরকারের তিক্ত অভিজ্ঞতা থেকে সাবেক জনসংঘি অংশ বেরিয়ে গিয়ে ১৯৮০ সালে গড়ে তোলে ভারতীয় জনতা পার্টি। ১৯৯৬
সালে লোকসভায় একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে দলটি। দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন অটলজি। তারপরের ইতিহাস সারা দুনিয়া জানে।
সহজ করে বললে এটাই সত্য যে এক বঙ্গসন্তানের হাতে রোপণ করা চারাগাছ আজ এক বিস্ময় মহীরুহ হয়ে উঠেছে। বাংলামায়ের সেই বরেণ্য সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। ১৯০১ সালের ৬ জুলাই তাঁর জন্ম।
আমরা জানি ভারতকেশরী শ্যামাপ্রসাদের পিতা হলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। শিক্ষাজগতে আশুতোষ এক কিংবদন্তিপুরুষ। শ্যামাপ্রসাদ সর্বার্থেই ছিলেন তাঁর যোগ্য সন্তান ও উত্তরসূরি। সর্বভারতীয় রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশে আর একজনমাত্র বঙ্গসন্তান বসার যোগ্যতা অর্জন করেছিলেন তাঁর নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ১৯৩৯ সালে ৩৮ বছর বয়সে তাঁর রাজনৈতিক জীবন শুরু হলেও কলকাতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তিনি যুক্ত হয়ে পড়েন আরও অনেক আগে, তাঁর পিতার মৃত্যুর পরই। মাত্র ৩৩ বছর বয়সে তিনি সেখানে উপাচার্যের দায়িত্বভারও নেন। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটিকে নিছক ডিগ্রি বিতরণের একটি কারখানা হিসেবে দেখতে চাননি। রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করাটা তাঁর এক বিরাট অবদান। চিকিৎসা বিজ্ঞানী রোনাল্ড রস, পদার্থ বিজ্ঞানী সি ভি রমন-সহ সে-যুগের অনেক প্রণম্য পণ্ডিতের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিলে তার নেপথ্য কারিগর ছিলেন শ্যামাপ্রসাদ।
বাংলা এবং বাঙালির স্বার্থে তিনি ছিলেন আপসহীন। পঞ্চাশের মন্বন্তর (১৯৪৩) নিয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে সবচেয়ে সরব ছিলেন শ্যামাপ্রসাদ। ১৯৪৬-এ কলকাতায় ও নোয়াখালিতে অশান্তি এবং ১৯৫০ সালে পূর্ব পাকিস্তানে সংখ্যালঘুদের উপর সঙ্কীর্ণমনাদের নিপীড়ন তাঁকে বিশেষভাবে প্রতিবাদী করে তুলেছিল। ১৯৪৭ সালে নেহরু মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলা গঠনে বিশেষ গুরুত্ব আরোপ করেন। দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি), চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (সিএলডব্লু), খড়্গপুরে আইআইটি, কলকাতায় ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান (আইআইএসডব্লুবিএম) প্রভৃতি প্রতিষ্ঠার পিছনে তাঁর বিরাট ভূমিকা ছিল। ভারতের প্রথম শিল্পনীতি প্রণয়ন এবং শিল্প উন্নয়ন নিগম প্রতিষ্ঠা তাঁরই কীর্তি।
শ্যামাপ্রসাদের রাজনীতির কালটি ছিল অত্যন্ত গোলমেলে এবং স্পর্শকাতর। আমরা জানি, হিন্দু-মুসলিম বিরোধের আবহে দেশভাগ হয়েছিল। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে তিনি সরব ছিলেন। এমনকী হিন্দু মহাসভার মতো সংগঠনে যোগ দিয়ে তার সভাপতির পদও অলংকৃত করেছেন। এই কারণে অনেকে তাঁকে সঙ্কীর্ণ হিন্দুত্ববাদী নেতা বলে চিহ্নিত করে থাকেন। ফজলুল হকের মতো নেতা, কাজী নজরুল ইসলামের মতো কবিরা কিন্তু এই অভিযোগ কোনোদিন আমল দেননি। তাঁরা বরং শ্যামাপ্রসাদকে যথেষ্ট উদার এবং নিরপেক্ষ মানুষ হিসেবেই প্রশংসা করেছেন। তাঁর বাস্তবজ্ঞান ছিল সর্বজনবিদিত।
শ্যামাপ্রসাদ ভারতভাগের বিরোধী ছিলেন। কিন্তু ভারতভাগ অনিবার্য হয়ে উঠলে তিনি বাংলাভাগের দাবিতে সোচ্চার হন। কারণ, তিনি মনে করতেন অখণ্ড বাংলা পাকিস্তানে চলে গেলে বাঙালি হিন্দু ঘোর দুর্দশায় পড়ে যাবে। পশ্চিমবঙ্গ যে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত—এটা বস্তুত শ্যামাপ্রসাদের ইচ্ছাই ফলবতী হওয়া।
ভারতের অন্যতম বৃহৎ সমস্যা হল কাশ্মীর সমস্যা। সাড়ে ছয় দশক আগেই এটা নির্ভুলভাবে অনুমান করেছিলেন যিনি তাঁর নাম শ্যামাপ্রসাদ। তাই এই সমস্যার মূল শুরুতেই উপড়ে ফেলার প্রতিজ্ঞা নিয়ে ১৯৫৩ সালে তিনি কাশ্মীর অভিযান করেন। তাঁর সেই অভিযানের অন্তরায় হয়ে উঠেছিল খোদ স্বাধীন দেশের রাষ্ট্রশক্তি। কে বলতে পারে, যদি শ্যামাপ্রসাদ সেদিন জয়ী হতেন তবে ভারতে কাশ্মীর সমস্যা বলে আজ কিছুই হয়তো অবশিষ্ট থাকত না। ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার ব্যয়ভার এতটা গুরু হতো না আমাদের পক্ষে।
06th  July, 2019
মোদি সরকারের নতুন জাতীয় শিক্ষানীতি দেশকে কোন দিকে নিয়ে চলেছে
তরুণকান্তি নস্কর

 কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে সম্প্রতি জাতীয় শিক্ষানীতি-২০১৯-এর যে খসড়া প্রকাশিত হয়েছে তার যে অংশ নিয়ে সংবাদ মাধ্যমে হই চই পড়েছিল তা হল বিদ্যালয় স্তরে ত্রি-ভাষা নীতির মাধ্যমে অ-হিন্দিভাষী রাজ্যে জোর করে হিন্দি চাপানোর বিষয়টি। তামিলনাড়ুর মানুষের প্রবল আপত্তিতে তা কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নিয়েছে।
বিশদ

কেন তেরোজন অর্থনীতিবিদ অখুশি হবেন?
পি চিদম্বরম

প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ড. অরবিন্দ সুব্রামনিয়ন পাঁচ বছর আগে তাঁর প্রথম অর্থনৈতিক সমীক্ষা (ইকনমিক সার্ভে ২০১৪-১৫) পেশ করে বলেছিলেন, ‘‘ভারত একটা সুন্দর জায়গায় (সুইট স্পট) পৌঁছে গিয়েছে—জাতির ইতিহাসে এটা বিরল—এইভাবে শেষমেশ দুই সংখ্যার মধ্যমেয়াদি বৃদ্ধির কৌশলে ভর করে এগনো যাবে।’’
বিশদ

08th  July, 2019
জলের জন্য হাহাকার আমাদের কি একটুও ভাবাচ্ছে!
শুভা দত্ত

আমাদের এখনও তেমন অসুবিধে হচ্ছে না। কারণ, কলকাতা মহানগরীতে এখনও পানীয় হোক কি সাধারণ কাজকর্ম সারার জলের অভাব ঘটেনি। ঘটেনি কারণ আমাদের জল জোগান যে মা গঙ্গা, তিনি এখনও বহমান এবং তাঁর বুকের ঘোলা জলে এখনও নিয়ম করে বান ডাকে, জোয়ার-ভাটা খেলে।
বিশদ

07th  July, 2019
চাকরি ও পরিকাঠামো উন্নয়নে প্রত্যাশিত দিশা দেখাতে পারল না নির্মলা সীতারামনেরও বাজেট
দেবনারায়ণ সরকার

 লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারিতে বর্তমান বছরের (২০১৯-২০) অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। নির্বাচনে বিপুল জয়ের পরে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দ্বিতীয় মোদি সরকারের বর্তমান অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন। এই বাজেটে আয় ও ব্যয় অন্তর্বর্তী বাজেটে যা ধরা হয়েছিল সেটাই অপরিবর্তিত রইল।
বিশদ

06th  July, 2019
চীনা ঋণের ‘নাগপাশ’
মৃণালকান্তি দাস

বৈদেশিক ঋণের পাহাড় কীভাবে একটা দ্রুত বিকাশশীল অর্থনীতির চাকাকে স্তব্ধ করে দিতে পারে, শ্রীলঙ্কা তার ক্ল্যাসিক দৃষ্টান্ত। হামবানতোতা বন্দরকে ৯৯ বছরের লিজে চীনের কাছে হস্তান্তরে বাধ্য হওয়ার পর সেই ধারণাই আরও জোরালো হয়েছে। শ্রীলঙ্কার অর্থনীতিবিদ উমেশ মোরামুদালি লিখেছেন, শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের চেহারা আসলে যা ভাবা হচ্ছে, তার চেয়েও অনেক বেশি সাঙ্ঘাতিক। চীনের ঋণ একা দায়ী নয়। হামবানতোতা বন্দর নির্মাণের জন্য চীনের এক্সিম ব্যাঙ্ক থেকে শ্রীলঙ্কা যে ঋণ নিয়েছিল তার জন্য প্রতিবছর যে টাকা শোধ করতে হচ্ছে, সেটা শ্রীলঙ্কার মোট বার্ষিক ঋণ পরিশোধের ৫ শতাংশও নয়। অন্যভাবে বললে, হামবানতোতা আসলে হিমশৈলের চূড়ামাত্র।
বিশদ

05th  July, 2019
জি-টোয়েন্টির মঞ্চে ভারতের সফল কূটনীতি
গৌরীশঙ্কর নাগ 

বাস্তবিকই তাই। দ্বিতীয়বার জিতে প্রধানমন্ত্রী মোদি তাঁর বিপুল জনসমর্থনকে ভারতের বহির্বাণিজ্য ও কূটনৈতিক নেটওয়ার্ককে মজবুত করার কাজে নিযুক্ত করেছেন। ইতিমধ্যে তাঁর দ্বিতীয়বার শপথগ্রহণ অনুষ্ঠানে বিমস্টেকের অন্তর্গত সকল সদস্য রাষ্ট্র ও সাংহাই কোয়াপারেশন অর্গানাইজেশনের এখনকার সভাপতি কিরঘীজ রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়ে তিনি মোক্ষম চাল দিয়েছেন। 
বিশদ

04th  July, 2019
অ্যাঞ্জি, আয়লান ও মানবিকতার হত্যা
শান্তনু দত্তগুপ্ত

 আরও একটা ছবি...। মর্মান্তিক বললেও কম। আর সেটাই গোটা দুনিয়ার চোখে আঙুল দিয়ে ফের দেখিয়ে দিল, মানবিকতার থেকে অর্থনীতির গুরুত্ব আজ অনেক বেশি। কালো টি-শার্ট, কালো শর্টস পরা শরীরটা মুখ থুবড়ে পড়ে রয়েছে কাদায়। আগাছার মধ্যে। টি-শার্টটা একটু উঠে। তার ফাঁক থেকে দেখা যাচ্ছে ছোট্ট আর একটা শরীর। ২৩ মাসের অ্যাঞ্জির।
বিশদ

02nd  July, 2019
রাজ্য মেধাতালিকা ও প্রান্তিক সুন্দরবন
সুব্রত চট্টোপাধ্যায়

 অনেকেই বলাবলি করেন: রাজ্যের মেধাতালিকায় কোথায় আর সুন্দরবন। কথাটা ঠিক নয়। ক্ষেত্রসমীক্ষা বলছে—মেধাতালিকায় সে-মাথায় দার্জিলিং তো এ-মাথায় সুন্দরবন। সদ্য বের হল জয়েন্টের মেধাতালিকা। পঞ্চম স্থানে অর্ক দাস। অর্কের শিকড় আসলে সুন্দরবন সন্নিহিত অঞ্চলে। খোদ সুন্দরবনের জ্ঞানপীঠ বিদ্যায়তনে ওর প্রাথমিক শিক্ষাগ্রহণ।
বিশদ

01st  July, 2019
এক জাতি, এক নির্বাচন, অনেক ভীতি
পি চিদম্বরম

 প্রধানমন্ত্রীকে আপনার বাহবা দিতে হবে যে সাধারণ মানুষের চিত্তবিক্ষেপ ঘটিয়ে দেওয়ার মতো ইস্যুগুলো তিনি খাড়া করে দিতে পারেন। তিনি এই বিষয়ে বাজি ধরেন যে বিরোধীরা বহু কণ্ঠে প্রতিক্রিয়া জানাবে এবং সেগুলি সবসময় অকাট্য বা যুক্তিনির্ভর হবে না।
বিশদ

01st  July, 2019
অশান্তি ঠেকাতে পুলিসের একাংশের ভূমিকা অশান্তি বাড়িয়ে দিচ্ছে না তো?
শুভা দত্ত

  পুলিসি দক্ষতা এবং সময়ানুগ সক্রিয়তা বজায় থাকলে অনায়াসে অনেক কিছুই সহজে মিটে যায় বা নিয়ন্ত্রণ করা যায়। প্রাণও বাঁচে। কিন্তু, মার ঠেকাতে গিয়ে যদি পুলিসই প্রাণঘাতী মারমুখী হয়ে ওঠে তবে তো বিপদ। সেই বিপদের আভাস মিলেছে। যতদূর খবর, বিপদ যাতে বাড়তে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে মমতা সরকার।
বিশদ

30th  June, 2019
কাটমানি ও শুদ্ধিকরণ
তন্ময় মল্লিক

এক ফোঁটা গোচোনা যেভাবে গোটা বালতির দুধ নষ্ট করে দেয়, তেমনই তৃণমূলের মাতব্বরদের কাটমানি খেয়ে ফুলে ফেঁপে ঢোল হয়ে ওঠা মুখ্যমন্ত্রীর সমস্ত ভালো কাজে কেরোসিন ঢেলে দিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানির মূলেই কুঠারাঘাত করেছেন। তাঁর এই ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ২০২১ সালটা হবে ইতিহাস সৃষ্টির বছর। রচিত হবে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের ইতিহাস।
বিশদ

30th  June, 2019
রাজ্য মেধাতালিকা ও প্রান্তিক সুন্দরবন
সুব্রত চট্টোপাধ্যায়

অনেকেই বলাবলি করেন: রাজ্যের মেধাতালিকায় কোথায় আর সুন্দরবন। কথাটা ঠিক নয়। ক্ষেত্রসমীক্ষা বলছে—মেধাতালিকায় সে-মাথায় দার্জিলিং তো এ-মাথায় সুন্দরবন। সদ্য বের হল জয়েন্টের মেধাতালিকা। পঞ্চম স্থানে অর্ক দাস। অর্কের শিকড় আসলে সুন্দরবন সন্নিহিত অঞ্চলে। খোদ সুন্দরবনের জ্ঞানপীঠ বিদ্যায়তনে ওর প্রাথমিক শিক্ষাগ্রহণ।
বিশদ

29th  June, 2019
একনজরে
 অভিজিৎ চৌধুরী  মালদহ, বিএনএ: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে লাগাতার নানান অশান্তি এবং অভিযোগের প্রেক্ষিতে এবার উপাচার্যকে ডেকে পাঠালেন রাজ্যের শিক্ষামন্ত্রী। আগামী ১৪ই জুলাই কলকাতায় উপাচার্যকে বৈঠকে থাকার জন্য বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

 কুলগাঁও, ১০ জুলাই (পিটিআই): বছরের অন্য সময়ে যেখানে অনবরত গুলির শব্দ সন্ত্রাসের আবহ তৈরি করে, মঙ্গলবার সেখানেই শোনা গেল শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্র। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ে তিনটি প্রাচীন মন্দিরে জঙ্গি সন্ত্রাসকে উপেক্ষা করেই কাশ্মীরি পণ্ডিতরা আয়োজন করলেন যজ্ঞানুষ্ঠান। ...

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পাত্রের বাড়ির দাবিমতো বাপের বাড়ি থেকে টাকা আনতে না পারায় বিয়ের সাড়ে ৪ মাসের মধ্যে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, মৃতার নাম আতিফা খাতুন (১৬)। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব জনসংখ্যা দিবস
১৮২৩ সালের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৮৮৯ সালের এই দিনে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
১৯২১: মঙ্গোলিয়ায় গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করল লাল ফৌজ
১৯৩০ সালের এই দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
১৯৫৬: সাহিত্যিক অমিতাভ ঘোষের জন্ম
১৯৬২: প্রথম ট্রান্সআতলান্তিক স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার শুরু হল
১৯৬৭: সাহিত্যিক ঝুম্পা লাহিড়ির জন্ম
১৯৭২: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম খেলা ববি ফিশার ও বরিস স্পাসকির মধ্যে শুরু হল
১৯৭৯: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। সেটিকে ভারত মহাসাগরে ফেলে ধ্বংস করা হয়।
২০০৬: মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২০৯জনের মৃত্যু
২০১২: আবিষ্কার হল প্লুটোর পঞ্চম উপগ্রহ এস/২০১২ পি ১



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৭.৮৩ টাকা ৬৯.৫২ টাকা
পাউন্ড ৮৩.৯৪ টাকা ৮৭.০৭ টাকা
ইউরো ৭৫.৪৬ টাকা ৭৮.৩৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৪,৭৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩২,৯৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৩,৪৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,০৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,১৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ আষা‌ঢ় ১৪২৬, ১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, দশমী ৫০/০ রাত্রি ১/৩। স্বাতী ২৭/১১ দিবা ৩/৫৫। সূ উ ৫/২/৪৯, অ ৬/২১/১, অমৃতযোগ দিবা ৩/৪১ গতে অস্তাবধি। রাত্রি ৭/৪ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১২/৩ গতে ২/১২ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি, বারবেলা ৩/১ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/৪২ গতে ১/২ মধ্যে।
২৫ আষাঢ় ১৪২৬, ১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, নবমী ০/১৫/১৭ প্রাতঃ ৫/৮/৪৭ পরে দশমী ৫৬/১২/২১ রাত্রি ৩/৩১/৪০। স্বাতীনক্ষত্র ৩৫/৩৮/১৯ রাত্রি ৭/১৮/৪, সূ উ ৫/২/৪৪, অ ৬/২৩/১০, অমৃতযোগ দিবা ৩/৪২ গতে ৬/২৩ মধ্যে এবং রাত্রি ৭/৪ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৪ গতে ২/১২ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/৩ মধ্যে, বারবেলা ৪/৪৩/৬ গতে ৬/২৩/১০ মধ্যে, কালবেলা ৩/৩/৩ গতে ৪/৪৩/৬ মধ্যে, কালরাত্রি ১১/৪২/৫৭ গতে ১/২/৫৪ মধ্যে।
৭ জেল্কদ
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: খেলাধুলায় বিশেষ সাফল্য। বৃষ: কর্মসূত্রে বিদেশ সফরের সুযোগ। মিথুন: সৃষ্টিশীল কাজে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব জনসংখ্যা দিবস১৮২৩ সালের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ...বিশদ

07:03:20 PM

 বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

09:49:59 PM

 বিশ্বকাপ: ইংল্যান্ড ২১০/২ (৩০ ওভার)

09:41:16 PM

 বিশ্বকাপ: ইংল্যান্ড ১৪৭/২ (২০ ওভার)

08:55:51 PM

বিশ্বকাপ: ইংল্যান্ড ৫০/০ (১০ ওভার)

08:00:01 PM