Bartaman Patrika
আমরা মেয়েরা
 

সমন্বিতা দীপান্বিতা

চৈতন্যময় নন্দ: আজ দীপান্বিতা কালীপুজো। ঘরে ঘরে দীপালিকার প্রদীপ। মন্দির, ঘরবাড়ি, অফিস-আদালত থেকে সর্বত্র বিদ্যুৎ আলোর বিচিত্র রোশনাই। দীপাবলির আলোর ঝর্ণায় মাতৃমন্ত্রে উজ্জীবিত হবে দেশের মানুষ। কার্তিক মাসের অমাবস্যায় অনুষ্ঠিত এই প্রাচীন লোকোৎসব শুধু বাংলায় নয় দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত হয়ে থাকে। এই সর্বভারতীয় উৎসবের রূপ বিভিন্ন, বৈশিষ্ট্যমণ্ডিত ও সমন্বয়ধর্মিতায় অনুস্যূত। সামাজিক জীবনে প্রতিপালিত। দীপান্বিতায় দীপসমূহকে মালিকার মতো সারি সারি ভাবে সজ্জিত করে প্রজ্বলিত করার নামই ‘দীপাবলি’। আতসবাজি ও পটকার শব্দ যুক্ত হয়ে এই মহাতিথির রাতটি এক প্রাণবন্ত উৎসবে পরিগণিত হয়। এই দীপান্বিতার অপভ্রংশ হল ‘দেওয়ালি’।
বেদ, পুরাণ, তন্ত্রসাহিত্য থেকে শুরু করে লোকপুরাণ ও কিংবদন্তির মাধ্যমে সমগ্র ভারতে দীপাবলি উৎসব বিঘোষিত। পুরাণের কাহিনী অনুযায়ী, প্রাধান্য অনুসারে দীপান্বিতা নামের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের বিজয়ের স্মৃতি শংসিত। দাশরথি রামচন্দ্র লঙ্কা বিজয়ের পর অযোধ্যায় ফিরে এলে অযোধ্যাবাসীরা সারা নগরীকে আলোকসজ্জায় সুসজ্জিত করে আনন্দোৎসব করেছিল। গৃহে গৃহে জ্বলে উঠেছিল মঙ্গলদীপ। সেদিনটি ছিল কার্তিকী অমাবস্যা। সেদিনের সেই প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই নাকি দেওয়ালির সূচনা। শ্রীরাম বরণের এই স্মৃতিকে কেন্দ্র করেই সমগ্র উত্তর ভারতের দেওয়ালি উৎসব আজও চলছে।
দীপান্বিতার সুন্দর বর্ণনা আছে শ্রীমদ্ভাগবত মহা পুরাণে। দীপান্বিতা অমাবস্যার পরের দিন শুক্লা প্রতিপদ তিথিতে নন্দনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র সমগ্র গোকুলবাসীকে ভীষণ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। যশোদাদুলালের সেই লীলাকে হৃদয়ে ব্রজবালারা এই দীপান্বিতা অমাবস্যাতেই গিরিরাজ গোবর্ধনের আরাধনা করে সমগ্র বৃন্দাবনকে দীপমালায় রঞ্জিত করেছিলেন। তাই দীপান্বিতার এই অনুষ্ঠান কৃষ্ণসেবারও নিবেদন।
কার্তিক মাসের কৃষ্ণাদ্বাদশী থেকে দীপাবলি উৎসবের শুরু হয় উত্তর এবং পশ্চিম ভারতে। এই দিন গাইবাছুরের পুজোর রীতি বলে এটি ‘গোবৎসদ্বাদশী’ হিসেবে চিহ্নিত। গোসম্পদের প্রয়োজনের কথা এর মাধ্যমে স্মরণ করিয়ে দেয়। দীপাবলির এই দিনটি বাংলার বাইরে অনেক স্থানে কৃষির উৎসব রূপে পরিচায়ক। এটি ‘নবন্মোষ্টী’ রূপে পালিত। কৃষির প্রতি শ্রদ্ধা, বুদ্ধিকে সুনিশ্চিত করে তোলার জন্য এই পবিত্র তিথিতে কৃষক রমণীগণ প্রদীপ জ্বালিয়ে শুভ অনুষ্ঠান করেন।
দেওয়ালিতে হালখাতা হয় মারোয়াড়ি ব্যবসায়ীদের। দেশের সর্বত্র মারোয়াড়ি ছোট, বড় ব্যবসায়ী যারা আছেন, এ দিনটি তাঁদের কাছে খুবই প্রিয়। তাই অনিবার্য রূপে এসে পড়ে লক্ষ্মী, গণেশ ও নারায়ণ পুজো। এদিন নতুন বস্ত্র পরার ও দেওয়ার রীতি আছে। আরতি ও নাচগানের মধ্য দিয়ে আনন্দমুখর হয়ে ওঠে দীপান্বিতার এই রাত। লোকাচার অনুযায়ী এই উৎসবের রাতকে সুখরাত্রি বা যক্ষরাত্রি নামে চিহ্নিত করা হয়।
এই দীপান্বিতাতেই রাজা বিক্রমাদিত্যের রাজ্যাভিষেক পর্ব সম্পন্ন হয়েছিল। সেকথা স্মরণ করে রাজস্থান জুড়ে দীপাবলি উৎসব পালিত হয়।
জৈন ধর্মাবলম্বীরা এই দীপাবলিকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ উৎসব পালন করে। জৈনধর্মের প্রবর্তক ভগবান তীর্থঙ্কর মহাবীরের মহানির্বাণ এই কার্তিকী অমাবস্যায়। তাঁদের প্রিয় দেবতার সম্মানে জৈনরা আজও ঘরে ঘরে সহস্র শিখার দীপ জ্বালিয়ে এই দিনে আলোর উৎসব শুরু করে।
অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরে মহা ধুমধামের মধ্য দিয়েই পালিত হয় মনোমুগ্ধকর দীপাবলি উৎসব। এ সময় গোটা স্বর্ণমন্দির আলোকিত হয় দীপমালার দীপশিখায়। উল্লেখ করা যেতে পারে শিখ ধর্মগুরু রামতীর্থের পবিত্র জন্মদিন এই দেওয়ালিতে। তাই প্রতিটি শিখ সম্প্রদায় আলোকসজ্জার মাধ্যমে দিনটি উদ্‌যাপন করে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর তিরোধানের বিশেষ উৎসব
এ দিনেই। সেখানেও সেই আলোরই ভূমিকা।
স্মৃতি, পুরাণ ও তন্ত্রশাস্ত্র মতে এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে দু’টি বিশেষ অনুষ্ঠান বিহিত হয়েছে। ‘দীপান্বিতা পার্বণায় তথা কাল্যার্চনায় চ।’—মধ্যাহ্নে পিতৃপুরুষগণের পার্বণ শ্রাদ্ধ ও নিশীথবেলায় ভীষণা করালমূর্তি বরাভয়দায়িনী মহাশক্তি কালিকার তমসাবৃতা প্রতিমার উপাসনা।
‘কালিকা বঙ্গদেশে চ’, এই কথাটি চলে আসছে শত শত বছর ধরে। তিনি সর্বভারতীয় দেবী হলেও বঙ্গদেশে তন্ত্রমতের অধিক প্রচলনের জন্য এই প্রদেশেই তাঁর প্রাধান্য অধিকতম এবং পুজো ব্যাপক। আজ দীপান্বিতা অমাবস্যার তিমিরান্ধকারে এই শক্তিস্বরূপিণী ব্রহ্মময়ী জগন্মাতার বিশেষ অর্চনা বাংলার ঘরে-বাইরে, গ্রামে-গঞ্জে, শহরে-বাজারে, পথে-ঘাটে সর্বত্র। দীপান্বিতা কালীপুজোর মধ্য দিয়ে যে কল্যাণী মাতৃভাবনার প্রতিষ্ঠা তা আমাদের চিন্তনীয় ও স্মরণীয়। এই ত্রিগুণাত্মিকা মাতৃশক্তির মধ্যে আমরা পেয়েছি ধ্যানের বিন্দু, পরম আকাঙ্ক্ষিত রূপ আর অমৃতত্ত্বের সত্যানুসন্ধান। কালিকারূপিণী মহাদেবী আমাদের পরমা জননী, জগদ্ধাত্রী ও নিখিল বিশ্বের পালয়িত্রী রূপে প্রকাশিতা। স্বামী বিবেকানন্দের যথার্থ উক্তি, ‘আমার দৃঢ় বিশ্বাস কোথাও এমন এক মহাশক্তি আছেন, যিনি নিজেকে প্রকৃত সত্তা বলে মনে করেন। তাঁর নাম কালী, তাঁরই নাম মা।’ কার্তিক অমাবস্যাতে হয় দীপান্বিতা। এই কার্তিক মাসটি গৃহীত হওয়ার কারণ ধর্মনিষ্ঠ ভক্তিপ্রাণ ভারতবাসীর কাছে মাসটি মাহাত্ম্যসূচক ও পবিত্র। কার্তিক মাসের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে ব্রহ্মপুরাণের উক্তি, ‘ন কর্তিক সমো মাসো ন কৃতেন সমং-যুগম্‌। ন বেদং সদৃশং শাস্ত্রং ন তীর্থং গঙ্গয়া সমম্‌।’ কার্তিক মাসে দীপদানের মতো পুণ্য আর নেই। এই বিশ্বাসে ভক্তগণ বিশেষভাবে মা-বোনেরা মন্দিরে, তুলসীতলায় ও জলাশয় সমূহে দীপ প্রদান করে থাকেন। শাস্ত্রে আছে কার্তিক মাস হল মৃতের মাস। মৃত পিতৃপুরুষগণের গতিপথ আলোকিত করার জন্য ‘আকাশ প্রদীপ’ দেওয়ার রীতি আজও প্রতিপালিত হয়ে চলেছে। বিশেষত দীপান্বিতার দিনে। শাস্ত্র বলছে, এই আকাশ প্রদীপ দর্শন করলে গৃহস্থের সর্ববিধ মঙ্গল হয় ও সমস্ত পাপ অন্তর্হিত হয়। এই দীপদানের মন্ত্রের দ্বারা নিজ নিজ ক্ষুদ্র জীবনদীপটিও দেবতার কাছে অর্পণ করতে হয়। দীপদানের এই অনুপম মন্ত্রটি হল:
‘অগ্নি, জ্যোতিঃ রবি জ্যোতিশ্চন্দ্র জ্যোতিস্থথৈব চ।
উত্তমঃ সর্বজ্যোতিষাং দীপোহয়ং প্রতি গৃহ্যাতাম্‌।।’
ছবি: অতূণ বন্দ্যোপাধ্যায়
14th  November, 2020
লেডি ম্যাকবেথ 
হন তিনকড়ি দাসী

কালীকৃষ্ণ ঠাকুরের বাড়িতে পুজো। সেই উপলক্ষে বাড়িতে সিটি থিয়েটারের বায়না ছিল। অভিনয় দেখার জন্য দর্শকদের মধ্যে সেদিন উপস্থিত ছিলেন স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ। অভিনয়ের শেষে শিল্পীরা প্রণাম করছেন তাঁকে। দীঘল একটি মেয়ে, কাঁচা সোনার মতো গায়ের রং, অভিনয়ের সময়েই শোনা গিয়েছে তাঁর চড়া গলার দাপট। মেয়েটি এসে লুটিয়ে প্রণাম করলেন নাট্যাচার্যকে। বিশদ

28th  November, 2020
ক্যান্সার ঠেকাতে 
কার্যকর ব্রকোলি 

সুরজিৎ মুখোপাধ্যায়: ক্যান্সারের কথা শুনলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তবে সম্প্রতি কয়েকটি গবেষণায় দাবি করা হয়েছে, ম্যালিগন্যান্ট টিউমার দমন বা প্রতিরোধ করার ক্ষেত্রে ব্রকোলি নাকি অনবদ্য। বিশেষত এই সব্জিতে অনেকাংশেই এড়ানো যায় স্তন ক্যান্সার। বিশদ

28th  November, 2020
ওয়াহিদা রহমানের
ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফি

তরুণ বয়সে ছিলেন বলিউডের পর্দাকাঁপানো অভিনেত্রী। এখন ৮২ বছর বয়সে এসে তাঁর নতুন শখ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি। তিনি ওয়াহিদা রহমান। অশীতিপর এই অভিনেত্রী এখন দাপিয়ে বেড়াচ্ছেন বনে-জঙ্গলে। এমনিতে ওয়াহিদার ছবি তোলার নেশা অবশ্য অনেক পুরনো। বিশদ

28th  November, 2020
নারী-মনের যন্ত্রণাই 
ডুবিয়ে দেয় অবসাদে

মানসিক নির্যাতনে ক্ষয়ে যায় মেয়েদের মন। তবু তার বিরুদ্ধে সমাজ আজও বেশিরভাগ সময় নীরব। এ ব্যাপারে মনস্তত্ত্ববিদের মতামত জানালেন তনুশ্রী কাঞ্জিলাল মাশ্চরক। বিশদ

28th  November, 2020
সংসার বাঁচাতে
মেয়েদের লড়াই

করোনাকালে রোজগারের প্রায় সব পথই যখন বন্ধ, ঠিক তখনই বিকল্প উপায়ে রোজগার করে সংসার চালিয়েছেন গ্রামের মহিলারা। তাঁদের কথা জানাচ্ছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

21st  November, 2020
অফিসের প্রতিকূল পরিবেশ
মাতৃত্বের জন্য ক্ষতিকর

অফিসের কাজের পরিবেশ প্রায় সকলের জন্যই প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। তবে অনেক অফিসে কাজের পরিবেশ এতটাই প্রতিকূল যে তার সঙ্গে অনেকেই সহজে মানিয়ে নিতে পারে না। এক গবেষণায় জানা গিয়েছে, অফিসের প্রতিকূল পরিবেশে যে নারীরা কাজ করেন, তাঁরা মা হিসেবে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন না। বিশদ

21st  November, 2020
গাছকে স্বামীর মর্যাদা 
দিয়েছেন যে নারী!

বাড়িতে দুই সন্তান। তাদের সঙ্গে আবার রয়েছেন প্রেমিক। সবাইকে ছেড়ে সেজেগুজে ‘বৃক্ষ স্বামী’-র সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন ব্রিটেনের লিভারপুল নিবাসী এক মহিলা! একটি গাছকেই স্বামীর মর্যাদা দিয়েছেন এই নারী। সহধর্মিণী হওয়ার সব দায়িত্বও পালন করছেন। বিশদ

21st  November, 2020
সাফল্যের পরেও
চাকরি পাব না? 

নুন আনতে পান্তা ফুরোয় সংসারে। অতি কায়ক্লেশে ছেলেমেয়েদের মুখে অন্ন জোগাতে হিমশিম অবস্থা। তবু দারিদ্রের সঙ্গে লড়াই করে কাঙ্ক্ষিত সাফল্য ছিনিয়ে নিতে বদ্ধপরিকর আটাশ ছোঁয়া অ্যাথলিট বুল্টি রায়। বিশদ

21st  November, 2020
প্রবাসে আমি দিদি ধরেছি

 প্রবাসে ভাইফোঁটার অনেক আয়োজন। তবু বাঙালি ভাইটির মনে ভেসে ওঠে দেশে পড়ে থাকা দিদির সজল আঁখি। ভ্রাতৃদ্বিতীয়ায় প্রবাসী ভাইয়ের মঙ্গলকামনায় যে আজও দেওয়ালে ফোঁটা দেয়। ভাইফোঁটার মজাদার গল্পের মাঝেও তাই বেজে ওঠে বিসমিল্লার সানাইয়ের করুণ সুর। লিখেছেন শুভঙ্কর মুখোপাধ্যায়। বিশদ

14th  November, 2020
মেয়েদের ওপর হিংসা
নয়, বার্তা ক্যুইজ মঞ্চে 

নিপীড়িত মেয়েদের পাশে থাকার কাজটি তিনি করে আসছেন গত ২৫ বছর ধরে। স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বয়ম’-এর ডিরেক্টর অনুরাধা কাপুর সম্প্রতি তাঁর কাজের জন্য আমন্ত্রিত হয়েছিলেন কেবিসি-তে। তাঁর অভিজ্ঞতা শুনলেন অন্বেষা দত্ত। বিশদ

07th  November, 2020
অন্তরঙ্গতায়
ভরা ছিল 

আজ নবনীতা দেবসেনের প্রয়াণ দিবস। তাঁর হাতে গড়া ‘সই’-এর অন্যতম সদস্য বিনতা রায়চৌধুরীর স্মরণে ধরা দিলেন এক বহুমুখী নবনীতা। যিনি নতুন আলোর সন্ধানে মেয়েদের হাত ধরে এগিয়ে নিয়ে গিয়েছেন।  বিশদ

07th  November, 2020
একের পাশে অন্য,
তবে বাঁচবে মেয়েরা 

‘এক মহিলা যদি অন্য মহিলার পাশে না দাঁড়ান, তাহলে তাঁর ঠাঁই হয় নরকে।’ কোনও এক বইয়ে লাইনটা পড়েছিলেন ‘স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি’র মেম্বার সেক্রেটারি দুর্গা খৈতান। মহিলাদের ক্ষমতায়ন নিয়ে তাঁর সঙ্গে আলোচনায় অন্বেষা দত্ত। 
বিশদ

31st  October, 2020
বছরটাই একেবারে এলোমেলো
কাটছে: অঙ্কিতা মজুমদার পাল 

‘গত বছর জানুয়ারি মাসে আমার সঙ্গে সৌমিত্র পালের বিয়ে হয়। অামাদের ছিল ‘অ্যারেঞ্জড লাভ’। একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে আমাদের আলাপ। সেও এক গল্পই বটে, ক্রমশ প্রকাশ্য। আমার শ্বশুরবাড়ি গৌহাটিতে। লকডাউনের ঠিক আগে আমরা গৌহাটি এসে আটকে যাই। প্রথমদিকে বেশ লাগছিল। 
বিশদ

31st  October, 2020
সন্তান জন্ম দেওয়ার আধ ঘণ্টা পরেই
পরীক্ষা দিলেন ইথিওপিয়ার মহিলা 

ইথিওপিয়ায় এক মহিলা সন্তান জন্ম দেওয়ার ৩০ মিনিটের মাথায় হাসপাতালের বিছানায় বসেই দশম শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছেন। পশ্চিম ইথিওপিয়ার মেতু অঞ্চলে ২১ বছর বয়সি এই নারীর নাম আলমাজ ডেরেস। 
বিশদ

31st  October, 2020
একনজরে
গত এক মাসে পূর্ব মেদিনীপুর জেলায় সহায়ক মূল্যে ৬ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকার ধান কেনা হয়েছে। গত ২ নভেম্বর থেকে রাজ্যজুড়ে সহায়ক মূল্যে ...

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কুৎসামূলক প্রচার নিয়ে এবার বিজেপি’র এক উগ্র সমর্থকের বিরুদ্ধে কলকাতা পুলিসে অভিযোগ দায়ের হল। মঙ্গলবার শেক্সপিয়র সরণী থানায় এই অভিযোগ দায়ের করেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর ছেলে তথা দলের সাধারণ সম্পাদক রোহন মিত্র। ...

কৃষক বিক্ষোভের আঁচ ছড়াল দেশান্তরেও। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিক্ষোভরত ‘রোদে পোড়া, তামাটে’ মানুষগুলোর পরিবার ও বন্ধুদের জন্য চিন্তিত বলে জানিয়েছেন তিনি। ...

সীমান্তে পাচার রুখতে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বরাবর কোথাও যেন কাঁটাতারবিহীন এলাকা না থাকে, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। দুই দেশের সীমান্তের মধ্যে কাঁটাতার নেই মালদহের যে সব সীমান্তে, ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায়  সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৭৬: কিউবার প্রেসিডেন্ট হলেন ফিদেল কাস্ত্রো
১৯৮৪: ভোপাল গ্যাস দুর্ঘটনায় কমপক্ষে আড়াই হাজার মানুষের মৃত্যু
১৯৮৮: পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন বেনজির ভুট্টো
১৯৮৯: ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হলেন ভিপিসিং 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.১৭ টাকা ৭৪.৮৮ টাকা
পাউন্ড ৯৭.২১ টাকা ১০০.৬৪ টাকা
ইউরো ৮৬.৯৬ টাকা ৯০.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৯৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৪৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ অগ্রহায়ণ, ১৪২৭, বুধবার, ২ ডিসেম্বর ২০২০, দ্বিতীয়া ৩০/৪৪ সন্ধ্যা ৬/২৩। মৃগশিরা নক্ষত্র ১১/২২ দিবা ১০/৩৮। সূর্যোদয় ৬/৪/৪৩, সূর্যাস্ত ৪/৪৭/২৫। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ৭/২৯ গতে ৮/১২ মধ্যে পুনঃ ১০/২১ গতে ১২/৩০ মধ্যে। রাত্রি ৫/৪০ গতে ৬/৩৩ মধ্যে পুনঃ ৮/২০ গতে ৩/২৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ গতে ৭/২৯ মধ্যে পুনঃ ১/১৩ গতে ৩/২২ মধ্যে। বারবেলা ৮/৪৫ গতে ১০/৫ মধ্যে পুনঃ ১১/২৬ গতে ১২/৪৭ মধ্যে। কালরাত্রি ২/৪৫ গতে ৪/২৫ মধ্যে। 
 ১৬ অগ্রহায়ণ, ১৪২৭, বুধবার, ২ ডিসেম্বর ২০২০, দ্বিতীয়া সন্ধ্যা ৫/৪। মৃগশিরা নক্ষত্র দিবা ১০/২৪। সূর্যোদয় ৬/৬, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৬/৫৬ মধ্যে ও ৭/৩৮ গতে ৮/২০ মধ্যে ও ১০/২৮ গতে ১২/৩৫ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৬/৩৬ মধ্যে ও ৮/২৫ গতে ৩/৩২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৬ গতে ৭/৩৮ মধ্যে ও ১/১৭ গতে ৩/২৪ মধ্যে। কালবেলা ৮/৪৬ গতে ১০/৭ মধ্যে ও ১১/২৭ গতে ১২/৪৭ মধ্যে। কালরাত্রি ২/৪৬ গতে ৪/২৬ মধ্যে। 
১৬ রবিয়ল সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। বৃষ: নানা উপায়ে অর্থপ্রাপ্তির সুযোগ। ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে
  ১৯৭৬: কিউবার প্রেসিডেন্ট হলেন ফিদেল কাস্ত্রো ১৯৮৪: ভোপাল গ্যাস ...বিশদ

04:28:18 PM

আইএসএল: হায়দরাবাদ ও জামশেদপুরের ম্যাচ ১-১ গোলে ড্র

09:33:58 PM

জিএসটি ফাঁকি: কলকাতা সহ রাজ্যের ১০৪টি ময়দা মিলে হানা আধিকারিকদের

06:29:00 PM

তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে জয়ী ভারত

05:15:15 PM

কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ: টিকা নিতে নাইসেডে ফিরহাদ হাকিম

04:15:35 PM