পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
ভারতপথিক রাজা রামমোহন রায়ের স্মৃতিতে গড়ে উঠেছে জ্ঞানচর্চার অনবদ্য আখড়াটিতে রয়েছে নানা বিষয়ের অজস্র বই। এছাড়াও গ্রন্থাগারের সংগ্রহে রয়েছে বাংলার নবজাগরণের বহু দুষ্প্রাপ্য নথি, রাজা রামমোহন রায়ের ব্যবহৃত সামগ্রী, নীল চাষ মামলার কাগজপত্র, সুইডেনের সংবিধানের প্রথম খণ্ডের ছাপানো নথি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পাণ্ডুলিপি। ভগিনী নিবেদিতা নিজস্ব সংগ্রহের বহু বই এই পাঠাগারে দান করেছিলেন।
নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ১৯১৪ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারি নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় এই লাইব্রেরিরই প্রেক্ষাগৃহে। কবি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে ‘রাত্রি যখন আঁধার হলো’ কবিতাটি পাঠ করেন। ১৯১৬ সালে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের প্রাণ সংক্রান্ত গবেষণাপত্রটি মাতৃভাষায় এই প্রেক্ষাগৃহে পাঠ করেছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল তৈরির উদ্দেশ্য বিষয়ক আলোচনা হয়েছিল এই গ্রন্থাগারেই। স্বাধীনতা সংগ্রাম বা জাতীয়তাবাদী কার্যকলাপেও এই গ্রন্থাগারের ভূমিকা রয়েছে।
লাইব্রেরিতে ৭৮ স্পিডের রেকর্ড আর ৪৫ স্পিডের ইপি এসপি এবং ৩৩ স্পিডের লং প্লে রেকর্ডের সংগ্রহ বর্তমানে প্রায় তিন হাজার। উল্লেখযোগ্য— রবীন্দ্রনাথের স্বকণ্ঠে - ‘তবু মনে রেখ’ গান, ‘আমি যখন বাবার মত হব’ কবিতা, কবি নজরুলের রেকর্ড ‘রবি হারা’, দ্বিজেন্দ্রলাল রায়ের স্বকণ্ঠে গীত ও আবৃত্তি, সরোজিনী নাইডুর ইংরেজি গান ইত্যাদি।