দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। শেয়ার বা ফাটকায় চিন্তা করে বিনিয়োগ করুন। ব্যবসায় ... বিশদ
বাবা ভাণ্ডারীর চরিত্র বিশ্লেষণ করতে বসলে প্রথমেই মনে পড়বে নারকেলের কথা। বাইরে শক্ত হলেও ভিতরটা নরম। তাই তাকে যেমন সবাই ভালোবাসে, তেমনই আবার ভয়ও পায়। কেউ সাহায্য চেয়ে হতাশ হয় না তার কাছে। গল্পে ট্যুইস্ট এরপরই। এহেন মজাদার ডন মন্দিরা নামে এক সুন্দরীর প্রেমে পাগল। এবার বাবা ভাণ্ডারী কি নিজেই নিজেকে সাহায্য করতে পারবে?
এ বিষয়ে অক্ষয়ের বক্তব্য, ‘এই ছবির গল্প আর চরিত্রটা আমার দারুণ লেগেছে। কমেডিটা চাপিয়ে দেওয়া নয়। দর্শক স্বতঃস্ফূর্ত হাসবেন।’ এর আগেও ‘হালচাল’, ‘হাঙ্গামা’র মতো একাধিক কমেডি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না। তাই নিঃসন্দেহে বলা চলে কমেডি তাঁর চেনা পিচ। বুধবার ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে অভিনেত্রী পদ্মিনী কোলাপুরের ছেলে প্রিয়াঙ্ক শর্মা আর অভিনেতা রবি কিষাণের মেয়ে রিভা কিষাণকে দেখা যাবে।