দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। শেয়ার বা ফাটকায় চিন্তা করে বিনিয়োগ করুন। ব্যবসায় ... বিশদ
পঙ্কজা মুন্ডে হলেন প্রয়াত বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের মেয়ে। পূর্বতন ফড়নবিশ সরকারের মন্ত্রী পঙ্কজাকে হারতে হয়েছে তাঁর তুতোভাই তথা এনসিপি প্রার্থী ধনঞ্জয় মুন্ডের কাছে। পঙ্কজার একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা শুরু হয়। ২৮ নভেম্বর তিনটি ট্যুইট করেন এই বিজেপি নেত্রী। সেখানে তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারেকে শুভেচ্ছা জানান। এরই মধ্যে সোমবার নিজের ট্যুইটার বায়ো থেকে বিজেপির নাম সরিয়ে দিলেন তিনি। এর আগে গতকাল ফেসবুক পোস্টে নিজের অনুগামীদের কাছে একটি আবেদন রাখেন পঙ্কজা। ১২ ডিসেম্বর প্রয়াত বাবার জন্মবার্ষিকী উপলক্ষে বিড জেলার গোপীনাথগড়ে একত্রিত হওয়ার অনুরোধ করেন। গোপীনাথগড় হল প্রয়াত বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের সৌধস্থল। অনুগামীদের প্রতি এই অনুরোধের পাশাপাশি পঙ্কজার একটি লেখা নিয়ে শুরু হয় জল্পনা। তিনি লেখেন, রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকিয়ে ভবিষ্যতের রাস্তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। নিজের সঙ্গে কথা বলার জন্য আমার ৮ থেকে ১০ দিন সময় লাগবে। এই মুহূর্তের রাজনৈতিক বদলের প্রেক্ষিতে আমাদের ভবিষ্যতের যাত্রা নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।
পঙ্কজার বিজেপি ছাড়ার জল্পনা তুঙ্গে ওঠার পর এদিন মাঠে নামেন দলের রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল। গোপীনাথ মুন্ডে কন্যার দল ছাড়ার জল্পনা খারিজ করে দেন তিনি। পাতিল বলেন, বর্তমানে যে ‘অ্যাক্সিডেন্টাল’ সরকার (শিবসেনা-এনসিপি-কংগ্রেস) তৈরি হয়েছে, তারাই এধরনের ভিত্তিহীন খবর রটাচ্ছে। থ্যাকারেদের সঙ্গে তাঁর ভালো পারিবারিক সম্পর্ক থাকতেই পারে। তার মানে এটা নয় যে পঙ্কজা শিবসেনায় যোগ দিচ্ছেন।