আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
আপাতত আগামী ১৫ দিনের জন্য পরিকল্পনা হয়েছে। ওরলি থেকে মুম্বইয়ের পথে বিস্তীর্ণ অঞ্চলে খাবারের প্যাকেট সরবরাহ করা হবে। উপমা, পাওভাজি, পোহার মতো খাবার থাকবে সেখানে। আগামী ১৫ মে পর্যন্ত এই কার্যকলাপ চলবে। সলমন জানিয়েছেন, শুধু এটুকুই নয় মুম্বইয়ের বিভিন্ন অঞ্চলে এই খাদ্য বিতরণ করা হবে।
কথা একবার দিলে, ভাইজান কিন্তু সেই কথা ফিরিয়ে নেন না। সেটা সমাজসেবা থেকে শুরু করে কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি চলতি বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপ বাড়তে থাকায়, সলমন সেই কথা রাখতে পারছেন না বলেই মনে করা হয়েছিল। বাস্তবে এমনটা হচ্ছে না। ওটিটির সঙ্গে ঈদের দিনেই এই ছবি সিনেমা হলেই মুক্তি পাচ্ছে।