কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
রবিবার রাতে নীলফামারির বাবরিঝাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে স্থানীয় গায়ক ও নৃত্যশিল্পী ছাড়াও রংপুরের শিল্পীদের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই আয়োজকদের হুমকি দিতে শুরু করে মৌলবাদীরা। কনসার্ট বন্ধ করতে বলা হয়। কিন্তু আয়োজকরা অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই লাঠি নিয়ে ধর্মীয় স্লোগান দিতে দিতে মঞ্চে উঠে পড়ে বেশ কয়েকজন ব্যক্তি। শুরু হয় ভাঙচুর। অনুষ্ঠান বন্ধ করা ছাড়া উপায় ছিল না আয়োজকদের। আয়োজকরা জানিয়েছেন, প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁরা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আলম শাহ ফকিরের নির্দেশেই হামলা চালানো হয়। যদিও জাহাঙ্গিরের দাবি, তিনি গোলমালের আশঙ্কায় অনুষ্ঠান বন্ধ রাখার কথা তিনি বলেছিলেন।
এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট মঙ্গলবার বাতিল করল ইউনুস সরকার। মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারির ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নিল ইউনুস সরকার। এরই মধ্যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলাও অব্যাহত। এবার বরিশালের ঝালকাঠিতে দুষ্কৃতীদের হাতে খুনে হলেন সুদেব হালদার (২৭) নামে যুবক। মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। সুদেবের মাথায় ও গলায় একাধিক আঘাত রয়েছে বলে পুলিস জানিয়েছে। জানা গিয়েছে, স্থানীয় বাজারে সুদেবের একটি মোবাইল ফোনের দোকান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ই তাঁকে খুন করা হয়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেন। সুদেবের বাবা জানিয়েছেন, তাঁর ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কেন তাঁকে খুন হতে হল, এই নিয়ে অন্ধকারে তাঁরা।