Bartaman Patrika
হ য ব র ল
 

আজব আজগুবিতলা

প্রদীপ আচার্য: আজগুবিতলা স্টেশনে নেমে সত্যি সত্যিই ভয় পেয়ে গেলেন মণিশংকরবাবু। চারদিক শুনশান। জনপ্রাণী কেউ কোত্থাও নেই। এখন এই অন্ধকারে ঘড়িও দেখা যাচ্ছে না। ট্রেন থেকে নামার সময় একঝলক ঘড়ি  দেখেছিলেন, আটটা। এখন আটটা পাঁচ, দশ হবে বড়জোর। এই স্টেশনে রাতের আর কোনও ট্রেন থামে না। তাই স্টেশন মাস্টারের ঘর, টিকিটের বুকিং কাউন্টার সব ঝাঁপ বন্ধ। লোকজন সব অনেকক্ষণ সটকে গিয়েছে। আর একটু হলে ট্রেনটাও সটকে যেত। মণিশংকরবাবু নামতেই পারতেন না। একটা লোক ট্রেনের দরজা কিছুতেই খুলতে দেবে না। বলে কি না ‘দরজা খুললে তেনারা উঠে পড়বে।’ মণিশংকরবাবু এক ঝটকায় লোকটার হাত ছাড়িয়ে নেমে পড়েছেন। অবাকনগরেই ট্রেনটাকে মার খাওয়াল। ঝাড়া দু’ঘণ্টা লেট সেখানে। তারপরে ট্রেন যদিও ছাড়ল তো হেঁপো রোগীর মতো ক্ষণে ক্ষণে দম নিচ্ছে। কিছুটা গিয়েই আবার দাঁড়াচ্ছে। এসব লাইনে কি সিগন্যালিং সিস্টেম বলে কিছু নেই? অবাকগনগর সত্যিই এক অবাক করা জায়গা। ট্রেন জল ভরল, ইঞ্জিন বদলাল। আরও কী কী করল, ভগবান জানে। ট্রেনের গার্ড, ড্রাইভারও বদল হল হয়তো। কাউকে জিজ্ঞেস করলে কেউ কিছুই বলতে পারে না। লেট হচ্ছে কেন? ট্রেন থেকে নেমে গিয়ে নিজে যে খোঁজখবর করবেন, তারও উপায় নেই। সঙ্গে লাগেজ একটা সুটকেস। সুটকেসের ভেতরে দিন তিনেকের জামাকাপড়। আর একটা সোনার নেকলেস আছে। সেই সুটকেস কার জিম্মায় রেখে নামবেন? কেন লেট হচ্ছে, খোঁজ নিতে যাওয়ার মাশুল দিতে হবে। আবার সুটকেসটাকে সঙ্গে নিয়ে নামলে বসার জায়গাটাও চৌপাট হয়ে যাবে। উভয়সঙ্কট। 
আজ করি, কাল করি করে টিকিট রিজার্ভেশন করানো হয়নি। শেষমেশ গুঁতোগুঁতি করে জেনারেল কম্পার্টমেন্টেই উঠতে হয়েছে। বরাত জোরে একটা জায়গা পেয়েছেন। সেই জায়গা বেদখল হলে আরও দু’ঘণ্টার পথ বাকি। সেই দু’ঘণ্টা মণিশংকরবাবুকে ঠায় দাঁড়িয়ে যেতে হবে। 
মণিশংকরবাবুর বাল্যবন্ধু অরুণের মেয়ে রাকার বিয়ে আজ। সপরিবারেই নেমন্তন্ন ছিল। কিন্তু মণিশংকরবাবুর স্ত্রী সুমনা দেবী বলেছেন, ‘তুমি একাই যাও। আমিও যাব না। মেয়েও যাবে না।’ মণিশংকরবাবুর মেয়ে রিমঝিম যাব যাব বলে নেচে উঠেছিল। কিন্তু সুমনা দেবী বললেন, ‘খবরদার। সামনের বছরই মাধ্যমিক। মাস্টারমশাই এসে ফিরে যাবেন। তাছাড়া তিনদিনের ধাক্কা। পড়ার অনেক ক্ষতি হয়ে যাবে। অন্যায় আবদার কোরো না।’ 
তো শেষতক মণিশংকরবাবু একাই রওনা হয়েছেন।  আজগুবিতলায় ট্রেনটার অ্যারাইভাল টাইম ছিল বিকেল চারটে। এখন রাত আটটা। ট্রেনে পাশে এক ভদ্রলোকের সঙ্গে বেশ আলাপ হয়ে গিয়েছিল। ওই ভদ্রলোক বারবারই বলেছেন, ‘প্রাণের মায়া থাকলে এই রাতে আর আজগুবিতলা স্টেশনে নামবেন না মশাই।’
‘কেন? আজগুবিতলাতেই তো যাচ্ছি। তা নামব কি ভণ্ডুলপুরে গিয়ে?’
‘এই তো আপনি রাগ করছেন। আমাকে ভুল বুঝছেন আপনি। আমি বলতে চেয়েছি, রাতের বেলা জায়গাটা মোটেই নিরাপদ নয়।’
‘কেন? ডাকাত, ছিনতাইকারীদের আড্ডা বুঝি?’
‘আজ্ঞে না। তা হলেও তো একটা কথা ছিল। আসলে এই রাতের বেলা এই আজগুবিতলায় তেনারা দাপিয়ে বেড়ান।’
‘তেনারা মানে? কেনারা?’
‘এই দেখ, এই এত ভেঙে বলতে হবে, তবে বুঝবেন? বুঝলেন না?’
‘বুঝেছি। আপনি ভূতপ্রেতের কথা বলছেন তো?
‘ঠিক তাই।’
‘ওসব ভূত, প্রেত, প্রেতাত্মা আমি মানি না। বুঝলেন কিছু?’
‘আপনি না মানলেও তেনারা আছেন।’
‘আপনি দেখেছেন?’
‘আমি আজগুবিতলায় নামলে তো দেখব। আমাকে কি পাগলা কুকুর কামড়েছে মশাই। আপনি নামছেন। আপনি দেখতে পাবেন।’
মণিশংকরবাবু ভাবেন, মানুষের কি অন্ধবিশ্বাস! লোকটা দরজা খুলতে দিচ্ছিল না। নাকি তেনারা ট্রেনে উঠে পড়বে। মানে ভূতও ট্রেন জার্নি করবে। ট্রেনে উঠে সবার ঘাড় মটকে, পিণ্ডি চটকে খাবে। 
আজগুবিতলা স্টেশনে নামার পরে মণিশংকরবাবুর মনে হচ্ছে, ওই ভদ্রলোকের কথাই কি তাহলে সত্যি? জায়গাটা ভূতের ডেরা বলেই কি রাত আটটা সোয়া আটটায় এতটা নিঃঝুম হয়ে গেল? স্টেশন চত্বরে তো একটা দুটো দোকান খোলা থাকবে। প্যাসেঞ্জারের জন্য দু’-একটা রিকশ থাকবে অন্তত। কিন্তু, এ তো দেখছি চারদিকে শুধুই ঘুরঘুট্টি অন্ধকার। 
এই অন্ধকারে মণিশংকরবাবু দিক ঠিক করে উঠতে পারছেন না। ডানদিকে যাবেন না বাঁদিকে যাবেন। নিজেই অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে রইলেন খানিক। ঠিক তখনই তিনি দেখলেন, তাঁর দিকে একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। দেখে মণিশংকরবাবুর কলজে হিম হয়ে গেল। এ তো তাঁর দিকে ভূত এগিয়ে আসছে। তিনি রীতিমতো ঘামতে লাগলেন। ছায়ামূর্তিটা একেবারে কাছে এসে কথা বলে উঠল। ‘বাবু, আপনি কোথায় ছিলেন? আমি আপনেরে সারা পেলাটফম্মে খুঁজে আলাম। আর আপনে একেনে দাঁড়ায়ে।’ মণিশংকরবাবুর ঘাম দিয়ে জ্বর সারল। বললেন, ‘তুমি গুপি না?’ 
‘হ্যাঁ তো। আমি গুপে। বাবু আমারে সেই বিকেলে টিশানে পাঠালেন। বললেন, গুপে তুই তো আমার বন্ধু মণিবাবুকে ভালোই চিনিস। আমি বললাম, সে আর বলতে? সে মুখ কি ভোলা যায়? তা সেই তখন তে টিশানে একঘুম দে উঠলাম। টেরেন তো লেট। আমি ওই বেঞ্চিতে টানটান হলাম। টেরেনের শব্দে ঘুম ভাঙল। কিন্তু, আপনে এখানে, আমি সেই কোন মুলুক খুঁজে আলাম। দ্যান সুটকেস আমারে দ্যান। রিকশ তো পাবা যাবে না। হেঁটি যেতে হবে।’ মণিশংকরবাবু বললেন, ‘কী আর করা যাবে? হেঁটেই চল।’ 
গুপির সঙ্গে হাঁটতে লাগলেন মণিশংকরবাবু। অন্ধকারে গুপির গায়ের সাদাজামা ফলো করে হাঁটছেন। খানিক যাওয়ার পরে মণিশংকরবাবু বললেন, ‘হ্যাঁ রে গুপে, এখানে নাকি খুব ভূতের উৎপাত?’
‘টেরেনে সব বলাবলি কচ্ছিল নাকি?’
‘হ্যাঁ, আমাকে তো ভয় ধরিয়ে দিচ্ছিল।’
‘সব বাজে কথা। ওসব বলে বলে জায়গাটার বদনাম করে দিয়েছে। এই তো আপনি অন্ধকারেই হাঁটছেন। ভূত কি আপনের ঘাড়ে লাফিয়ে পড়ছে? তবে কি না অনেকের মুখে শুনিছি, তারা নাকি ভূতের খপ্পরে পড়েছে। সে আমি বিশ্বেস যাইনে। ভূত ধরল, তা কি আদর করে ছেড়ে দ্যালো?’
দূর থেকে বিয়েবাড়ির সানাই শোনা যাচ্ছে। গুপি বলল, ‘খাসির মাংসের যা ঘেরান দেচ্ছেল তখন। জিভে জল এসে যাচ্ছেলো। আর ব্যানপাটি যা তাল তুলেছে কী বলব।’
দূর থেকেই বিয়েবাড়ির আলো দেখা গেল। মণিশংকরবাবু বললেন, ‘যাক এসেই তো গেলাম। ভাগ্যিস তুই ছিলি।’ গুপি এবার আমতা আমতা করে বলল, ‘বাবু, আপনি ভয় পাবেন, তাই বলিনি। টিশানে কিন্তু ভূতের আড্ডা আছে।’
‘আমি তো আগেও এসেছি। কই ভূতের কেত্তন তো এই প্রথম শুনছি।’ গুপি বলল, ‘আগে তো দিনমানে এসেছেন, দিনমানে চলে গেছেন। রাত্তিরে টিশানে ভূতেরা গুলজার করে।’
দূর থেকে বিয়েবাড়ির আলো দেখা যাচ্ছে। বাড়ির কাছকাছি এসে গুপি বলল, ‘এবার আপনের সুটকেসটা নেন বাবু। আমি আলোর কাছে যেতে পারব না।’
‘কেন? আলোর কাছে যেতে পারবি না কেন?’
‘আপনি চেনা লোক তাই আমি আপনেরে গাড দে নে আলাম। আমরা আলোয় যাই না বাবু,’ বলেই গুপি মিলিয়ে গেল।
14th  July, 2024
একাগ্রতায় বিশ্বজয়

বিশ্বজয়ী অধিনায়কদের তালিকায় কপিল ও ধোনির পর নতুন সংযোজন রোহিত। এই তিন ক্রিকেট ক্যাপ্টেনের দৌলতে চারবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছে দেশ। তাঁদের রূপকথার মতো উত্থানের গল্প শোনালেন সৌরাংশু দেবনাথ
বিশদ

21st  July, 2024
সিমলার হানাবাড়ি
সায়নদীপ ঘোষ

ভ্রমণপ্রেমীদের অন্যতম পছন্দের জায়গা সিমলা। পাহাড়ের গায়ে ঠিক যেন রূপকথার শহর। যাওয়ামাত্র মনপ্রাণ জুড়িয়ে যায়। তবে এই সুন্দর শৈলশহরে রয়েছে এক ভূতুড়ে বাড়ি। স্থানীয়দের বিশ্বাস, সন্ধ্যার পর সেখানে গেলেই নাকি এক অশরীরীর দেখা মেলে। তাই সূর্য ডোবার পর পারতপক্ষে সেখানে কেউ যান না। বিশদ

21st  July, 2024
যোগ-গুণের ম্যাজিক
স্বরূপ কুলভী

অঙ্ক মানেই বুদ্ধির খেলা। যোগ-গুণ-ভাগ-বিয়োগের পরতে পরতে লুকিয়ে বিস্ময়। এগুলিই গণিতের সোনার কাঠি-রুপোর কাঠি। আর এই কাঠি ছোঁয়ালেই যেন আশ্চর্য ম্যাজিক! সংখ্যার হেরফেরে একেবারে নিখুঁতভাবে লক্ষ্যে পৌঁছে যাওয়া যায়। বিশদ

21st  July, 2024
উলের ফুল

ফেলে দেওয়া জিনিস দিয়ে হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

14th  July, 2024
সাইকেলে বিশ্বজয়!

যখন মেসোপটেমিয়ায় ছিলেন, তখনই বিশ্ব ভ্রমণের‌ কথা মাথায় আসে। যুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পর একটি সাইকেল জোগাড় করে রামনাথ বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েন। সঙ্গী ছিল এক জোড়া চটি, দু’টি চাদর ও একটি সাইকেল। ক্যারিয়ারে একটি বাক্সে রাখা ছিল সাইকেল মেরামতির কিছু প্রয়োজনীয় সরঞ্জাম। ১৯৩১ সালের ৭ জুলাই সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে যাত্রা শুরু করল ‘রাউন্ড দ্য ওয়ার্ল্ড’। হ্যাঁ, ঠিক এই কথাটিই লেখা ছিল রামনাথের সাইকেলের গায়ে।
বিশদ

14th  July, 2024
 রথের মেলার মজা
 
​​​​​​​

আজ রথযাত্রা। রথ মানে যেমন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাত্রা, তেমনই পাঁপড়ভাজা আর পেঁয়াজি খাওয়ার মজা। তবে, মেলা ছাড়া আষাঢ়ের এই উৎসব পূর্ণতা পায় না। রথের মেলায় মজা করার অভিজ্ঞতা ভাগ করে নিল দক্ষিণ ২৪ পরগনার  পাথরপ্রতিমা ব্লকের সীতারামপুর জি-প্লট মিলন বিদ্যানিকেতন স্কুলের ছাত্রছাত্রীরা।
বিশদ

07th  July, 2024
কাঁদলে হবে! জানাও দরকার

বকুনি দিলে কার না কান্না পায় বল। দুঃখ পেলে চোখে জল ভরে আসে। কেউ কেউ ফুপিয়ে কাঁদে, কেউ আবার জোরে। অনেকের আবার বই পড়ে বা সিনেমা দেখেও কান্না আসে।
বিশদ

07th  July, 2024
মধুর প্রতিশোধ!

সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। জন্মেছিলেন ইতালির এক সাধারণ আঙুর চাষির ঘরে। তারিখটা ১৯১৬ সালের ২৮ এপ্রিল। ইতালির এক দরিদ্র আঙুর চাষির ঘরের ছেলে হয়ে তাঁকে কোনও দিনই চাষের খেত আকর্ষণ করেনি। ছোটবেলা থেকেই আগ্রহ ছিল ট্রাক্টর এবং চাষাবাদে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি।
বিশদ

07th  July, 2024
নাচছে একশো কোটি

রোহিতদাদা মোহিত করেন, সত্যি করিতকর্মা,
সোনার জলে থাক লেখা নাম— বাবু রোহিত শর্মা।
কোহলি তো সত্যি ‘বিরাট’, দেশকে ধরেন উচ্চে,
আনন্দে কে ফেলেন কেঁদে, চোখের জলও মুছছে?
বিশদ

07th  July, 2024
ইউরোর মাঝেই পড়াশোনায় ব্যস্ত ইয়ামাল

স্কুলছাত্র। ১৬ বছর বয়সেই দাপাচ্ছে ইউরো কাপ টুর্নামেন্ট। স্পেনের এই উঠতি ফুটবল তারকাকে নিয়ে লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায় বিশদ

30th  June, 2024
পর্বতশৃঙ্গের বিভীষিকা

অন্নপূর্ণা, কে-২, নাঙ্গা পর্বতের মতো শৃঙ্গগুলি অভিযাত্রীদের কাছে রীতিমতো আতঙ্কের। তবুও সাহসে ভর করে বেরিয়ে পড়েন পর্বতারোহীরা। সেই গল্পই শোনালেন বিশ্বজিৎ দাস।     বিশদ

30th  June, 2024
ইতিহাসের সাক্ষী রামমোহন লাইব্রেরি
সোমনাথ সরকার

ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী আমাদের গর্বের শহর কলকাতা। আর এই শহরেই দৃপ্ত পদক্ষেপে শতবর্ষ পেরিয়ে এগিয়ে চলেছে রামমোহন লাইব্রেরি। ১৯০৫ সালের ২৪ জানুয়ারি উত্তর কলকাতার এক ভাড়াবাড়িতে রামমোহন লাইব্রেরির সূচনা হয়। বিশদ

30th  June, 2024
আশ্চর্য আন্দাজ
রিমি মুৎসুদ্দি

মেঘলা আকাশের মতো দেবলামাসির মনটাও আজ খুবই খারাপ। সকাল সকাল রান্না সেরে চারটি মুড়ি ঘুগনি দিয়ে জলখাবার খেয়েই মাসি কাগজ কলম নিয়ে গুছিয়ে বসেছে। বিশদ

23rd  June, 2024
জানা অজানা: দূরদর্শী বঙ্কিম

আগামী বুধবার সাহিত্যসম্রাটের জন্মদিন। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। কর্মজীবনে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বঙ্কিমচন্দ্র। তেমনই কয়েকটি মজার ঘটনা তুলে ধরলেন অরিন্দম ঘোষ। বিশদ

23rd  June, 2024
একনজরে
আলু নিয়ে ব্যবসায়ীদের ফাটকাবাজি বন্ধ করতে এবার পদক্ষেপ নিল রাজ্য। চাষিদের থেকে আলু কিনে তা ন্যায্যমূল্যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দিয়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ...

ফিটনেসের সমস্যা, চোটের জন্য মাঝেমধ্যেই বাইরে থাকা, সতীর্থদের আস্থার অভাব। ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিক পান্ডিয়ার ছিটকে যাওয়ার কারণ এগুলোই। সোমবার প্রধান নির্বাচক অজিত ...

দুবাই পুলিস গ্রেপ্তার করেছে পাক সঙ্গীতশিল্পী রাহাত ফতে আলি খানকে। সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যমে এমনই খবর ছড়িয়ে পড়েছিল। ...

সোমবার থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের প্রথম দিনেই বাগনান থেকে শ্যামপুর পর্যন্ত রেললাইন চালুর দাবি জানালেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৯- আমেরিকাতে টাইপরাইটারের পূর্বসুরী টাইপোগ্রাফার পেটেন্ট করেন উইলিয়াম অস্টিন বার্ড
১৮৪৩ - সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষের জন্ম
১৮৫৬- স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্ম
১৮৮১ - আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত 
১৮৯৩ - কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পূর্বতন বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত
১৮৯৫- চিত্রশিল্পী মুকুল দের জন্ম
১৮৯৮ - বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯০৬ - চন্দ্রশেখর আজাদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী
১৯২৭ - সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বাইয়ে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৩ - ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্তের মৃত্যু
১৯৩৪ – পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণনের জন্ম
১৯৪৭ – বলিউড অভিনেতা মোহন আগাসের জন্ম
১৯৪৭ – বিশিষ্ট বেহালা বাদক এল সুব্রহ্মণমের জন্ম
১৯৪৯ -  দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ক্লাইভ রাইসের জন্ম
১৯৫৩ - ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম গুচের জন্ম
১৯৭৩ – সঙ্গীত পরিচালক তথা সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার জন্ম
১৯৯৫- হেল-বপ ধূমকেতু আবিস্কার হয়, পরের বছরের গোড়ায় সেটি খালি চোখে দৃশ্যমান হয়
২০০৪- অভিনেতা মেহমুদের মৃত্যু
২০১২- আই এন এ’ যোদ্ধা লক্ষ্মী সায়গলের মৃত্যু
২০১৮ - মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী বাসবী নন্দীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৫ টাকা ৮৪.৫৯ টাকা
পাউন্ড ১০৬.৪৩ টাকা ১০৯.৯৫ টাকা
ইউরো ৮৯.৬৩ টাকা ৯২.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৫০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৯,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ শ্রাবণ, ১৪৩১, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪। দ্বিতীয়া ১৩/১০ দিবা ১০/২৪। ধনিষ্ঠা নক্ষত্র ৩৭/৫৫ রাত্রি ৮/১৮। সূর্যোদয় ৫/৮/০, সূর্যাস্ত ৬/১৭/৫৯। অমৃতযোগ দিবা ৭/৪৬ গতে ১০/২৪ মধ্যে পুনঃ ১/২ গতে ২/৪৮ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৫/২৬ মধ্যে। রাত্রি ৭/১ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১১/২১ মধ্যে পুনঃ ১/৩১ গতে ২/৫৮ মধ্যে। বারবেলা ৬/৪৭ গতে ৮/২৫ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ ম঩ধ্যে। কালরাত্রি ৭/৩৯ গতে ৯/০ মধ্যে। 
৭ শ্রাবণ, ১৪৩১, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪। দ্বিতীয়া দিবা ১২/৪৭। ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি ১১/৪২। সূর্যোদয় ৫/৬, সূর্যাস্ত ৬/২১। অমৃতযোগ দিবা ৭/৫০ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৮ গতে ২/৪১ মধ্যে ও ৩/৩২ গতে ৫/১৫ মধ্যে এবং রাত্রি ৬/৫১ মধ্যে ও ৯/৫ গতে ১১/১৯ মধ্যে ও ১/৩৩ গতে ৩/২ মধ্যে। বারবেলা ৬/৪৬ গতে ৮/২৫ মধ্যে ও ১/২৩ গতে ৩/৩ মধ্যে। কালরাত্রি ৭/৪২ গতে ৯/৩ মধ্যে।
১৬ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলা: পুনরায় পরীক্ষার নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

05:18:38 PM

কলকাতা লিগ: ক্যালকাটা পুলিস ক্লাব ও মোহন বাগানের ম্যাচ ড্র, স্কোর ১-১

05:10:49 PM

বক্তব্য শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:02:23 PM

১৫ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভ্যাল: মমতা

04:58:39 PM

আগামী বছরে পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

04:58:18 PM

চলতি বছরে পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

04:56:43 PM