আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
ওই ভিডিওর পাশাপাশি ট্যুইটারে একটি পোস্ট করেও প্রিয়াঙ্কা সারা বিশ্ববাসীর কাছে ভারতের জন্য দু’হাত ভরে দান করার অনুরোধ করেছেন। কারণ এই মুহূর্তে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নতি সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ‘দ্য হোয়াইট টাইগার’ ছবির এই অভিনেত্রী। শুধু তাই নয়, এই সমস্যার মোকাবিলা করতে প্রিয়াঙ্কা নিজেও অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ থেকে সংগৃহীত অর্থ তিনি দেশের কোভিড কেয়ার সেন্টার, সেফ হাউজ, অক্সিজেন প্ল্যান্ট, ভ্যাকসিনের জন্য দান করবেন বলে জানিয়েছেন। প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস ভবিষ্যতেও ভারতের করোনা পরিস্থিতি সামলাতে সাধ্যমতো সাহায্য করবেন। নেটিজেনদের কাছে প্রিয়াঙ্কার আর্জি, ‘আমাদের এই ভাইরাসকে হারাতেই হবে এবং তার জন্য আমাদের প্রত্যেককে একজোট হতে হবে।’