শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ
দেশ বিদেশের পর্যটকদের লক্ষ্যও যে কেরল তা একটি পরিসংখ্যান দেখলে বোঝা যায়। ২০১৭ সালে ভারতীয় পর্যটকদের সংখ্যা ছিল আগের বছরের তুলনায় ১১৩৯ শতাংশ বেশি। আর বিদেশি পর্যটকের ছিল আগের বছরের থেকে ৫.১৫ শতাংশ বেশি।
কেরলের পর্যটন সচিব রানি জর্জ বলেন, পর্যটকদের কাছে কেরল চিরকালই এক অনবদ্য অভিজ্ঞতা। কেরল পর্যটনের মূলমন্ত্র শিল্পকলা। রাজ্যের মূল লক্ষ্য কেরলকে মনোমুগ্ধকর পর্যটনকেন্দ্রে পরিণত করা। তাই এবার আমরা শুরু করেছি নিশাগন্ধী নৃত্য উৎসব দিয়ে। সারা বছরজুড়ে আরও অনেক উৎসব চলে। অপরূপ প্রকৃতি, ব্যাকওয়াটর, উৎসবের পাশাপাশি পৃথিবীর বৃহত্তম পাখির ভাস্কর্য জটায়ু আর্থ সেন্টার, ভারতের প্রথম জৈববৈচিত্র মিউজিয়াম, মুজিরিস হেরিটেজ প্রজেক্ট, স্পাইস রুট প্রজেক্ট আলাদা করে নজর কাড়বে। তাই তো কেরল পর্যটন একাধিকবার বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে।
যোগাযোগ: www.keralatourism.org, contact@keralatourismmarketing.org
টি টি এফ সামার ট্রাভেল ও ট্যুরিজম ফেয়ার
যঁারা বেড়াতে ভালোবাসেন তাঁদের কথা মাথায় রেখে ফেয়ারফেস্ট ইন্ডিয়া ‘টি টি এফ সামার’ নামে কলকাতায় একটি বিশেষ পর্যটন মেলার আয়োজন করেছে। শুরু হয়েছে গত ২২ ফেব্রুয়ারি। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কমপ্লেক্সের ক্ষুিদরাম অনুশীলন কেন্দ্রে মেলা চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা উদ্বোধন করেন দিিল্লতে তাইল্যান্ড পর্যটন বিভাগের ডিরেক্টর ইসরা স্তপানাসেথ, রয়্যাল তাই কনস্যুলেট-জেনারেল-এর কনসাল জেনারেল স্বিয়া সানতিপিটকস ও ফেয়ারফেস্ট ইন্ডিয়ার চেয়ারম্যান এবং সি ই ও সঞ্জীব আগরওয়াল। এই মেলায় তাইল্যান্ড পর্যটন বিভাগের বড় স্টল থাকবে। এছাড়া ভারতে থেকে হিমাচলপ্রদেশ, আন্দামান ও নিকোবর, চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মেঘালয়, সিকিম, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের পযর্টন বিভাগ মেলায় অংশ নিয়েছে। মেলা খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত। কোনও প্রবেশমূল্য নেই।
স্নেহাশিস সাউ