কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে মাসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরেই গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিসের কন্ট্রোল রুমে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। তারপর থেকেই সলমনের নিরাপত্তা বাড়ানো হয়। এর মধ্যেও লরেন্স বিষ্ণোই গ্যাং লাগাতার সলমনকে খুনের হুমকি দিয়েই চলেছে। জানা গিয়েছে, কৃষ্ণসার হরিণকে রাজস্থানে বিষ্ণোই সম্প্রদায় পুজো করে থাকে। সেটিকে শিকার করার অপরাধেই সলমনের উপর লরেন্স বিষ্ণোইদের এই রোষানল বলে জানা গিয়েছে। এরমধ্যেই অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে মুম্বইতে গুলি করে খুনের ঘটনা আরও চিন্তা বাড়িয়েছে মুম্বই পুলিসের। সম্প্রতি ‘সিকন্দর’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন সলমন। সেটিতে রয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানাও। আগামী ঈদে মুক্তি পেতে পারে এই ছবিটি।