সুতির শাড়ি গায়ে শ্যুটিং করতে মোটেই ভালো লাগছে না শিল্পা শেট্টির। তিনি এই মুহূর্তে রয়েছেন লখনউতে। সেখানেই নতুন ছবির ‘নিকাম্মা’র শ্যুটিং চলছে। এই মুহূর্তে লখনউয়ের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। ৪৪ বছরের এই অভিনেত্রী একটি মজার ভিডিওর মাধ্যমে তিনি তাঁর অভিযোগ জানিয়েছেন পরিচালকের বিরুদ্ধে। ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন ‘কোল্ড ডিরেক্টর। কোল্ড ওয়েদার।’ সেখানে পরিচালক সাব্বির খানকে ট্রোল করেছেন এই অভিনেত্রী। পরিচালক তাঁর চেয়ারে বসে শট দেখাশোনা করছেন। আর শিল্পা ঠিক তাঁর পাশে বসে বলছেন, ‘১৫ ডিগ্রিতে পরিচালকের গায়ে সোয়েটার রয়েছে। আর শিল্পীর গায়ে সুতির কাপড়!’ তারপরেই মজা করে পরিচালককে ‘নিকাম্মা’ বলেছেন শিল্পা।
‘নিকাম্মা’ ছবিটি একটি রোমান্টিক কমেডি। শিল্পা ছাড়াও এই ছবিতে রয়েছেন অভিমন্যু দাসানি এবং শার্লি সেতিয়া। আগামী বছর এপ্রিল কিংবা মে মাসে এই ছবি মুক্তি পেতে চলেছে।