আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
কিন্তু এই একই বিষয় নিয়ে একাধিক ছবির কাজ শুরু হয়েছে। সম্প্রতি পরিচালক মানস মুকুল পাল দীনেশ গুপ্তের বায়োপিকের শ্যুটিং শুরু করেছেন। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর অভিনয় করার কথা। অন্যদিকে রাইটার্স অভিযান অর্থাৎ অলিন্দ যুদ্ধ নিয়ে কয়েক বছর আগে পরিচালক অঞ্জন দত্ত একটি ছবির পরিকল্পনা করেছিলেন। এক সময় দেবও এই বিষয়ে ছবি তৈরির কথা ভেবিছিলেন। যদিও এই দুটো ছবির ভাবনা এখনও বাস্তবায়িত হয়নি। একই বিষয় নিয়ে ছবি কেন তৈরি করতে চাইছেন অরুণ? ‘একই বিষয় নিয়ে ছবি হলে কোনও ক্ষতি তো নেই। তিনজনের মধ্যে একজনের বায়োপিক হচ্ছে। অন্য ছবিটা আর হচ্ছে না বলেই শুনেছি। তাই আমি কোনওরকম তুলনায় যাব না’, উত্তর পরিচালকের।
এই ছবিতে বিনয়, বাদল ও দীনেশের চরিত্রে যথাক্রমে অভিনয় করবেন কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায় এবং সুমন বসু। অন্যান্য চরিত্রে দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, বিপাশা সাহা। ফেলুদা, ব্যোমকেশ নিয়ে লড়াই এর আগে টলিউড দেখেছে। সেই লড়াইয়ে এই তিন স্বাধীনতা সংগ্রামী নিঃসন্দেহে নতুন সংযোজন।