দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। শেয়ার বা ফাটকায় চিন্তা করে বিনিয়োগ করুন। ব্যবসায় ... বিশদ
সোমবার গভীর রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হয় ব্যালন ডি’ওর ২০১৯-এর প্রাপক লিও মেসির নাম। এই অনুষ্ঠানের জন্য প্যারিসের থিয়েটার ডু সালেতে সন্ধ্যা থেকেই ছিল তৎপরতা। ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিকেলের পর থেকেই ওই থিয়েটারে আসতে থাকেন তারকা ফুটবলার এবং কোচরা। এদিনের অনুষ্ঠানে অবশ্য অনুপস্থিত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও সপরিবারে উপস্থিত ছিলেন মেসি। সেরা গোলরক্ষক মনোনীত হয়েছেন লিভারপুল তথা ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। সেরা মহিলা ফুটবলারের সম্মান পেয়েছেন আমেরিকার মেগান। অনূর্ধ্ব-২১ বিভাগে সেরা হয়েছেন ম্যাথিজেস ডি লিট।