Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

আ ম্মা হী ন তামিল রাজনীতি
রূপাঞ্জনা দত্ত

২৪ ফেব্রুয়ারি। তামিলনাড়ুর কাছে এটা একটা বিশেষ দিন। মন্দিরে মন্দিরে উপচে পড়ত ভিড়। সবার একটাই প্রার্থনা, ‘আম্মা নাল্লামাগা ইরঙ্গ’। ‘আপনি ভালো থাকুন’। ওইদিন তিনিও যেতেন মন্দিরে। নিজের জন্মদিনে ভক্তদের ভালোবাসা বিলোতে। সেটাকে অবশ্য ‘পুরাচি থালাইভি’র আশীর্বাদ বলেই গণ্য করত সবাই।
কাট টু ২০১৬। নভেম্বরের শেষ থেকেই চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তখনও মন্দিরে মন্দিরে চলছে বিশেষ প্রার্থনা। ‘ইরাইভিল নাল্লাম পেট্রু তিরম্ভি ভাঙ্গা’। আম্মার আরোগ্য কামনায় শুধু প্রার্থনা করেই ক্ষান্ত হয়নি তাঁর ভক্তরা। জ্বলন্ত কয়লার উপর হেঁটে, সারা শরীর ক্ষতবিক্ষত করে মানত করে বসেছে তারা। না, কাজে আসেনি তাঁদের এই প্রাণপণ প্রার্থনা। ৫ ডিসেম্বর গভীর রাতে হাসপাতাল থেকে চেন্নাইয়ের পোয়েস গার্ডেনের বাড়িতে ফিরেছিল তাঁর মরদেহ।
জয়রাম জয়ললিতা। দক্ষিণের লৌহমানবী। জাতীয় রাজনীতিতে এই নামে পরিচিত হলেও, জয়ললিতাকে সবাই চিনত আম্মা বলেই। না, একটু ভুল হল। বাস্তবটা হল, এখনও চেনে। কারণ, আম্মা নামের মধ্যেই তামিলনাড়ু খুঁজে পায় আশ্রয়। তাই তাঁর মৃত্যুতে দক্ষিণের এই রাজ্য আক্ষরিক অর্থেই অভিভাবকহীন হয়ে পড়ে। মানসিকভাবে যতটা, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে।
অবশ্য এই হারানোর কষ্টটা জয়ললিতা টের পেয়েছিলেন জন্মের পরপরই। মাত্র দু’বছর বয়সে বাবাকে হারিয়ে নানা প্রতিকূলতায় জড়িয়ে পড়েছিল তাঁর ছেলেবেলা। জয়ললিতার দাদু ছিলেন তদানীন্তন মহীশূরের মহারাজা জয়চামারাজেন্দ্র উদিয়ারের শল্যচিকিৎসক। এই রাজপরিবারের সঙ্গে যুক্ত থাকার পরিচিত হিসেবে তাঁদের পরিবারের বহু সদস্যের নামের প্রথমে ‘জয়’ শব্দটি জুড়ে দেওয়া হয়। মা অবশ্য তাঁকে জয়ললিতাকে ডাকতেন ‘কমলাভাল্লি’ বলে। মা সন্ধ্যা তামিল সিনেমায় অভিনয় করতেন। সেই সূত্রেই মহীশূর থেকে চলে আসতে হয়েছিল চেন্নাইয়ে। ছাত্রী হিসেবে খুব মেধাবী ছিলেন। ম্যাট্রিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অর্জন করেও, বেশিদূর পড়াশোনা করা হয়নি। সংসারের আর্থিক অবস্থা ধরতে স্কুল জীবনেই নেমে পড়তে হয়েছিল রুপোলি পর্দায়। তা নিয়ে মায়ের সঙ্গে বাগবিতণ্ডাও কম হয়নি জয়ার। ১৯৭৮ সালে তামিল সাপ্তাহিক ‘কুমুদম’-এ প্রকাশিত হয়েছিল জয়ললিতার আত্মজীবনী। তাতে তিনি বলেছেন, ‘আমি খুব অবাক হয়েছিলাম গোটা বিষয়টায়। মুখে মেকআপ করার জন্য যে মা আমাকে শাস্তি দিয়েছিলেন, সিনেমা থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন, সেই তিনিই আমাকে অভিনয়ের দিকে ঠেলে দিয়েছিলেন!’ তাই মাত্র ১৬ বছরে বয়সে স্টেলা মেরিস কলেজের পরিবর্তে তাঁর ঠিকানা হয়ে দাঁড়িয়েছিল ডিরেক্টর সি ভি শ্রীধরের ‘ভেন্নিরা আদাই’-এর সেট।
১৯৬৪ থেকে ১৯৮০— হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ভাষায় ১৩০টিরও বেশি ছবিতে অভিনেত্রী হিসেবে আকাশছোঁয়া সাফল্যের পর রাজনীতির ময়দানেও তিনি দক্ষিণের মহানায়িকা। সফল অভিনেত্রী থেকে তুখোড় রাজনীতিবিদ। একাধিক বিতকর্কে পিছনে ফেলেই তিনি পৌঁছে গিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে। দক্ষিণী রাজনীতিতে তাঁর ভূমিকা থেকেছে নির্ণায়কের।
তবে কাউকে বিশ্বাস না করার ‘রোগ’ বরাবরই বেগ দিয়েছে জয়ললিতাকে। রাজনীতিতে শিক্ষিতরা এগিয়ে আসুক, মনেপ্রাণে এটাই চাইতেন আম্মা। পছন্দ করতেন তাঁদের। এমনভাবেই তিরচাঙ্গরু শহরের তরুণ আইনজীবী সেলভা গণপতির বক্তৃতা খুব মনে ধরেছিল তাঁর। কথাবার্তা, আচার-আচরণে মুগ্ধ হয়ে দলে টেনে নিয়েছিলেন তাঁকে। একসময় আম্মার সরকারের মন্ত্রীও হন তিনি। কিন্তু হঠাৎ করেই স্নেহধন্য গণপতির প্রতি অবিশ্বাস করতে শুরু করেন জয়ললিতা। ক্রমশ তা এমন পর্যায়ে পৌঁছয়, যে দল ছাড়তে বাধ্য হন গণপতি। কিন্তু সেই প্রতিভা বিনষ্ট হয়নি। ডিএমকে’তে যোগ দিয়ে রাজ্যসভার সদস্য হয়েছিলেন গণপতি। শুধু গণপতি নন, জয়ললিতার এমন অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়েছে এই অবিশ্বাসের শিকার হয়ে।
হবে নাই বা কেন! বারংবার খুব কাছের কারও থেকে ধাক্কা খেতে খেতে এই অবিশ্বাসের জন্ম হয় তাঁর মধ্যে। এই তালিকাটা বেশ দীর্ঘ। বাবা, এম জি আর, একসময়ের লিভ-ইন বন্ধু শোভন বাবু, স্কুলের এক বন্ধু, এমনকী হালফিলের শশিকলা। প্রত্যেককে তিনি নিজের মতো করে প্রচণ্ড বিশ্বাস করেছিলেন। কিন্তু প্রতিবারই ঠকেছেন। শশিকলা তো খাবারে বিষ মিশিয়ে তাঁকে মারার যড়যন্ত্র করেছিলেন বলেও অভিযোগ। স্কুলের বন্ধুর হয়ে তার প্রেমিকাকে চিঠি পৌঁছে দেওয়ার কাজ করতেন জয়ললিতা। কিন্তু সেই বান্ধবীর মায়ের কাছে ধরা পড়ে যাওয়ার পর স্কুলের সেই বন্ধু গোটা ঘটনার দায় চাপিয়ে দিয়েছিল জয়ললিতার উপর। বাবার সম্বন্ধে জয়ললিতার ধারণা ছিল, ‘উনি এমন একটা মানুষ যিনি কোনও কাজই ঠিকঠাকভাবে করতে পারেন না।’ এতকিছুর মাঝেও তিনি মাঠে ক্রিকেট খেলা দেখতে যেতেন। সঙ্গে থাকত বাইনোকুলার। নরি কন্ট্রাক্টর এবং মনসুর আলি খান পতৌদির প্রতি টান থাকলেও, মাঠে বাইনোকুলারে চোখ লাগিয়ে বসে থাকতেন শুধুমাত্র পতৌদিকে দেখবেন বলে। জয়ললিতা বিশ্বাস করতেন, ‘হয় দু’টো মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক থাকবে নয়তো গভীর বন্ধুত্ব। এর বাইরে আর কিছু হতে পারে না।’
***

মূলত, তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রনের উৎসাহ ও অনুপ্রেরণাতে ১৯৮২ সালে তাঁর এআইএডিএমকে (অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কালাগাম)-তে যোগ দেন জয়ললিতা। সেই বছরই দলের সম্মেলনে মহিলাদের অধিকারের (পেন্নিন পেরুমাই) উপর চমকপ্রদ ভাষণ দিয়ে সবাইকে অবাক করে দেন তিনি। পরের বছর ফেব্রুয়ারিতে তাঁকে দলের প্রচারসচিব হিসেবে নিযুক্ত করা হয়। তিরুচেন্দুর বিধানসভা আসনের উপনির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়। ১৯৮৪-তে রাজ্যসভার সদস্য। ১৯৮৯ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। কিন্তু পার্টির প্রচারসচিব হিসেবে তাঁর দক্ষতা ও সাফল্য দলের শীর্ষস্থানীয় নেতাদের কাছে চক্ষুশূল হয়ে দাঁড়ায়। তাঁরা দলের সুপ্রিমো এম জি আরের সঙ্গে জয়ললিতার সম্পর্কে ভাঙন ধরানোর জন্য উঠেপড়ে লাগেন। আর তাতে সফলও হন। এম জি আরের নির্দেশে ‘কুমুদম’-এ আত্মজীবনী লেখা বন্ধ করতে হয় জয়ললিতাকে।
১৯৮৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অথর্ব হয়ে পড়েন রামচন্দ্রন। তামিল রাজনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায়। জয়ললিতার নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে জোট বেধে সাধারণ নির্বাচনের প্রচারে ঝড় তুলে সাফল্যের মুখ দেখে এআইএডিএমকে। ১৯৮৭ সালে রামচন্দ্রনের মৃত্যুর পর ক্ষমতা দখলের জন্য দলে অসন্তোষ দানা বাধে। তার দরুণ এআইএডিএমকে দু’ভাগ হয়ে যায়। এক দলের নেতৃত্বে ছিলেন এমজিআরের স্ত্রী জানকী রামচন্দ্রন। আর অন্য গ্রুপের নেতৃত্বে জয়ললিতা। ৯৬ জন সদস্যের সমর্থনে বিধানসভায় আস্থাভোটে জিতে তামিলনাড়ুর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জানকী রামচন্দ্রন। কিন্তু, তিনি বেশিদিন ক্ষমতা ভোগ করতে পারেননি। কারণ, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উদ্যোগে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসন জারি হয়।
১৯৮৯ সালে বিধানসভা নির্বাচনে জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে ২৭টি আসনে জয়ী হয়। তামিলনাড়ু বিধানসভায় প্রথম মহিলা বিরোধী নেত্রী নির্বাচিত হন জয়ললিতা। ১৯৮৯-এর ফেব্রুয়ারিতে তাঁর নেতৃত্বেই এআইএডিএমকের দুই বিরোধী গোষ্ঠী এক ছাতার তলায় আসে। দল আবার তাঁর পুরনো প্রতীক ‘জোড়া পাতা’ ফিরে পায়।
১৯৯১ থেকে শুরু করে তিন-তিনবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন জয়ললিতা। যদিও সেই পথচলাটা ছিল বেশ কণ্টকাকীর্ণ। এর মধ্যে অন্যতম বিতর্কিত ইস্যু ছিল তাঁর পালিতপুত্র সুধাকরণের বিয়ে। তামিল অভিনেতা শিবাজী গণেশনের নাতনির সঙ্গে বিয়ে হয়েছিল সুধাকরণের। খরচ হয়েছিল প্রায় ছ’কোটি টাকা। এই ঘটনা প্রভাব ফেলেছিল তাঁর ভোটব্যাঙ্কে। ১৯৯৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি এবং তাঁর দল পরাজিত হয়। দুর্নীতি মামলায় সেই বছরই একমাসের জন্য জেলও খাটতে হয়েছিল তাঁকে। তারপরও প্রবলভাবে ফিরে এসেছিলেন জয়ললিতা। আদালতের নির্দেশে ২০০১-এর বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও, তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও জয়ললিতা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন। কিন্তু, সুপ্রিম কোর্ট রায় দেয়, ফৌজদারি মামলায় অভিযুক্ত জয়ললিতার পক্ষে এই পদে থাকা সম্ভব নয়। মাদ্রাজ হাইকোর্ট তাঁকে কয়েকটি অভিযোগ থেকে ছাড় দেওয়া‌য় ফের ২০০২ সালের মার্চে রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি। আন্দিপাত্তি বিধানসভা আসন থেকে উপনির্বাচনে বিপুল ভোটে জিতে আসেন। ২০১১-র এপ্রিলে ১৩ দলের জোটশরিক হিসেবে রাজ্যে ফের ক্ষমতায় আসে এআইএডিএমকে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন জয়ললিতা। কিন্তু হিসাববহির্ভূত সম্পত্তি মামলায় ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর আম্মাকে চার বছর কারাবাসের সাজা শোনায় বেঙ্গালুরুর বিশেষ আদালত। সঙ্গে ১০০ কোটি টাকা জরিমানাও। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে জেলে যেতে হয়েছিল আম্মাকে। ওই রায় আম্মার কাছ থেকে রাজ্যপাট থেকে শুরু করে প্রায় সব কিছু কেড়ে নিয়েছিল। ঢলে পড়েছিল আম্মার প্রবলপ্রতাপ। কিন্তু ২০১৫ সালের ১১ মে কর্ণাটক হাইকোর্ট বেকসুর ঘোষণা করে জয়ললিতাকে। আসন সংখ্যা কমলওে, পরের বছর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় ফিরে ইতিহাস সৃষ্টি করে জোড়া পাতা। কারণ, ১৯৮৪ সালের পর তারাই প্রথম শাসক দল, যারা পরপর দু’বার বিধানসভায় নির্বাচনে জয়লাভ করে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন জয়ললিতাই। তাঁর এইভাবে বারবার ফিরে আসার জন্যই ‘লৌহমানবী’ তকমা।
কিন্তু এই লৌহমানবীরও দুর্বলতা ছিল। প্রিয়সখী শশিকলা। আর পাঁচজনের মতো তিনিও জানতেন, এআইএডিএমকে-তে থাকতে হলে ‘আম্মা’র শর্তই শেষ কথা। কিন্তু বন্ধুত্বকে ব্যবহার করে দলে জয়ললিতার সমার্থক হয়ে উঠতে চেয়েছিলেন তিনি। প্রকাশ্যে সফলও হয়েছিলেন খানিকটা। কিন্তু ভিতরে ভিতরে দলকে দু’ভাগ করে দিয়েছিলেন তিনি। যতদিন আম্মা বেঁচে ছিলেন, তার কানাকড়িও টের পাওয়া যায়নি। কিন্তু তাঁর মৃত্যুর পরই ফের আড়াআড়িভাবে দু’ভাগ হয়ে যায় জোড়া পাতা। ২০১৪ সালে জেলে যাওয়ার আগে ঘনিষ্ঠ সহযোগী ও পনিরসেলভামকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছিলেন আম্মা। সেসময় কিছু না বললেও, জয়ললিতার মৃত্যুর পর হাত গুটিয়ে বসে থাকেননি শশিকলা। কে পালানিস্বামীকে ঘুঁটি হিসেবে ব্যবহার করে দল পরিচালনার দায়িত্ব নিতে তৎপর হন তিনি। তাঁর মৃত্যুর পর বস্তুত পনিরসেলভাম এবং পালানিস্বামী গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় জোড়া পাতা শিবির। নেপথ্যে আম্মার প্রিয়সখী শশিকলা। আম্মার মৃত্যুর পরই দলের সাধারণ সম্পাদক পদে নিজেকে বসান শশিকলা। এই পদে থেকেই দীর্ঘদিন ধরে দল পরিচালনা করেছেন জয়ললিতা। কিন্তু ২০ বছরের পুরনো হিসাববহির্ভূত সম্পত্তি মামলায় বেঙ্গালুরুর বিশেষ আদালতের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট শশিকলাকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিতেই আশার আলো দেখে জোড়া পাতা শিবিরের শুভাকাঙ্খীরা। ভাইপো দিনাকরণকে দলের শীর্ষপদে বসিয়ে শশিকলা দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব জিইয়ে রাখতে চাইলেও, তা কাজে আসেনি। দীর্ঘ আলোচনার পর সন্ধি হয় পনিরসেলভাম এবং পালানিস্বামীর। এক হয় জোড়া পাতা শিবির।
কিন্তু তাতে তেজ ফেরেনি দলের। ২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত তামিলনাড়ুতে মাথা তুলে দাঁড়াতে পারেনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। নেপথ্যে জয়ললিতা বা করুণানিধি। এই দু’জনের মুখ্যমন্ত্রিত্বকালে চেন্নাইতে কোনও মিছিল, সমাবেশ করার অনুমতি পায়নি বিজেপির মতাদর্শগত অভিভাবক আরএসএস। অস্তিত্ব জাহির করার চেষ্টা করলেই পুলিসি ব্যবস্থায় তা দমিয়ে দেওয়া হতো। কিন্তু জয়ললিতার মৃত্যুর পর গোটা দলটাই যেন মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বা বকলমে বিজেপির শরণাপন্ন হয়ে পড়ে। জয়ললিতার মৃত্যুর মাত্র একমাসের মাথায় চেন্নাইতে সমাবেশ করার অনুমতি পায় আরএসএস। আর সবচেয়ে বড় চমকটা আসে ২০১৯ সালে, যখন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেধে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করে এআইএডিএমকে। ১৫ বছর পর দলের এই সিদ্ধান্ত বিশেষত আম্মার মৃত্যুর পর, খানিকটা অবাক করার মতোই।

***

আসলে জয়ললিতা ব্রাহ্মণ পরিবারের মেয়ে। দ্রাবিড় আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও, নিজের ধর্মীয় বিশ্বাস বা নিজেকে গোঁড়া ব্রাহ্মণ হিসেবে পরিচয় দিতে কখনও পিছপা হননি তিনি। তাই গভীর ধার্মিক অনুভূতি থাকলেও, উত্তরভারতের হিন্দুত্ববাদী দলকে দিয়ে জয়ললিতাকে সরানোর কথা কখনও ভাবেননি তামিলবাসী। সঙ্গে এটাও ঠিক, কট্টরবাদী হিন্দুত্বের লাইন কখনই গ্রহণ করেননি জয়ললিতা। তাই ধর্মান্তরবিরোধী আইন এনেও, সমালোচনা শুরু হতেই তা প্রত্যাহার করে নেন তিনি। তবে এর অন্য একটা কারণও ছিল। ২০০৪ সালে বিজেপির সঙ্গে জোট বেধে লোকসভা নির্বাচনে লড়াই করেছিল জয়ললিতার দল। কিন্তু ফল হয়েছিল শোচনীয়। তখনই কট্টর হিন্দুত্ববাদী লাইন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন আম্মা। ধর্মান্তরবিরোধী আইন প্রত্যাহারের পাশাপাশি পশুবলি প্রথা বন্ধ করার নির্দেশিকাও ঠান্ডা ঘরে চলে যায়। ওই ভোটের পরই জয়ললিতা সিদ্ধান্ত নিয়েছিলেন, ভবিষ্যতে আর কখনও বিজেপির সঙ্গে জোট বাঁধবেন না। ২০১৪ সালে লোকসভা ভোটের আগে বিজেপি এনডিএতে বারবার যোগ দেওয়ার আহ্বান জানালেও, জয়ললিতা তা প্রত্যাখান করে গিয়েছেন।
তাই জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে কেন বিজেপির হাত ধরল, তা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। আর এর উত্তর একটাই। সরকারটাকে বাঁচানো। আম্মার মৃত্যুর পর দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে অনেকগুলো মুখে সামনে আসতে চাইছিল। এমতাবস্থায় দল ও সরকারকে বাঁচাতে তাই প্রধানমন্ত্রীর শরণাপন্ন হতে হয়েছিল পালানিস্বামী ও পনিরসেলভামকে। নইলে এআইএডিএমকের এই অচলাবস্থার সুযোগ নিয়ে সরকার উল্টে দিতে বেশি সময় লাগত না। তাই জয়ললিতাকে শেষশ্রদ্ধা জানাতে এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পালানিস্বামী ও পনিরসেলভামকে আশ্বাস দিয়েছিলেন সবরকম সাহায্য করার। তার বিনিময়েই হয়তো এইসব অলিখিত প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন আম্মার দলের এই দুই শীর্ষনেতা। প্রবীণ সাংবাদিক আর ইলানগোভান সেসময় এক প্রতিবেদনে লিখেছিলেন, ‘বিজেপির প্রতি কে কতটা বিশ্বস্ত, তা দেখানোর প্রতিযোগিতা চলছে এআইএডিএমকের মধ্যে। সাধে কি আর রাজ্যের মন্ত্রী রাজেন্দ্র বালাজি মোদিকে পিতৃসম বলে সম্বোধন করেছিলেন!’ নাথুরাম গডসেকে ‘সন্ত্রাসবাদী’ বলায় দক্ষিণী সুপারস্টার কমল হাসানকে এই বালাজিরই কড়া আক্রমণের মুখে পড়তে হয়েছিল। কমল হাসানের জিভ কেটে নেব বলে হুমকি পর্যন্ত দিয়েছিলেন তিনি।
অর্থাৎ, যে নরমপন্থী হিন্দুত্ব মনোভাব পোষণ করে তামিলনাড়ুতে বিজেপি বা আরএসএসে শাখাপ্রশাখা বিস্তার হতে দেননি জয়ললিতা, তাঁর মৃত্যুর পর সেই নরম হিন্দুত্বকেই আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে চাইছে এআইএডিএমকে। বদলে তাদের অস্ত্র বিজেপি বা আরএসএসের কট্টর হিন্দুত্ব। কিন্তু কেন? শুধু কি সরকার বাঁচানোর জন্য এই নীতি নিয়েছে এআইএডিএমকে? উত্তর হয়তো না। এর পিছনে রয়েছে নিজেদেরও বাঁচানোর চেষ্টা। দুর্নীতি মামলায় জয়ললিতা জেলে গিয়েছেন, শশিকলার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই হয়তো ভয়ে কেউ আর নরেন্দ্র মোদি-অমিত শাহের বিরুদ্ধাচারণ করতে চাইছেন না। কারণ, সবাই যে লৌহমানবী নন।
আসলে এই ‘লৌহমানবী’ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। খুব কাছের মানুষগুলোর কাছে ঠকতে ঠকতে জয়ললিতা একসময় বিশ্বাস করতে শুরু করেন, ‘জীবনে একমাত্র একজনকেই ১০০ শতাংশ বিশ্বাস করা যায়। নিজেকে। আমার জীবনে যা যা হয়েছে এবং তার জন্য আমি যতটা কষ্ট পেয়েছি, তার থেকেই এই শিক্ষা।’
 গ্রাফিক্স : সোমনাথ পাল
 সহযোগিতায় : উজ্জ্বল দাস 
01st  December, 2019
অর্ধশতবর্ষে শ্বেত বিপ্লব 
কল্যাণ বসু

‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে...’
রায়গুণাকর ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যে ঈশ্বরী পাটনীর কালজয়ী বর প্রার্থনা ছিল এটাই। ‘অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী’র এই অবিস্মরণীয় পংক্তিতে সন্তানের মঙ্গলচিন্তা যেমন রয়েছে, তেমনই রয়েছে সন্তানের মঙ্গলার্যে বিরাট কোনও লোভ না দেখিয়ে শুধুমাত্র দুধ-ভাতের আজীবন জোগান প্রার্থনা করা। সুস্থ-সবল সন্তানের জন্য ভাতের সঙ্গে দুধের অপরিহার্যতার কথাও আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে এই প্রার্থনায়।  
বিশদ

24th  November, 2019
অচেনা অযোধ্যা
সমৃদ্ধ দত্ত

 সরযূ নদীর নয়াঘাটে মাঝেমধ্যেই দেখা যাবে এক টানাপোড়েনের দৃশ্য। গোন্দা জেলার মানকপুর গ্রামের রমাদেবী নিজের মেয়ের সামনে হাতজোড় করে বলছেন, ‘আমাকে ছেড়ে দে রে..আমি কয়েকদিন পর আবার চলে যাব..সত্যি বলছি যাব।’ মেয়ে জানে মায়ের কথার ঠিক নেই। আজ বিশ্বাস করে ছেড়ে দিলে, সত্যিই কবে যাবে, কোনও ঠিক নেই।
বিশদ

17th  November, 2019
বিস্মৃতপ্রায় সুরেন্দ্রনাথ
রজত চক্রবর্তী

কালো পুলিস ভ্যানটা ঢুকতেই উত্তেজিত জনতা যেন তাতে ঝাঁপিয়ে পড়তে চাইছে। আন্দোলনের নেতৃত্বে স্বয়ং ‘বাংলার বাঘ’ আশুতোষ মুখোপাধ্যায়। হবে নাই বা কেন! বাংলার জাত্যাভিমানকে পরিচিতি দিয়েছিলেন পুলিস ভ্যানের ভিতরে বসে থাকা ব্যক্তিটিই। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। বিশদ

10th  November, 2019
সুরেন্দ্রনাথের সাংবাদিক সত্ত্বা 
ডাঃ শঙ্করকুমার নাথ

১৮৮৩ সালে কলকাতা হাইকোর্ট ‘The Bengalee’ পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং মুদ্রাকার-প্রকাশক রামকুমার দে’র নামে রুল জারি করার নির্দেশ দিল এবং পরের দিন তা কার্যে পরিণত হল। বলা হল— ‘আদালত অবমাননা করার অপরাধে কেন জেলে যাইবেন না, তাহার কারণ প্রদর্শন করুন।’ 
বিশদ

10th  November, 2019
আরাধনা ৫০
সমৃদ্ধ দত্ত

 রবি শর্মার বাড়িতে গুরু দত্ত এসেছেন। প্রায় মধ্যরাত। এত রাতে কী ব্যাপার? রবি শর্মা চোখে জিজ্ঞাসু দৃষ্টি। গুরু দত্ত বললেন, ‘রবি আমি একটা গান চা‌ই। একটি মানুষ অনেক রাত পর্যন্ত মুশায়রার আসর থেকে বাড়ি ফিরেছে। তার সবেমাত্র বিয়ে হয়েছে। অপূর্ব সুন্দরী স্ত্রী। সেই মেয়েটি স্বামীর জন্য অপেক্ষা করে করে একসময় ঘুমিয়ে পড়েছে। স্বামী ভদ্রলোক বাড়ি ফিরে দেখছেন স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন।
বিশদ

03rd  November, 2019
ডাকাত কালী
সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 কয়েকশো বছর আগের কাহিনী। তখন এখানে চারপাশে ঘন জঙ্গল। বহু জায়গায় সূর্যালোক পর্যন্ত পৌঁছত না। ছিল একাধিক হিংস্র পশুও। পাশেই সরস্বতী নদীর অববাহিকা। সেখানে বহু ডাকাতের বসবাস ছিল। বাংলার বিখ্যাত রঘু ও গগন ডাকাতও এই পথ দিয়ে ডাকাতি করতে যেতেন।
বিশদ

27th  October, 2019
মননে, শিক্ষায় পুরোপুরি বাঙালি

সুইডিশ অ্যাকাডেমি ঘোষণাটা করার পর কিছু সময়ের অপেক্ষা। আগুনের মতো খবরটা ছড়িয়ে গিয়েছিল গোটা দেশে... একজন বাঙালি, একজন ভারতীয় আরও একবার জগৎসভায় দেশের নাম উজ্জ্বল করেছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের পর অর্থনীতিতে নোবেল পাচ্ছেন তিনি। বিশদ

20th  October, 2019
অর্থনীতিতে নীতি
অনির্বাণ মুখোপাধ্যায়

 লেখাটা শুরু করা যেতে পারে আমার ছাত্রজীবনে রাশিবিজ্ঞানের ক্লাসে শোনা একটা গল্প দিয়ে। কোনও একসময় ইংল্যান্ডের স্কুলশিক্ষা দপ্তর ঠিক করেছিল, স্কুলের বাচ্চাদের দুধ খাইয়ে দেখবে তাদের স্বাস্থ্যের উপর তার কোনও সুপ্রভাব পড়ে কি না। সেইমতো স্কুলগুলিতে কোনও একটি ক্লাসের অর্ধেক বাচ্চাকে দুধ খাওয়ানো হয় এবং বাকিদের তা দেওয়া হয়নি। বিশদ

20th  October, 2019
বাহন কথা 
রজত চক্রবর্তী

আকাশে সোনার থালার মতো চাঁদ। বাড়িতে বাড়িতে দোরগোড়া থেকে লতানে ধানের শিষ। এঁকে বেঁকে চলে গিয়েছে চৌকাঠ ডিঙিয়ে, ডাইনিংয়ের পাশ দিয়ে প্রতিটি ঘরে ঘরে... এমনকী সিঁড়ির পাশ দিয়েও উঠেছে দোতলায়। ধানের শিষের পাশে পাশে ছোট্ট ছোট্ট সুন্দর পায়ের ছাপ।  
বিশদ

13th  October, 2019
প্র তি মা র বি ব র্ত ন
সোমনাথ দাস

বর্ষা আর শরৎ এখন মিলেমিশে একাকার। বিশ্ব উষ্ণায়নের কৃপাদৃষ্টিতে শহরবাসীর পক্ষে আর এই দু’টি ঋতুকে আলাদা করা সম্ভব নয়। তবে ভাদ্রের সমাপ্তি এবং আশ্বিনের সূচনা বাঙালির জীবনে নিয়ে আসে এক অনাবিল আনন্দ। মা দুর্গার আগমনবার্তায় আমাদের হৃদয় নেচে ওঠে।   বিশদ

29th  September, 2019
পুজোর ফুলের যন্ত্রণা
বিশ্বজিৎ মাইতি

 বিশ্বজিৎ মাইতি: হাওড়া‑খড়্গপুর রেলওয়ে শাখার বালিচক স্টেশন। মার্চ মাসের এক শুক্রবারের সকালে বেশ কয়েকজনকে ধরেছেন টিটি। বিনা টিকিটে ট্রেন সফর। তাঁদের মধ্যে এক যুবকের হাতে গোটা চারেক বস্তা। হাতে একগুচ্ছ ব্যাগ। গাল ভর্তি দাড়ি। উসকো-খুসকো চুল। পরনে নানান দাগে ভর্তি জামা ও হাফপ্যান্ট। করুণ চোখে আচমকাই নিজের মানিব্যাগ টিটির মুখের সামনে দেখিয়ে ধরা গলায় বলল, ‘স্যার একটা টাকাও নেই। পুরো শরীর চেক করে দেখুন...।
বিশদ

22nd  September, 2019
ভো-কাট্টা

বিশ্বকর্মা পুজোর সঙ্গে ঘুড়ি ওড়ানোটা সমার্থক হয়ে গিয়েছে। বিশ্বকর্মা পুজো মানেই আকাশজোড়া ঘুড়ির আলপনা। অসংখ্য ঘুড়ির ভেলায় যেন স্বপ্ন ভাসে। বহু কৈশোর আর যৌবনের মাঞ্জায় লেগে আছে ঘুড়ি ওড়ানোর স্মৃতি। যে ছেলেটা কোনওদিন সকাল দেখেনি, সেও বিশ্বকর্মা পুজোর দিনে সূর্য ওঠার আগেই ঘুড়ি-লাটাই নিয়ে ছাদে উঠে যায়।  
বিশদ

15th  September, 2019
নির্মাণশিল্পী বিশ্বকর্মা
সন্দীপন বিশ্বাস

জরাসন্ধ তখন প্রবল প্রতাপান্বিত। বারবার মথুরা আক্রমণ করছিলেন। কিন্তু সপ্তদশ প্রচেষ্টাতেও মথুরা জয় করা তাঁর পক্ষে সম্ভব হয়নি। তাই ফের তিনি মথুরা আক্রমণের প্রস্তুতি নিতে লাগলেন। কৃষ্ণ অবশ্য জানতেন জরাসন্ধ কিছুতেই মথুরা জয় করতে পারবেন না।
বিশদ

15th  September, 2019
আগুন বাজার
বীরেশ্বর বেরা

 ‘কেন? আপনি যে পটল বেচছেন, এমন পটল তো আমরা ৩০-৩২ টাকায় কিনছি!’ গ্রাম্য যুবক তাঁর আপাত-কাঠিন্যের খোলস ছেড়ে সহজ হয়ে গেলেন হঠাৎ। তেলের টিনের উপর চটের বস্তা বেঁধে টুলের মতো বসার জায়গাটা এগিয়ে দিয়ে বললেন, ‘বসুন তাহলে, বলি। বিশদ

08th  September, 2019
একনজরে
 নয়াদিল্লি, ২ ডিসেম্বর (পিটিআই): কমিশন এজেন্টের কাছ থেকে ১০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগের ভিত্তিতে ডাক বিভাগের সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে মামলা রুজু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ঘটনাটি উত্তপ্রদেশের প্রতাপগড় জেলার কুন্দা সাব পোস্ট অফিসের। ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

সংবাদদাতা, বিষ্ণুপুর: কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা, সংশোধিত বেতনক্রম চালু সহ মোট ৯ দফা দাবিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা সোমবার বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। এদিন সকাল ১০টা থেকে অফিসের সামনে শিক্ষকরা ধর্নায় বসেন। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালানোর খরচের ৯০ শতাংশ আগে কেন্দ্রীয় সরকার দিত। এখন দিচ্ছে ৪০ শতাংশ। ফলে রাজ্য সরকারকে দিতে হচ্ছে বাকি ৬০ শতাংশ টাকা। পরিস্থিতি এরকম হলেও রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালিয়ে যাবে বলে সোমবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। শেয়ার বা ফাটকায় চিন্তা করে বিনিয়োগ করুন। ব্যবসায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব এইডস দিবস
১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণে চূড়ান্ত অনুমোদন দিলেন জাপানের সম্রাট হিরোহিতো
১৯৫৪: সমাজকর্মী মেধা পাটেকরের জন্ম
১৯৬৩: ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষিত হল নাগাল্যাণ্ড
১৯৬৫: প্রতিষ্ঠিত হল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)
১৯৭৪: স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপালিনীর মৃত্যু
১৯৮০: ক্রিকেটার মহম্মদ কাইফের জন্ম
১৯৯৭: বিহারের লক্ষ্মণপুর-বাথে অঞ্চলে ৬৩জন নিম্নবর্গীয়কে খুন করল রণবীর সেনা
১৯৯৯: গায়ক শান্তিদেব ঘোষের মৃত্যু

01st  December, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৯৪ টাকা ৭২.৬৫ টাকা
পাউন্ড ৯১.০৫ টাকা ৯৪.৩৪ টাকা
ইউরো ৭৭.৬১ টাকা ৮০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৪৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৫১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,০৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ অগ্রহায়ণ ১৪২৬, ৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ৪২/৫৩ রাত্রি ১১/১৪। ধনিষ্ঠা ২০/২৯ দিবা ২/১৭। সূ উ ৬/৪/৫৩, অ ৪/৪৭/২৯, অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ৭/২৯ গতে ১১/৪ মধ্যে। রাত্রি ৭/২৭ গতে ৮/২০ মধ্যে পুনঃ ৯/১৩ গতে ১১/৫২ মধ্যে পুনঃ ১/৩৯ গতে ৩/২৫ মধ্যে পুনঃ ৫/৫২ গতে উদয়াবধি, বারবেলা ৭/২৫ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৭ মধ্যে, কালরাত্রি ৬/২৭ গতে ৮/৬ মধ্যে। 
১৬ অগ্রহায়ণ ১৪২৬, ৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ৪২/৪৮/৩২ রাত্রি ১১/১৩/৪৯। ধনিষ্ঠা ২২/৪৯/২৩ দিবা ৩/১৪/৯, সূ উ ৬/৬/২৪, অ ৪/৪৭/৫২, অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে ও ৭/৪২ গতে ১১/১৩ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৮/২৬ মধ্যে ও ৯/২০ গতে ১২/১ মধ্যে ও ১/৪৯ গতে ৩/৩৬ মধ্যে ও ৫/২৪ গতে ৬/৭ মধ্যে, কালবেলা ১২/৪৭/১৯ গতে ২/৭/৩০ মধ্যে, কালরাত্রি ৬/২৭/৪১ গতে ৮/৭/৩০ মধ্যে। 
৫ রবিয়স সানি  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। বৃষ: বন্ধুস্থানীয় কোনও ব্যক্তির সাহায্যে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব প্রতিবন্ধী দিবস১৮৮২: চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্ম১৮৮৯: বিপ্লবী ক্ষুদিরাম বসুর ...বিশদ

07:03:20 PM

শহরে এটিএম জালিয়াতি, আরও ১৪টি অভিযোগ দায়ের 
যাদবপুরের পর এবার চারু মার্কেট থানা এলাকা। শহরে ফের জাঁকিয়ে ...বিশদ

05:13:00 PM

বাংলায় এনআরসি হবে না, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা যাবে না: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

04:06:10 PM

বুলবুল: রাজ্যকে আর্থিক সাহায্য পাঠাল কেন্দ্র
বুলবুল-এ ক্ষতিগ্রস্ত রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গকে আর্থিক সাহায্য পাঠাল কেন্দ্র। রাজ্যকে ...বিশদ

03:42:00 PM

আগামী ২ দিন বসবে না বিধানসভা অধিবেশন
রাজভবনে আটকে রয়েছে বিল । সেখান থেকে বিল না আসায় ...বিশদ

03:36:00 PM