শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ
আভামা ও প্রিটিওস কালেকশন
ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে আভামা ও প্রিটিওস জুয়েলার্স খুব সুন্দর গয়নার কালেকশন নিয়ে এসেছে। আভামা ব্র্যান্ডে পাওয়া যাবে সোনা ও হীরের গয়নার চোখ ধাঁধানো সম্ভার। রিং, ব্রেসলেট, লকেট, ইয়ার রিং সহ সব ধরনের গয়না রয়েছে। আর প্রিটিওস জুয়েলারিতে পাওয়া যাবে রুপোর সঙ্গে সরোস্কি স্টোনের কাজ করা গয়না। এই কালেকশনেও রিং, ব্রেসলেট, লকেট, ইয়ার রিং প্রভৃতি গয়না পাওয়া যাবে। হালকা ওজনের এই গয়না খুব সুন্দর দেখতে। আভামা কালেকশন শুরু ১০ হাজার টাকা থেকে। আর প্রিটিওস কালেকশন পাওয়া যাবে ২ হাজার টাকা থেকে। বরদান মার্কেটে আভামা এবং প্রিটোরিয়া স্ট্রিটের সংস্থার শোরুমে প্রিটিওস কালেকশন পাওয়া যাবে।
সুরভি পানসারি’র পোশাক
শুধু গয়না কেন, এমন দিনে পছন্দের পোশাকও উপহার হিসেবে দেওয়া যেতে পারে। তাই ভ্যালেন্টাইন’স ডে’র কথা মাথায় রেখে সুরভি পানসারি পুরুষদের জন্য আকর্ষণীয় পোশাকের কালেকশন নিয়ে এসেছে। এই কালেকশনে পাওয়া যাবে এথনিক ও ওয়েস্টার্ন দু’ ধরনের পোশাকের রকমারি ট্রেন্ডি কালেকশন। ব্লেজার, স্যুট, শার্ট, ট্রাউজার, জ্যাকেট, গলাবন্ধ জ্যাকেট প্রভৃতি পাওয়া যাবে। দুর্দান্ত ফিটিংস ও কালারফুল এইসব পোশাকের গুণমানও ভালো। আরামদায়ক। ডিজাইনও পছন্দ হবে। দাম শুরু ১১ হাজার টাকা থেকে। ১২ নম্বর, লাউডন স্ট্রিটে সংস্থার শোরুমে এই কালেকশন পাওয়া যাবে।
মেলোরা’র জুয়েলারি
ভ্যালেন্টাইন’স ডে-তে উপহার হিসেবে মেলোরা’র ফ্যাশনেবল জুয়েলারির কথাও ভাবা যায়। এটি একটি অনলাইন শপিং সংস্থা। এরা ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে ‘ট্রেন্ডি হার্ট’ নামে একটি বিশেষ কালেকশন নিয়ে এসেছে। এই কালেকশনে সোনা ও হীরের পেন্ডেন্ট, ব্রেসলেট, ইয়ার রিং, রিং প্রভৃতি পাওয়া যাবে। সোনা ও হীরের গয়নার দাম শুরু হচ্ছে যথাক্রমে ৭ হাজার টাকা ও ১৬ হাজার টাকা থেকে। ১৪ ফেব্রুয়ারির মধ্যে ২০ হাজার টাকার ওপর হীরের গয়না কেনাকাটা করলে মজুরির জন্য আলাদা করে টাকা লাগবে না। ওয়েবসাইট : www.melorra.com
প্ল্যাটিনামের ইকুয়ালস ইন লাভ
এমন দিনে উপহারের জন্য প্ল্যাটিনাম ব্র্যান্ডের ‘ইকুয়ালস ইন লাভ’ কালেকশন পছন্দের তালিকায় রাখতে পারেন। একটু দামি হলেও এই কালেকশনের প্রতিটি আইটেম অসাধারণ। ব্রেসলেট, টিকলি, ইয়ার রিং, রিং সবই রয়েছে। সংস্থার মতে, ভ্যালেন্টাইন’স ডে-তে ইকুয়ালস ইন লাভ-এর রিং কালেকশন সবার নজর কাড়বে। তবে এই রিং সেট হিসেবে কিনতে হবে। মোট ছয় ধরনের রিং পাওয়া যাচ্ছে। দাম শুরু ৪৫ হাজার টাকা থেকে। ১ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে ‘ইকুয়ালস ইন লাভ’ কালেকশন থেকে গয়না কিনলে বিদেশ ভ্রমণের সুযোগও পাওয়া যেতে পারে। লাকি ড্রয়ের মাধ্যমে সংস্থাটি চারদিনের জন্য সুইজারল্যান্ড, গ্রিস, প্যারিস, লন্ডন, তাইল্যান্ড এবং দুবাই ভ্রমণের সুযোগ দিচ্ছে।
আই টি সি’র রুবি চকোলেট
ভ্যালেন্টাইন’স ডে-তে প্রিয়জনকে সম্পূর্ণ ভিন্ন ধরনের চকোলেট উপহার দিয়েও চমক দিতে পারেন। আই টি সি’র ফ্যাবল ব্র্যান্ড ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে ফ্যাবল রুবি গিয়ানদুইয়া নামে একটি সুস্বাদু চকোলেট নিয়ে এনেছে। সংস্থার মতে, এটিই ভারতে প্রথম রুবি চকোলেট। www.itcstore.in/fabelle/valentinesday-তে অর্ডার বুক করলে এই চকোলেট বক্স বাড়িতে পৌঁছে যাবে। সেই সঙ্গে সংস্থাটিতে পছন্দের ছবি পাঠালে তারা বক্সটিকে সুন্দর করে সাজিয়েও দেবে। প্রতিটি বাক্সে ১২টি করে কিউব থাকবে। দাম ১২৯৫ টাকা করে। তবে ভারতের সব আই টি সি হোটেলের ফ্যাবল চকোলেট ব্যাংকোয়েটেও এই চকোলেট পাওয়া যাবে।
নোভার ভ্যালেন্টাইনস কালেকশন
নোভা আইওয়্যার ভ্যালেন্টাইন’স ডে-তে পুরুষ ও মহিলাদের জন্য দুটি সুন্দর দেখতে সানগ্লাস নিয়ে এসেছে। পুরুষদের জন্য কোরউইন আর মহিলাদের জন্য লায়লা নামে মডেল দুটি দুর্দান্ত দেখতে। সংস্থার মতে এই বিশেষ দিনটিতে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এই কালেকশন খুব ভালো। দুটি সানগ্লাসই ইউ ভি প্রোটেক্টেড। তবে কেউ চাইলে পাওয়ারও সেট করে নিতে পারেন। কোরউইনের দাম ২৮৪০ টাকা। আর লায়লার দাম পড়বে ৩৯৩০ টাকা।
শ্রাবস্তীর মধুমাস
শ্রাবস্তীর উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ অনুষ্ঠান পালিত হবে। অনুষ্ঠানের নাম কাল মধুমাস। এছাড়াও নারী সেবা সংঘের কৌশিক হলে দু’দিন ব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসবের পাশাপাশি প্রতিদিন সন্ধে ৬টায় অনুষ্ঠিত হবে কথা কবিতা গানে সাজানো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশ নেবেন প্রতুল মুখোপাধ্যায়, শ্রীজাত, বিদীপ্তা চক্রবর্তী, ঋতচেতা গোস্বামী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। প্রদর্শনী খোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ৮টা। ঠিকানা: ১/১/২এ, গড়িয়াহাট রোড (দক্ষিণ), যোধপুর পার্ক, কলকাতা-৩১, ফোন: ৯৮৩০০২৭৩০৮