দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। শেয়ার বা ফাটকায় চিন্তা করে বিনিয়োগ করুন। ব্যবসায় ... বিশদ
এই ধারাবাহিকে নতুন একটি চরিত্রে প্রবেশ করছেন চান্দ্রেয়ী ঘোষ। রাক্ষসী জরাসন্ধীর চরিত্রে অভিনয় করছেন তিনি। নিশির ডাকে সাড়া দিয়ে সে বাচ্চাটিকে নিয়ে রক্তবীজ মন্দিরে দৌড়বে। উদ্দেশ্য একটাই বাচ্চাটিকে পূর্ণ পিশাচিনী করে তোলা। শেষ পর্যন্ত কী হয়, তা বলে দেবে ‘নিশির ডাক’।