সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
উত্তমকুমারের বহু স্থির চিত্র তুলেছেন নিমাই ঘোষ। বললেন,‘অনেকসময় মহানায়কের সঙ্গে বাক-বিতণ্ডা হলেও উত্তমকুমার নিজেই আমাকে ডেকে নিয়ে সব জায়গায় ছবি তোলাতেন।’
এরপর সঙ্গীতে, স্মৃতিচারণায় ও পর্দায় উত্তমকুমার অভিনীত ছবির গানের অংশ প্রদর্শিত হয় ও মঞ্চে শিল্পীরা সেই গান পরিবেশন করেন। শ্রীকান্ত আচার্যের দরাজ ও মরমী নিবেদনে ‘যদি ভাবো এত খেলা নয়’ ‘আমি যাই চলে যাই’ গান দুটি শ্রোতাদের আবিষ্ট করে। সুতপা ভট্টাচার্যের সুরেলা কণ্ঠে ভালো লাগে ‘ছদ্মবেশী’ চলচ্চিত্রের দুটি গান ‘আরও দূরে চলো যাই’ ‘আমার দিন কাটে না’, সায়নী পালিতের কণ্ঠে ‘আমি যে জলসাঘরে’ সুন্দর নিবেদন। মধুরিমা দত্তচৌধুরী সুমিষ্ঠ কণ্ঠে ‘তুমি না হয় রহিতে কাছে’ গানটি দর্শকদের মুগ্ধ করে। এছাড়া শিল্পী সৈকত মিত্র, জোজো, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর, লোপামুদ্রা মিত্র প্রমুখ শিল্পীদের গাওয়া গান বিশেষ সমাদর পায়।
নৃত্যশিল্পী কোহিনুর সেন বরাটের পরিচালনায় উত্তমকুমারের ছবিতে অভিনীত নায়িকাদের গানের লিপের সঙ্গে নৃত্যপ্রদর্শনও বিশেষ উল্লেখযোগ্য।