সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
উপকরণ: পালং শাক কুচি ২কাপ, ময়দা ৪ টেবিল চামচ, ডিম ২টো, আদা-রসুন পেস্ট চা চামচ, গোলমরিচের গুঁড়ো চা চামচ, কাঁচালঙ্কা কুচি ৩টে, বেকিং পাউডার চা চামচ, স্বাদ মতো নুন, মাখন ২ টেবিল চামচ ।
প্রণালী: একটি পাত্রে চামচ মাখন গরম করে তাতে পালং শাক কুচি দিয়ে ২মিনিট নেড়ে নিন। একটি ছাঁকনিতে এই মিশ্রণ ঢেলে রাখুন। তাতে পালং শাক থেকে জল ঝরে যাবে। একটি বাটিতে ২টো ডিম ফেটিয়ে তার সঙ্গে একে একে ময়দা, বেকিং পাউডার, গোলমরিচের গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি, আদা-েরসুন পেস্ট ও নুন মিশিয়ে ফেটিয়ে নিন। তাতে পালং শাক মিশিয়ে ৫মিনিট ঢাকা দিয়ে রাখুন। প্যানে মাখন ব্রাশ করে তাতে পালং শাকের ব্যাটার অল্প করে ছড়িয়ে দিন। দু’পাশ ভালো করে ভেজে তুলে নিন। ওপরে মাখন দিয়ে পরিবেশন করুন পালং প্যানকেক।
পালক পনির
উপকরণ: পালং শাক ১আঁটি, পনির ২০০গ্রাম (ছোট করে কাটা), পেঁয়াজ কুচি ১টি, কাজুবাদাম ৬টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, জিরে ১ চা চামচ, কাঁচালঙ্কা ৪টে, টম্যাটো কুচি ১টা, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, নুন, চিনি, মাখন ৩ টেবিল চামচ।
প্রণালী: একটি পাত্রে অল্প মাখন দিয়ে পনির হালকা ভেজে তুলে নিন। তাতে অল্প মাখন দিয়ে জিরে, পেঁয়াজ, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, টম্যাটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে ঠান্ডা করুন। এই মিশ্রণ মিক্সিতে পেস্ট করে নিন। পালং শাক ভালো করে ধুয়ে গরম জলে ভাপিয়ে জল থেকে তুলে ঠান্ডা জলে ধুয়ে বেটে নিন। পাত্রে মাখন গলিয়ে মশলার পেস্ট দিয়ে একটু কষিয়ে পালং শাকের পেস্ট দিন। পরিমাণমতো নুন ও চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে ভেজে রাখা পনির দিন। কিছুক্ষণ ফুটিয়ে ওপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন।
পালক কর্ন রাইস
উপকরণ: পালং শাক ১আঁটি (ভাপিয়ে পেস্ট করা),
কর্ন ২টেবিল চামচ, ভালো চাল ১ কাপ, পেঁয়াজ কুচি ১টি, আদা-রসুন বাটা ২চা চামচ, কাঁচালঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, গোটা জিরে চা চামচ, স্বাদ মতো
নুন, চিনি, ঘি ২ টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো চা চামচ ।
প্রণালী: চাল ধুয়ে ১০ মিনিট জলে ভিজিয়ে রাখুন।
পাত্রে ঘি গরম করে জিরে ফোড়ন দিন। কর্ন ও পেঁয়াজ
কুচি একটু ভেজে আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও একটু ভেজে নিন। পালং শাকের পেস্ট, নুন, চিনি দিয়ে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। জল ঝরানো চাল তাতে মিশিয়ে ২কাপ গরম জল দিয়ে ঢাকা দিন। জল শুকিয়ে গেলে ঢাকা খুলে ওপরে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামান।
গ্রিন চিকেন
উপকরণ: বোনলেস চিকেন ৫০০গ্রাম, পালং শাকের পেস্ট ১ কাপ, আদা-রসুন বাটা ২ চা চামচ, কাঁচালঙ্কা বাটা, ধনে গুঁড়ো ১ চা চামচ, গরমমশলার গুঁড়ো চা চামচ, মাখন ২টেবিল চামচ, নুন, চিনি।
প্রণালী: একটি পাত্রে মাখন গলিয়ে নিন। তার মধ্যে
আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, ধনে গুঁড়ো কষিয়ে নিন। তাতে চিকেন দিয়ে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। ঢাকা খুলে নুন, চিনি মিশিয়ে পালং শাক বাটা দিন। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। ফুটে উঠলে গরমমশলার গুঁড়ো মিশিয়ে নামান। ওপরে মাখন ছড়িয়ে রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।