এখন প্রায় প্রত্যেককেই কাজের সূত্রে বাড়ির বাইরে বেরতে হয়। স্বামীর পাশাপাশি স্ত্রীও কেরিয়ারের প্রতি সচেতন। এই পাল্টে যাওয়া সময়ে বাড়ির বাচ্চাদের গ্রাস করতে থাকে নিঃসঙ্গতা। একটা ছুটির জন্য তাদের হাহাকার বাড়তে থাকে। ছুটিও মানুষের জীবন থেকে প্রায় বিদায় নিতে চলেছে। এইরকম একটা বিষয়বস্তুর উপর দাঁড়িয়ে পরিচালক মুরারি এম রক্ষিতের আগামী ছবি ‘ছুটি’। দম্পতির চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়। ‘পার্সেল’ ছবির পর আবার এই ছবিতেও ঋতুপর্ণার সঙ্গে জুটি বেঁধেছেন শাশ্বত। এই ছবিতে তাদের দুই ছেলে। কিন্তু বাবা-মা দু’জনকেই বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয় বলে, ওই দুই ছেলেকে একাকিত্ব গ্রাস করতে থাকে। সেই জায়গা থেকে আদৌ কি তারা একটা ছুটির দিন পায়? ছুটি মানুষের জীবনের সম্পর্কে কতখানি বদল আনতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে মুরারি এম রক্ষিতের এই ছবি। পুরো গল্পটাই বাচ্চাদের দৃষ্টিভঙ্গিতে দেখানো হচ্ছে।
ঋতুপর্ণা এবং শাশ্বত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন প্রদীপ মুখোপাধ্যায়, সুদীপা বসু, বিশ্বজিত্ চক্রবর্তী প্রমুখ। শিশুশিল্পীদের চরিত্রে রয়েছে অঙ্কন রায় এবং সাত্যকি কর। আগামী ১০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছবির শ্যুটিং হবে। গোটা ছবিটাই কলকাতা শ্যুটিং হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এপ্রিল মাসে ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার। বেশ কিছু গান থাকছে এই ছবিতে। তার মধ্যে একটি রবীন্দ্রসঙ্গীত গাইছেন মোহন সিং। প্রসঙ্গত এটি পরিচালক মুরারী রক্ষিতের দ্বিতীয় ছবি। তাঁর প্রথম ছবি ছিল ‘রিইউনিয়ন’।