রাজকুমার হিরানির শেষ ছবি ‘সঞ্জু’ দর্শকদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছিল। চলচ্চিত্র সমালোচকদের একাংশ এই ছবিকে সেই বছরের সেরা ছবি বলতেও কুণ্ঠা বোধ করেননি। টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, তিনি তাঁর আগামী ছবিতে অভিজিত্ যোশির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। তাঁর আগামী ছবির বিষয়বস্তু নাকি প্রাক্তন ক্রিকেটার লালা অমরনাথের জীবন। লালা অমরনাথ স্বাধীন ভারতের টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন। তিনিই প্রথম ভারতীয় যিনি টেস্টে প্রথম সেঞ্চুরি করেন। ভারতীয় ক্রিকেট ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য।
যদিও এখনও ছবির নির্মাতাদের পক্ষ থেকে এই জল্পনার সত্যাসত্যতা নিয়ে কোনও রকম মুখ খোলা হয়নি। আবার কেউ কেউ বলছেন, রাজকুমার স্বয়ং এই ছবি পরিচালনা নাও করতে পারেন। আসলে কী হয়, তার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।