Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

অ্যালার্জি থাকলে
কী করবেন?  

পরামর্শে রুবি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র।

আমাদের দেহে কোনও রোগজীবাণু প্রবেশ করলে দেহের শ্বেতকণিকা তার বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। রক্তে শ্বেতকণিকার সংখ্যা বৃদ্ধি পায়। রোগজীবাণু মাত্রই ক্ষতিকর পদার্থ সবাই জানেন। তবে কোনও কোনও ব্যক্তির শরীরে রোগজীবাণু ছাড়াও আপাতভাবে সাধারণ কিছু বস্তু প্রবেশ করলেও রক্তে শ্বেতকণিকার মাত্রা বাড়তে শুরু করে। ওই ব্যক্তির শরীর নানাভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে। এই প্রতিক্রিয়া হতে পারে ডায়ারিয়া দেখা দেওয়া, হাঁপানি বা অ্যাজমা শুরু হওয়া, নাক দিয়ে জল পড়া, হাঁচি, কাশি, ত্বকে র‌্যাশ বেরনো, একজিমা হওয়ার মতো সমস্যা ইত্যাদি। এইভাবে কোনও নির্দিষ্ট বা একাধিক বস্তুর প্রতি শরীরের এই ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করাকেই ‘অ্যালার্জি’ হিসেবে চিহ্নিত করা হয়।
অ্যালার্জি হয় এমন বস্তুর তালিকায় রয়েছে—
 এক বা একাধিক খাদ্যবস্তু, ওষুধ, ফুলের রেণু, পোষ্যের লোম, ধুলো-ধোঁয়া, ডিটারজেন্ট পাউডার ইত্যাদি। সাধারণত যে বস্তু থেকে অ্যালার্জি বেশি হয়, সেগুলি নিয়েই আলোচনা করা হল।
খাদ্য: দেখা গিয়েছে কোনও কোনও ব্যক্তির ডিম খেলেই পেটে ব্যথা, বমি, ডায়ারিয়ার মতো সমস্যা তৈরি হয়। কারও কারও ক্ষেত্রে আবার চিংড়ি কিংবা কাঁকড়া খেলে এমন সমস্যা হয়। এমনকী গায়ে আমবাতের মতো বেরতে পারে। কিছু মানুষের ডায়ারিয়া হয় দুধ কিংবা দুগ্ধজাত খাদ্যদ্রব্য খেলে। বেগুন, পোস্ত, সর্ষের মতো খাদ্য থেকেও অ্যালার্জি হতে পেতে পারে। এক্ষেত্রে বুঝতে হবে, ওই ব্যক্তির ওই নির্দিষ্ট খাদ্যবস্তুতে অ্যালার্জি রয়েছে।
ধুলো-ধোঁয়া: ঘর ঝাঁট দেওয়া, লেপ-কম্বল ঝাড়ার মতো কাজ করার সময় বা ধূপ ও উনুনের ধোঁয়ার নাকে ঢোকার পরেই হাঁচি পড়তে শুরু করা, কাশি হওয়া, নাক দিয়ে জল পড়া, হালকা জ্বর আসা, চোখ-মুখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা শুরু হলে বুঝতে হবে ওই ব্যক্তির ধুলো-ধোঁয়া থেকে অ্যালার্জি আছে।
ড্রাগ অ্যালার্জি: সবচাইতে ক্ষতিকর হল ড্রাগ অ্যালার্জি। সময়ে ড্রাগ অ্যালার্জি না বুঝতে পারলে তা ভয়ঙ্কর আকার নিতে পারে। ড্রাগ অ্যালার্জি থাকলে ত্বকে আমবাতের মতো বেরনো, শ্বাসনালীতে প্রদাহ হওয়া ও শ্বাসনালী ফুলে সরু হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এমনকী শুরু হতে পারে তীব্র শ্বাসকষ্টের সমস্যাও। চিকিৎসা পরিভাষায় এই সমস্যাকে বলে অ্যানাফাইলেক্সিস। অ্যানাফাইলেক্সিস অন্যান্য বস্তু থেকেও হতে পারে। তবে ড্রাগ বা ওষুধ থেকে বেশি হয়। এই কারণে এখন চিকিৎসকরা প্রেসক্রিপশনে ওষুধ লেখার আগে রোগীর কাছে জানতে চান যে তাঁর কোনও ওষুধে অ্যালার্জি রয়েছে কি না!
সাধারণত দেখা গিয়েছে মেট্রোজিল গ্রুপের ওষুধ, সালফার ড্রাগ বা পেনিসিলিন, হাইড্রক্সিক্লোরোকুইন, প্যারাসিটামল ছাড়া অন্যান্য বেদনানাশক ওষুধ, সাইকিয়াট্রিক ড্রাগ যেমন লিথিয়াম, টিবির ওষুধ, এইচআইভি-এর ওষুধ থেকেও অ্যালর্জি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে অ্যনান্য ওষুধ থেকেও অ্যালার্জি হতে পারে। তাই কোনও ওষুধ খেয়ে শরীরে অস্বস্তি শুরু হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
রাসায়নিক পদার্থ, ডিটারজেন্ট: কিছু মানুষের ত্বকের যে কোনও জায়গাতেই ডিটারজেন্ট বা রং বা অন্য কোনও রাসায়নিক পদার্থ লাগালে সেখানে একজিমা, চুলকানির মতো সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে বুঝতে হবে ওই ব্যক্তির ডিটারজেন্ট বা রাসায়নিক থেকে অ্যালার্জি রয়েছে।
পোষ্যের লোম, পাখির পালক: বাড়িতে অনেকেই কুকুর, বিড়াল, পাখি পোষেন। এই ধরনের পোষ্যের লোম ও পালকের অংশ থেকে হাঁচি, কাশি, শ্বাস কষ্ট বা অ্যাজমার মতো উপসর্গ দেখা দিতে পারে। কারণ পশুর লোম শরীরে ‘ফরেন বডি’-এর মতো কাজ করে। তাই বাড়িতে কুকুর, বেড়াল, পাখি বা অন্য কোনও পোষ্য থাকলে এবং পরিবারের কারও শ্বাসকষ্ট শুরু হলে সতর্ক হন।
ফুলের রেণু: কিছু নির্দিষ্ট ঋতুতে, বিশেষত বসন্তকালে ফুলের পরাগ রেণু বাতাসে ভেসে শরীরে প্রবেশ করলেও অনেকের হাঁপানি শুরু হতে পারে। এক্ষেত্রে রোগীর উচিত এই ঋতুতে নাকে-মুখে মাস্ক পরে থাকা।
পরীক্ষা
আদৌ অ্যালার্জি থেকেই সমস্যা হচ্ছে কি না জানতে রক্ত পরীক্ষার মাধ্যমে ইউসিনোফিল কাউন্ট করা হয়। ইউসেনোফিল কাউন্ট বাড়লে বুঝতে হবে রোগীর সত্যিই অ্যালার্জি রয়েছে। এছাড়া ‘আইজিই’ রক্ত পরীক্ষা করিয়ে যদি দেখা যায় রক্তে এর মাত্রা বেশি রয়েছে, তাহলেও বুঝতে হবে রোগীর অ্যালার্জি রয়েছে। এরপর দেখতে হয় রোগীর কোন বস্তুতে অ্যালার্জি রয়েছে।
 ড্রাগ অ্যালার্জি থাকলে দেখতে হয় কোন কোন গ্রুপের ড্রাগ থেকে অ্যালার্জি রয়েছে। সেক্ষেত্রে সাধারণত যে সমস্ত ওষুধ থেকে অ্যালার্জি বেশি হতে দেখা গিয়েছে, সেই সব গ্রুপের ড্রাগ খুব সামান্য মাত্রায় রোগীর শরীরে প্রয়োগ করা হয়। কোন গ্রুপের ওষুধে রোগীর শরীরে কেমন প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তা লিপিবদ্ধ করা হয়।
 এছাড়া স্কিন প্রিক টেস্টে হাউজ ডাস্ট, পশুপাখির লোম খুব অল্প পরিমাণে ত্বকে প্রবেশ করিয়ে দেখা হয়, রোগীর এই সমস্ত বস্তুতে অ্যালার্জি আছে কি না!
 কোন কোন বস্তুতে অ্যালার্জি আছে, তা কিছু রক্ত পরীক্ষাতেও ধরা পড়তে পারে।
চিকিৎসা
১. যে বস্তুতে অ্যালার্জি রয়েছে, তা এড়িয়ে চলা। তবে অনেকসময় অ্যালার্জির উৎস বোঝা যায় না। সেক্ষেত্রে রোগীকে একটানা কয়েকদিন অ্যান্টিহিস্টামিন ওষুধ খেয়ে যেতে বলা হয়।
২. হাতের কাছে একটি খাতা কলম ও অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ রাখতে বলা হয়। কোন পরিস্থিতিতে বা কী খাওয়ার পর অ্যালার্জির উপসর্গ দেখা দিচ্ছে, খাতায় তা লিখে রাখতে বলা হয়। হাতের কাছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ থাকলে হঠাৎ অ্যালার্জি অ্যাটাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। ৩. যাঁদের অ্যালার্জি থেকে দম বন্ধ হয়ে আসে, তাঁদের উচিত সঙ্গের ব্যাগে সবসময় অ্যাড্রিনালিন ইঞ্জেকশন রাখা। একবার শিখে নিলে এই ইঞ্জেকশন রোগী নিজেই নিতে পারেন। তাই ভয় পাবেন না। অ্যালার্জি থাকলেও সচেতন হলে সুস্থভাবে জীবন কাটানো সম্ভব হয়।
লিখেছেন সুপ্রিয় নায়েক 
25th  February, 2021
দোলের দিন
কী কী সতর্কতা?

 দোল মানে আমাদের কাছে বাঁধ ভাঙা রঙের উৎসব। অতিরক্ষণশীলও মনের রাশ আলগা করে ফেলতে বাধ্য হন এই সময়। দোল উৎসব নিশ্চয়ই আনন্দের উৎসব। তবে আবেগের বশে আমাদের হুঁশ খুইয়ে ফেললে চলবে না। সচেতন হতে হবে। বিশদ

25th  March, 2021
রং খেলুন চোখ বাঁচিয়ে

সামনেই দোল। রঙের উৎসবে মাতবে গোটা রাজ্য। রঙে, আবিরে ভেসে যাবে চারদিক। পরিবার, বন্ধুবান্ধব সকলকে সঙ্গে নিয়ে চলবে এই বিশেষ দিনটি উদযাপন। তবে মনে রাখবেন, একটু অসতর্ক হলেই রং চোখে ঢুকে মারাত্মক ক্ষতি করতে পারে। তাই সাবধান। এবার জেনে নেওয়া যাক, রং চোখে ঢুকলে ঠিক কী কী সমস্যা হতে পারে? বিশদ

25th  March, 2021
ঘরে বসেই তৈরি করুন
দুর্দান্ত ভেষজ রং!

ভেষজ রং বা আবির বানাতে প্রথমে নির্বাচিত রঙের ফুল বা পাতা বা মূল সংগ্ৰহ করে রস বের করে নিন। গুঁড়ো রং বা আবির বানাতে ব্যবহার করতে পারেন কর্ন স্টার্চ ও অ্যারারুট বা চালের গুঁড়ো। মুলতানি মাটি হলে আরও ভালো। সুগন্ধের জন্য দিন চন্দন গুঁড়ো।  বিশদ

25th  March, 2021
শহরের দুই হাসপাতালে জরুরি হার্টের
অপারেশনে প্রাণ বাঁচল দুই রোগীর

সামোম বিরোজিৎ সিং। বয়স ৪৭। বাড়ি মণিপুর। বুকে ক্রমাগত যন্ত্রণা হচ্ছিল। চিকিৎসা করানোর পরেও ব্যথা ফিরে ফিরে আসছিল। অবস্থার অবনতি হতে থাকায় কলকাতার আর এন টেগোর হাসপাতালে যোগাযোগ করেন। বিশদ

25th  March, 2021
ইমিউনিটি বাড়াতে কী করবেন?

বিশেষ শাকসব্জি ও ফলমূল দান করে। সব মরশুমি শাকসব্জি এবং ফলে প্রচুর পরিমাণে ‘ভিটামিন সি’, ‘ভিটামিন ই’ এবং ‘ভিটামিন এ’-র পূর্বসূরি ‘বিটা ক্যারোটিন’ থাকে। সঙ্গে থাকে অন্যান্য ভিটামিন, খনিজ এবং ‘অ্যান্টি-অক্সিডেন্ট’।  বিশদ

18th  March, 2021
কিডনি ভালো রাখবেন কীভাবে?

ধীরে ধীরে কিডনির কাজ করার ক্ষমতা কমে যাওয়াকে সিকেডি বলা হয়। এটা কয়েক মাস থেকে শুরু করে বছর খানেকের মধ্যে হতে পারে। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ও প্রস্রাবে প্রোটিনের মাত্রা দেখে অতি সহজে এই রোগ নির্ণয় করা যায়।  বিশদ

11th  March, 2021
কিডনি ভালো রাখতে 
কতটা জল?

মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামে জায়গায় থাকে ‘থার্স্ট সেন্টার’ বা তৃষ্ণা কেন্দ্র। শরীরে জলের অভাবে ডিহাইড্রেশন শুরু হচ্ছে মনে হলেই তৃষ্ণার উদ্রেক ঘটে। আমরা তখন জল পান করি। এভাবেই শরীরে প্রতিদিনের জলের চাহিদা মেটে। বিশদ

11th  March, 2021
অসুখ নিয়েও ভালো থাকুন

পৃথিবীর জনসংখ্যার প্রায় ১০ শতাংশ বিভিন্ন কিডনি রোগের শিকার। স্বাস্থ্যনিয়ামক সংস্থা, বিভিন্ন কিডনি সংগঠন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নানা কর্মসূচির মাধ্যমে এই অসুখ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দুর্ভাগ্যের বিষয় হল, উন্নত পরিষেবা থাকা সত্ত্বেও মানুষের মনে এই রোগ নিয়ে আশঙ্কা কমেনি। বিশদ

11th  March, 2021
কিডনির রোগের
ডায়েট কেমন?
পরামর্শে বিশিষ্ট পুষ্টিবিদ অরিত্র খাঁ

কিডনির রোগের ডায়েট প্ল্যান করার সময় অনেকগুলি বিষয় মাথায় রাখতে হয়। দেখতে হয়, কোন স্টেজ রেনাল ডিজিজে রোগী আক্রান্ত। স্টেজ ১-এ ডায়েট একরকম তো স্টেজ ৪-এ একরকম। এছাড়াও রক্ত পরীক্ষা করে জেনে নিতে হয়, রোগীর শরীরে ক্রিয়েটিনিন, ইউরিয়া, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ইত্যাদির মাত্রা কত। বিশদ

11th  March, 2021
শাকসব্জি খেয়ে সুস্থ থাকুন 

মার্চের শুরুতেই সূর্যের চোখরাঙানি শুরু। খাতায় কলমে যে বসন্ত, কে বলবে! দিনের বেলায় বাইরে বেরলেই ঘেমে নেয়ে একাকার অবস্থা। এই সবে শুরু, আগামীদিনে আরও প্রখর রোদ্দুর অপেক্ষা করে বসে আছে। তাই এই তীব্র তাপদাহের মধ্যে শরীরকে ঠিক রাখতে খাবার সম্পর্কে একটু বিশেষ সচেতনতা দরকার বইকি। 
বিশদ

04th  March, 2021
গরমে শরীর ঠান্ডা রাখতে
কী কী ফল খাবেন?

ক্ষণস্থায়ী বসন্তের পর গ্রীষ্মকাল প্রায় আগত। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশের মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তন দেখা যায়। আমাদের চারপাশের গাছপালা, পশুপাখি এমনকী মানবজীবনেও তার প্রভাব পরে। এই সময়ে তিক্ত, কষায় ও কটূ রসের বৃদ্ধি পায় এবং শরীরকে রুক্ষ ও শুষ্ক করে দেয়।
বিশদ

04th  March, 2021
জটিল অ্যানিউরিজম, বেঙ্গালুরুর মণিপাল
প্রাণ বাঁচালো বাংলার আশরাফের 

অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম-এর সমস্যা একটাই। রোগটি সহজে ধরা পড়ে না। প্রশ্ন হল, অসুখটি আসলে কী? এককথায় পেটের মধ্যে থাকা রক্তনালী ফুলে বেলুনের মতো হয়ে যাওয়ার সমস্যাকে বলে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম।  
বিশদ

04th  March, 2021
বিসিসিআই-এর ‘হেলথ টেক’ 

দ্য বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি ও মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল চতুর্থ ‘হেলথ ঩টেক’ আলোচনাসভা। এবারের থিম ছিল ‘নিউ নর্মাল সময়ে স্বাস্থ্যক্ষেত্রে ডিজিটাল পরিবর্তন’।  
বিশদ

04th  March, 2021
নতুন স্ট্রোক সেন্টার

ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে শুরু হল অত্যাধুনিক প্রযুক্তির সুবিধাযুক্ত ‘স্ট্রোক সেন্টার’। এই বিভাগে যে কোনওরকম আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে সর্বক্ষণ উপস্থিত থাকবেন দক্ষ নিউরোলজিস্ট, নিউরো অ্যানাস্থেটিস্ট, নিউরো ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা।  
বিশদ

04th  March, 2021
একনজরে
একদিকে স্লোগান উঠল, চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা। অন্যদিকে উঠল, বিজেমুল ভোগে যাবে, লালে লাল বাংলা হবে। ব্যারিকেডের একপাশে সবুজ, অন্যপাশে লাল। শুক্রবার স্লোগানে মুখরিত ...

বড় জয় দিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করল ইংল্যান্ড। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১০তম স্থানে থাকা সান মারিনোকে পাঁচ গোলের মালা পরাল গ্যারেথ সাউথগেটের দল। ...

একটা সময় জঙ্গলমহলের বাসিন্দাদের মধ্যে মহুয়া খাওয়ার প্রবণতা দেখা যেত। তবে কোনও সময়েই ওই নেশা এখানকার মানুষের উপর চেপে বসতে পারেনি। কিন্তু, এখন শুধু মহুয়া ...

বছর ঘুরে ফের বিশ্বের দুয়ারে করোনা-কম্পন শুরু। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ব্রাজিলে। চড়চড় করে বাড়ছে সংক্রমণ। একদিনে লক্ষ পেরিয়েছে আক্রান্তের সংখ্যা। আর করোনার ঠেলায় ফের কাঠগড়ায় প্রেসিডেন্ট জে বলসোনারো। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব থিয়েটার দিবস
১৮৪৫- এক্স-রশ্মির আবিষ্কারক ইউলিয়াম রন্টজেনের জন্ম
১৮৯৮- লেখক ও দার্শনিক সৈয়দ আহমেদ খানের মৃত্যু
১৯৬৬ - বিশিষ্ট শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের মৃত্যু
১৯৬৮- বিমান দুর্ঘটনায় মৃত্যু রুশ মহাকাশচারী ইউরি গ্যাগারিনের  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৭২ টাকা ৭৩.৪৩ টাকা
পাউন্ড ৯৮.১৫ টাকা ১০১.৬৩ টাকা
ইউরো ৮৩.৯৫ টাকা ৮৭.০৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৩,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। ত্রয়োদশী ১/২৫ প্রাতঃ ৬/১২ পরে চতুর্দ্দশী ৫৪/৩৩ রাত্রি ৩/২৭। পূর্বফাল্গুনী নক্ষত্র ৩৫/৩৪ রাত্রি ৭/৫২। সূর্যোদয় ৫/৩৮/৩, সূর্যাস্ত ৫/৪৬/২১। অমৃতযোগ দিবা ৯/৪০ গতে ১২/৫৫ মধ্যে, রাত্রি ৮/৮ গতে ১০/৩১ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩৯ মধ্যে পুনঃ ২/২৬ গতে ৪/১ মধ্যে। বারবেলা ৭/৯ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪৪ মধ্যে পুনঃ ৪/১৫ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/১৪ মধ্যে পুনঃ ৪/৮ গতে উদয়াবধি।  
১৩ চৈত্র ১৪২৭, শনিবার, ২৭ মার্চ ২০২১। চতুর্দ্দশী রাত্রি ২/৪৫। পূর্বফাল্গুনী নক্ষত্র রাত্রি ৬/৫৮। সূর্যোদয় ৫/৪০, সূর্যাস্ত ৫/৪৭। অমৃতযোগ দিবা ৯/৩৫ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৮/১০ গতে ১০/২৯ মধ্যে ও ১২/২ গতে ১/৩৫ মধ্যে ও ২/২১ গতে ৩/৫৪ মধ্যে। কালবেলা ৭/১১ মধ্যে ও ১/১৪ গতে ২/৪৫ মধ্যে ও ৪/১৬ গতে ৫/৪৭ মধ্যে। কালরাত্রি ৭/১৬ মধ্যে ও ৪/১১ গতে ৫/৩৯ মধ্যে। 
১২ শাবান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিকাল ৫টা পর্যন্ত বাংলার কোথায় কত ভোট
আজ প্রথম দফার বিধানসভা নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত বাঁকুড়ায় ৮০.০৩ ...বিশদ

05:48:16 PM

বিকাল ৫টা পর্যন্ত কত ভোট পড়ল
আজ প্রথম দফার নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৩০টি আসনে ...বিশদ

05:42:11 PM

প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি বিজেপি নেতার 
বিজেপি প্রার্থী হওয়ার পর সরে দাঁড়াতে বলায় আত্মহত্যার হুমকি। ঘটনাটি ...বিশদ

04:40:00 PM

নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল 
নির্বাচন কমিশনে ২০৬টি অভিযোগ জমা পড়ল। পূর্ব মেদিনীপুর থেকে বেশি ...বিশদ

04:28:23 PM

পুরুলিয়ায় বেলা ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৩১ শতাংশ

03:57:13 PM

বেলা ৩টে পর্যন্ত ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল ৭০.১৭ শতাংশ 

03:57:09 PM