আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
এইদিন ইনস্টাগ্রামে ইরফানের একটি ছবি পোস্ট করেন বাবিল। সেই ছবিতে দেখা যাচ্ছে, নিজের টেবিল মেরামতের কাজ করছেন ইরফান। ছবি দেখে অনুমান করা কঠিন নয়, যে অভিনেতার তখন ক্যান্সারের চিকিৎসা চলছিল। এই প্রসঙ্গে বাবিল লিখেছেন, ‘কেমো তোমার ভেতরটা ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তাই দিনলিপি লেখা বা টেবিল তৈরির মতো ছোট ছোট জিনিসগুলোর মধ্যে দিয়ে তুমি জীবনের আনন্দ খুঁজে নিয়েছিলে।’ বাবাকে সঙ্গে নিয়ে বহু অজানা রহস্য সমাধানের ইচ্ছা যে অপূর্ণই রয়ে গেল তাও ওই পোস্টে জানিয়েছেন ইরফানের বড় ছেলে। বাবার হাতে লেখা একটি নোটও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বাবিল।