দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। শেয়ার বা ফাটকায় চিন্তা করে বিনিয়োগ করুন। ব্যবসায় ... বিশদ
লেবার পার্টির সাধারণ সম্পাদক জেনি ফর্মবিকে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই চিকিৎসক। সেখানে তিনি লিখেছেন, ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে বার্মিংহ্যামে ভারতীয় কূটনীতিক রবীন্দ্র মহাত্রেকে অপহরণ করেছিল জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মকবুল ভাটকে ভারতীয় জেল থেকে মুক্ত করতে না পেরে মহাত্রেকে নির্মমভাবে খুন করা হয়েছিল। ভারতে নাশকতামূলক কাজকর্মের দীর্ঘ রেকর্ডও রয়েছে সংগঠনটির। জঙ্গি সংগঠন হিসেবে ঘোষিত হয়েছে জেকেএলএফ। ডাঃ পাতিল আরও জানিয়েছেন, জেকেএলএফ-এর সমর্থনের বার্তা দেওয়া চিঠিটি স্থান পেয়েছে লুটন লেবার পার্টির সরকারি ওয়েবসাইটে।
সমর্থনের চিঠিতে স্বাক্ষর রয়েছে জেকেএলএফ-এর ব্রিটিশ শাখার সভাপতি সইদ তাহসিন গিলানির। চিঠিতে বলা হয়েছে, ১২ ডিসেম্বরের নির্বাচনের জন্য জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের তরফে লেবার পার্টিকে সম্পূর্ণ সমর্থন জানানো হচ্ছে। এই অবস্থায় ডাঃ পাতিলের বক্তব্য, আমি ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তির পক্ষেই জোরালো সওয়াল করে এসেছি। দুই দেশের মানুষ যাতে কাছাকাছি আসেন, সেজন্য বহু অনুষ্ঠানের আয়োজন করেছি। পাকিস্তানি মুসলিমদের সহায়তায় টেমস নদীর ধারে এক ইন্দো-পাকিস্তানি দার্শনিকের মূর্তি স্থাপন করেছি। জেকেএলএফ-এর সমর্থনের চিঠি লুটন লেবার পার্টি তার সরকারি ফেসবুকে স্থান দিয়েছে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই চিঠি সদস্যদের পাঠানো হচ্ছে দেখে আমি খুবই হতাশ।
বিষয়টি নিয়ে লেবার পার্টির কাছে দ্রুত প্রতিবিধানের দাবি জানিয়েছেন ডাঃ পাতিল।