আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘সমাজের অন্ধবিশ্বাস, প্রচলিত রীতির গভীরে গিয়ে কাজ করেছে এই ছবিটি। আমরা ছবিটি দেশের মানুষকে দেখানোর জন্য মুখিয়ে রয়েছি। তবে ছবিটি যে সারা পৃথিবীর সিনেমা প্রেমীদের কাছে পৌঁছে গিয়েছে, তার জন্য খুবই ভালো লাগছে।’ উইন্ডোজের অন্যতম কর্ণধার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়, ‘আমরা সবসময় একেবারে অন্য ধরনের গল্প নিয়ে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করি। দক্ষিণ আফ্রিকার র্যাপিডলিওন চলচ্চিত্র উত্সবে এই ছবি সমাদৃত হয়েছে দেখে খুবই ভালো লাগছে।’
অন্যদিকে এই ছবির মুখ্য অভিনেতা উজান এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে গৃহবন্দি রয়েছেন। গত ১২ এপ্রিল থেকেই কোভিড পজিটিভ এই অভিনেতা। তবে ভালো খবর হল, তাঁর বাবা কৌশিক এবং মা চূর্ণী দু’জনের কাউকেই করোনা স্পর্শ করতে পারেনি।