বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহযোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন হতে ... বিশদ
‘রূপকথা’র কাহিনীকার অশোক বসু। মুখ্য ভূমিকায় রয়েছেন চন্দন সেন। পরিবারে যিনি শুধুই টাকা উপার্জনের যন্ত্র মাত্র। একদিন অফিস থেকে ফেরার সময় ঘটে ট্রেন অ্যাক্সিডেন্ট। বাড়ির লোকভাবে তিনি দুর্ঘটনায় মারা গিয়েছেন। এদিকে তাঁর অবর্তমানে পরিবারের কী অবস্থা তা দেখতেই সাময়িকভাবে গা ঢাকা দেন সেই ব্যক্তি। ফিরে এসে দেখতে পান বাড়িতে তাঁর শ্রাদ্ধর আয়োজন করা হয়েছে! কী হয় তারপর? দুটি ছবিই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হয়েছে। ছবিগুলো ইউটিউবে দেখা যাবে।