সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
ওপার বাংলার শিল্পীদের মধ্যে ছিলেন অপর্ণা খান (রবীন্দ্রসঙ্গীত), বিজন মিস্ত্রি (নজরুলগীতি), পারভেজ চৌধুরী (আবৃত্তি)। অপর্ণার নিবেদনে ছিল ‘জগৎ জুড়ে’ (পূজা পর্যায়) ও ‘একলা বসে’ (প্রকৃতি পর্যায়) রবীন্দ্রসঙ্গীত দুটি। শিল্পীর গায়কি মাধুর্য প্রশংসনীয়। পারভেজের ‘মরণ’ (ভানুসিংহের পদাবলী থেকে) ও ‘বিদ্রোহী’ (নজরুলের) কবিতা দুটির উপস্থাপন ছিল অসাধারণ। বিজন মিস্ত্রি ইসলামিক কথায় ও কীর্তনের সুরে অসাধারণ একটি সঙ্গীত পরিবেশন করেন ‘সদা মন চাহে’। এপার বাংলার শিল্পীদের মধ্যে প্রণতি ঠাকুরের নজরুলের লেখা ‘সাম্যবাদী’ কবিতাটির নিবেদন ছিল পরিমার্জিত ও পরিশীলিত। কাজী অরিন্দম ‘তুমি রবে নীরবে’ গানটির সুর গিটারে বাজিয়ে শ্রোতাদের মন জয় করেন। সুস্মিতা গোস্বামীর ‘শাওন রাতে’ গানটির সুন্দর উপস্থাপনা শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের সভাপতি অনিন্দ্য মিত্র বলেন, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাধ্যমে শুধু বাংলা ভাষাকে নয়, বাংলার সংস্কৃতিকেও পৌঁছে দেওয়া হবে সারা বিশ্বাব্যাপী বাঙালির কাছে। পবিত্র সরকার জানান অতি সহজ পদ্ধতিতে অন লাইন টিউটোরিয়ালের মাধ্যমে বাংলা ভাষাকে সারা বিশ্বব্যাপী পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। তৌফিক হাসান বলেন, প্রবাসী বাঙালিদের কাছে বাংলার সংস্কৃতিতে আকৃষ্ট করার এটা একটি বড় উদ্যোগ। ইকবাল বাংলাদেশের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ডাঃ সুকুমার মুখোপাধ্যায় বলেন বাংলা ওয়ার্ড ওয়াইডের মাধ্যমে উন্নত স্বাস্থ্য পরিষেবাকেও বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হবে।
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়