আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
প্রায় এক মাস উত্তরবঙ্গের ডুয়ার্সে শ্যুটিং হয়েছে এই ছবির। অঙ্কন বলছিল, এই ছবিতে তার শ্যুটিং দেখে অন্য একটি ছবিতে অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন ঋতুপর্ণা। সেই ছবির শ্যুটিংও শেষ হয়ে গিয়েছে। অনুরাগ কাশ্যপের সঙ্গে শ্যুটিং করতে পেরেও উচ্ছ্বসিত এই খুদে শিল্পী। তার কথায়, ‘শ্যুটিংয়ের ফাঁকে একদিন আমি মোবাইলে গেম খেলছিলাম। হঠাত্ অনুরাগ স্যার এসে বললেন, তুমি এটা কী খেলছ? চলো একসঙ্গে খেলব। ‘বাঁশুরী’ ছবিটি আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।