Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

বিরোধীদের এমন ছত্রভঙ্গ চেহারা কবে দেখেছি?
হিমাংশু সিংহ

শতাব্দীর সেরা প্রহসন বোধ হয় একেই বলে! রাজ্যের তাবৎ বিরোধী শক্তির আজন্ম স্বপ্ন মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠে না। কালীপুজোর রাত এলে ফাটে না একটা বাজিও। দেড় ফুটের চেয়ে উপরে ওঠে না তুবড়ির ঝিলিক দেওয়া ফুল! জনবিচ্ছিন্ন বিরোধীরা সেই না পারার এবং না ফাটার রসায়নটাকে বুঝতে চান না, কিংবা বুঝলেও মানতে চান না। আমরা মানে তথাকথিত শিক্ষিত সমাজও সেই কানাগলির চোরকাঁটায় হোঁচট খাই বারবার। সেই হতাশা থেকেই ‘বিচার’ চাওয়ার আড়ালে ক্ষমতা বদলের নেতিবাচক প্রচার চলে ক্রমাগত। ডুবন্ত নাবিক খড়কুটোর মতো আঁকড়ে ধরে হাতের কাছে যা পায়, যে কোনওভাবে একটা আন্দোলন খাড়া করতে হবে তো! 
বলতে বাধা নেই, এবার পুজোর ঠিক আগে সেই পালে দমকা ঝড় একটা লেগেছিল এক তরুণী ডাক্তারের মর্মান্তিক খুন ও ধর্ষণকে ঘিরে। সেই বাধ্যবাধকতা থেকেই বাঙালির শ্রেষ্ঠ ‘উৎসব’কে পর্যন্ত ফিকে করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে হাওয়া দেওয়ার কাজ শুরু হয়। বাংলাদেশের পালাবদলও পথ দেখায় ইতিউতি। এবার বারুদ, ফুলঝুরি, রংমশালের আয়োজন ছিল দ্বিগুণ। দোদমাও জড়ো হয়েছিল বিস্তর। কিন্তু শেষপর্যন্ত জল ছিটিয়ে ব্যর্থ করে দিলেন বাংলার মানুষই। হালে পানি পেল না বিরোধীদের সুপ্ত রাজনৈতিক মনোবাসনা। এত চেষ্টা করেও কালীপটকা কোনওমতেই সশব্দে চকলেট বোমায় পরিণত হল না! ট্র্যাজেডিটা এখানেই।
গণতন্ত্রে স্বপ্ন দেখা মোটেই দোষের নয়। অলীক কল্পনা, নাছোড় প্রতিবাদও নিঃসন্দেহে দস্তুর। তবে তা বলে রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত? একটা দুঃখজনক ঘটনাকে অস্ত্র করে ক্ষমতা বদলের হুঙ্কার বরদাস্ত করা যায় কি? বাংলাকে যেনতেন ‘অশান্ত’ করার, ‘মিথ্যে’ তথ্য ফেরি করে ফায়দা লোটার ব্লুপ্রিন্ট বারে বারে ব্যর্থ হয়েছে। খোদ মোদিজি ও অমিত শাহের ডেলি প্যাসেঞ্জারিতেও কাজ হয়নি একুশ ও চব্বিশ সালের মহারণে। রাজ্যটাকে ভাতে মারতে টানা তিন বছর বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া পর্যন্ত বন্ধ। কিন্তু তাতেও একচুল এগতে পারেনি গেরুয়া বাহিনী। একশো দিনের কাজ, বাংলার আবাসের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যার সামনে রাজ্যের বিরোধীরা শেষবার নাস্তানাবুদ হয়েছে মাত্র পাঁচ-ছ’মাস আগে লোকসভা ভোটে। লোকসভায় বাংলার গেরুয়া দলের এমপি সংখ্যা ১৮ থেকে কমে শীর্ণকায় ১২। পতন ৩৩ শতাংশেরও বেশি। আর বিধানসভায় সদস্য সংখ্যা রোজ কমছে দলবদলের সৌজন্যে। রিভার্স অপারেশন লোটাস! বাকি কংগ্রেস ও বাম শিবির তো পরিষদীয় রাজনীতিতে নিশ্চিহ্ন। এবারও ১৩ নভেম্বরের উপ নির্বাচনী যুদ্ধের ফলাফল তো দূর অস্ত, একটা সুস্থ লড়াই গড়ে তোলার মতো পরিবেশ পরিস্থিতিই তৈরি করতে পারল না কী রাম, কী বামেরা। তবু ডানা ঝাপটানি যায় না। সেই তাড়না থেকেই বামেদের দৌলতে চাঙ্গা  হয় বাংলার মিম শিল্প!  মমতা কেমন লেখেন, কেমন আঁকেন, ক’টা বই বেরলো, তা নিয়েও দু’শো গাত্রদাহ। আপনারাও লিখুন না। দেখি ক’টা ‘চোখের বালি’ বেরয়?
কেন বিরোধীদের এই দুরবস্থা? প্রথমত, বঙ্গ বিজেপির নেতৃত্বের সংঘাতে দ্রুত তাদের পায়ের তলার মাটি সরছে উত্তরবঙ্গে। সভাপতি, বিরোধী দলনেতা এবং প্রাক্তন সভাপতিরা সবাই ভিন্ন ভিন্ন শিবিরে বিভক্ত। দ্বিতীয়ত, মানুষে মানুষে বিভাজন আর হিন্দু-মুসলিম কট্টর মনোভাব না থাকলেই গেরুয়া রাজনীতি ঘুমিয়ে পড়ে! ওদের সিলেবাসে তার বাইরে যে আর কিছু নেই। আর লাজুক লাজুক মুখ করে সিপিএম একবার কংগ্রেস, একবার আইএসএফ, আর একবার নকশালদের ঘাড়ে বন্দুক রাখছে। বামেদের কোনটা মুখ আর কোনটা মুখোশ মানুষ গুলিয়ে ফেলছে। কংগ্রেস ও নকশালদের হাতে নিহত বাম পরিবারের লোকজন এই সুবিধাবাদী সিপিএমকে চেনে না, বিশ্বাসও করে না। বারবার মোবাইল নম্বর বদলের মতো বন্ধু বদল তখনই হয় যখন মধ্যিখানের মানুষটাই চূড়ান্ত দিশাহারা, হতাশ কিংবা দাগি। স্রেফ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। তাই নৈহাটির বাম মনোভাবাপন্ন মানুষ উগ্র নকশাল প্রতীকে ভোট দিতে রাজিই হয়নি। মাদারিহাটের আরএসপি ভোটব্যাঙ্ক কিংবা মেদিনীপুরের সিপিআই ঘাঁটি কখন নিঃশব্দে উবে গিয়েছে কেউ টেরও পাননি। এদেরই একদল বলেছিল, আর জি কর ইস্যুতে এমন অরাজনৈতিক নাগরিক আন্দোলন নাকি একশো বছরেও দেখা যায়নি। আর একদল সুর  চড়িয়ে বলল, স্বাধীনতার পর এমন বিপ্লব নাকি হয়নি। এবার একটা কিছু হবেই। কিন্তু বাস্তবে জনমত পরীক্ষার সময় যখন এল, ১৩ নভেম্বরের উপ নির্বাচনে দেখা গেল তার কোনও প্রভাব ভোট রাজনীতিতে নেই। কবে পড়বে তাও কেউ জানে না। আগস্ট থেকে অক্টোবরের আন্দোলনের নিট ফল, বিরোধীরা রাত, ভোর, দুপুর কিংবা সন্ধ্যা, কিছুই দখল করার জায়গায় নেই। আপাতত হরেক বিরোধী রাজনৈতিক পতাকা ধারেভারে এবং পারস্পরিক আদর্শের সংঘাতে পশ্চাৎমুখী। কমরেডরাও নেতৃত্বের অভাবে ঘরবন্দি হয়ে থাকাকেই শ্রেয় মনে করছেন। টানা আড়াই মাসের বিক্ষিপ্ত নাগরিক আন্দোলনের কোরামিনেও সতেজ হয়নি তাঁদের নুয়ে পড়া শরীর ও মনোবল। উপ নির্বাচনের ফলাফল বেরনোর প্রায় এক সপ্তাহ আগেই হলফ করে বলা যায়, ৬ আসনের এই মিনি বিধানসভা ভোটেও রাম-বাম শিবিরকে শূন্যের কিনারায় বসে ঢেউ গুনে কাটাতে হবে। তথাকথিত নাগরিক ‘জনস্রোত’কে ভোটযন্ত্রে বন্দি করার ‘চিচিং ফাঁক’ তাঁদের অজানাই রয়ে গিয়েছে। বরং এতদিন যে লড়াই ত্রিমুখী ছিল, এবার তা চতুর্মুখী। অর্থাৎ আরও ভোট কাটাকাটির ফসল যাবে শাসকের ঘরে। ফল, বিরোধীরা ছত্রভঙ্গ।
সবচেয়ে আশ্চর্য উত্তরের গেরুয়া অধ্যুষিত চা বাগানেও রংবদল। উপ নির্বাচনের সকালে দেখাই মিলল না বিরোধীদের। মাত্র ছ’টি কেন্দ্রের জন্য সব মিলিয়ে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। দিল্লি সরকারের মদত। একগুচ্ছ এমপি, বিধায়ক, কী নেই। তবু দিনের শেষে সবটাই ফক্কা। হাজার কোম্পানি এলে বোধহয় ভালো হতো! অধিকাংশ কেন্দ্রেই বুথে বসানোর মতো এজেন্ট নেই। বিজেপির এরাজ্যে আগমার্কা আরএসএস ও ধান্দাবাজ দলবদলু মিলিয়ে নেতা কিছু আছে বটে। নেই মাটি কামড়ে পড়ে থাকার নিঃস্বার্থ কর্মী। বহু জায়গায় ১৩ নভেম্বর বেলা বাড়তেই রাস্তায় ক্যাম্প অফিসে বাচ্চাদের খেলতে দেখা গিয়েছে যেন শিশু দিবসের আগাম মজা। শাসক দলকে প্রত্যাঘাতের গোটা পরিকল্পনাটাই ফ্লপ হয়ে গিয়েছে বুঝে দিনভর বাড়িতেই বন্দি রইলেন চা বাগানে গেরুয়া শিবিরের প্রতিনিধি এমপি মনোজ টিগ্গা। ২৪টি বাগানে ৭৮টি বুথ। অধিকাংশই আলিপুরদুয়ারে, সামান্য কিছু জলপাইগুড়িতে। একের পর এক অরক্ষিত বুথ সামলাতে সকাল থেকেই দিশাহারা বিজেপি প্রার্থী রাহুল লোহার ছুটে বেড়ালেন এ বুথ থেকে অন্য বুথে। বিক্ষোভের মুখে পড়লেন চা বাগানে। আবারও প্রমাণ হল চা বাগানে গেরুয়া দলের সংগঠন ভেঙে পড়ছে দ্রুত। জন বারলার মতো নেতাও বিক্ষুব্ধ। বারবার দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। তাই বেঁচে থাকার তাগিদে চা শ্রমিকরা আনুগত্য পরিবর্তন করছেন। বছরের শুরুর সাধারণ নির্বাচনে মাদারিহাটে বিজেপি’র লিড ছিল ১১ হাজারের আশপাশে। কিন্তু যেভাবে দাপিয়ে ভোট করল শাসক তৃণমূল তাতে শেষপর্যন্ত আসন ধরে রাখা সম্ভব হবে তো বিজেপির পক্ষে? যদি মাদারিহাট তৃণমূল জেতে তাহলে আগামী ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে উত্তরে গেরুয়া দলের এই ভেঙে পড়া সংগঠনকে জোড়াতালি দেওয়া বেশ কঠিন হবে সুকান্তবাবুদের পক্ষে। 
কোচবিহারেও গেরুয়া সংগঠনের কঙ্কাল বেরিয়ে পড়েছে। লোকসভা ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের পরাজয় ইস্তক দল ক্রমেই ক্ষয়িষ্ণু অবস্থায়। একদা ফরওয়ার্ড ব্লকের গড় এখন পুরোপুরি তৃণমূলের দখলে। তাই সিতাইতে বিরাট ব্যবধানে জগদীশচন্দ্র বসুনিয়ার স্ত্রী সঙ্গীতার জয় শুধু ফল বেরনোর অপেক্ষা। বাকি রইল তালডাংরা ও মেদিনীপুর। সেখানেও কোনও মিরাকল আশা করা কঠিন। বলি, সিপিএম প্রার্থী তালডাংরার দেবকান্তি মহান্তি কি জেতার জন্য লড়ছেন, না দ্বিতীয় হওয়ার জন্য! নৈহাটি ও হাড়োয়া দু’জায়গাতেই তৃণমূলের জয়ের ব্যবধান লাফিয়ে বাড়ছে। প্রশ্ন একটাই সব বিরোধী প্রার্থীর জামানত থাকবে তো? 
একটা ভাত টিপলেই বোঝা যায় হাঁড়ির চাল সিদ্ধ হয়েছে কি না। আর এ তো এক দু’টো নয়, ছ’-ছ’টা নানা আকৃতির হাঁড়ি। চালও হরেক কিসিমের, মিনিকিট থেকে বাসমতী। যার দু’টি উত্তরে, দু’টি বাঁকুড়া ও মেদিনীপুরে। বাকিটা শহর কলকাতার লাগোয়া উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়ায়। সিতাই মাদারিহাট পেরিয়ে মেদিনীপুর ও তালডাংরা। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা এদেশের যে কোনও প্রথম সারির এক্সিট পোলের স্যাম্পেল সাইজের চেয়ে ঢের বেশি। উত্তরের চা বাগান থেকে শুরু করে নৈহাটির চটকল শ্রমিক এলাকা মেদিনীপুর শহরজুড়ে বিস্তৃত। তাই আগামী শনিবারের ফল নিঃসন্দেহে বিধানসভা দখলের মেগা লড়াইয়ের আগে সেমি ফাইনাল। সেই লড়াইয়ে যদি ৬-০ হয় তাহলে বোঝা যাবে ১৭ মাস পর বাংলার ভাগ্যে কী অপেক্ষা করছে। উত্তরবঙ্গে দ্রুত মাটি পুনরুদ্ধার করতে সফল হলে তৃণমূলের আসন সংখ্যা একুশ সালের রেকর্ডকেও যে অবলীলায় ছাড়িয়ে যাবে, তা বলাই বাহুল্য।  
আগস্ট মাস থেকে জনমনকে নাড়া দেওয়া এতবড় আন্দোলন। পথে প্রান্তরে বিচারের দাবি। কিন্তু গণতন্ত্রে রাস্তার নাগরিক আন্দোলনকে নথিভুক্ত রাজনৈতিক দলের ভোটবাক্সে সঙ্ঘবদ্ধ করতে না পারলে কোনও দাম নেই। প্রতিবাদ হল, রাত দখল হল কিন্তু তা কোনও সুস্পষ্ট রাজনৈতিক দলের আন্দোলনে পরিণত হল না। এই ব্যর্থতার দায় তাবৎ বিরোধী দলকে নিতে হবে। বিজেপি প্রথম থেকেই এই আন্দোলনে ‘অড ম্যান আউট’। আর  সিপিএম ফেসবুকে আছে মানুষের মনের সিংহাসন থেকে সহস্র যোজন দূরে। 
১৬ মাস দূরে বিধানসভা ভোট। যত সময় এগচ্ছে বেশ বোঝা যাচ্ছে, আবারও অপ্রতিরোধ্য মমতা বন্দ্যোপাধ্যায়। বীরদর্পে চতুর্থবারের জন্য তিনি নবান্নের ১৪ তলার দিকে এগচ্ছেন। এ রাজ্যের সাড়ে ৭ কোটি ভোটার সেলিম, অধিকারীদের চেয়ে তাঁকে সহস্র গুণ বেশি বিশ্বাস করে প্রায় দেড় দশক সরকারে থাকার পরও। কারণ, আদিগঙ্গার পাড়ে বাংলার সাধারণ ঘরে বেড়ে ওঠা ওই মহিলার ইউএসপি একটাই। আপসহীন ও প্রতিবাদী। তাঁর নিজের কথায় আদ্যন্ত ‘স্ট্রিট ফাইটার’। এবং বাংলার জন্য ২৪×৭ নিবেদিতপ্রাণ। আজ যাঁরা মিম বানাচ্ছেন, তাঁরাই বাঙালির ইতিহাসের এই গৌরবোজ্জ্বল অধ্যায় নিয়ে একদিন গবেষণা করতে বাধ্য হবেন। সেটাই হবে বুদ্ধিজীবীদের পাপক্ষালন!
আত্মবিশ্বাস নেই বলেই প্রহসনের গাওনা!
তন্ময় মল্লিক

বাংলায় একটা কথা চালু আছে, ‘সস্তার তিন অবস্থা’। সস্তার জিনিস ভালো হয় না, বেশিদিন চলে না, তাই আর্থিক ক্ষতি হয়। দিল্লির বিজেপি নেতারা সম্ভবত এই প্রবাদটি জানেন না। জানলে একটা মিসড কল দিয়ে সদস্য হওয়ার সহজ রাস্তাটা পরিহার করতেন।
বিশদ

16th  November, 2024
ভগবান বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ উদযাপন
দ্রৌপদী মুর্মু (ভারতের রাষ্ট্রপতি)

তাঁর আকাঙ্ক্ষাগুলি—স্বাধীনতা, ন্যায়বিচার, পরিচয় এবং মর্যাদা—আমাদের দেশের তরুণদের অনুপ্রাণিত করে। ইতিহাসের প্রতিটি প্রেক্ষাপট আমাদের মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম দিয়েছে। তাঁদের অনন্য প্রতিভা দিয়েই ভারতের চেতনার প্রকাশ করেছেন তাঁরা। বিশদ

15th  November, 2024
এক দশকের অপমান
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি সর্বদাই নতুন কিছু করে দেখাতে পছন্দ করেন। বিশেষ করে তাঁর পছন্দের সবজেক্ট অথবা প্রিয় হবি হল, নেহরু গান্ধী পরিবারের প্রধানমন্ত্রীদের আমলে ভারতে যা কিছু হয়েছে, সেগুলি বদলে দেওয়া। সম্পূর্ণ নতুন একটি যুগের সূচনা করা। যাকে মহাকাল আখ্যা দেবে মোদিযুগ। বিশদ

15th  November, 2024
ট্রাম্পের জয়, বাংলাদেশের ভয়!
মৃণালকান্তি দাস

তিনি ঘোষিত ‘ঘোর ট্রাম্প বিরোধী’। অন্তত ২০১৬ সালে তাই ছিলেন। সেই বছর প্যারিসে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘ট্রাম্পের জয় সূর্য গ্রহণের মতো। কালো দিন আসছে। তা যেন আমাদের গ্রাস না করে, আত্মশক্তিকে দুর্বল না করে দেয়।’ সেই মহম্মদ ইউনুস এখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। বিশদ

14th  November, 2024
শতবর্ষে সঙ্গীতের ‘জাদুকর’ সলিল চৌধুরী
সন্দীপন বিশ্বাস

সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি গিয়েছেন সলিল চৌধুরী। খুব ইচ্ছে তাঁর লেখা কয়েকটা গান যেন ‘হেমন্তদা’ রেকর্ড করেন। সলিল তাঁকে ভারতীয় গণনাট্য সঙ্ঘের জন্য বাঁধা কয়েকটি গান শোনান। সেই গান শুনে হেমন্ত বললেন, ‘না, এখন এই গান রেকর্ড করা যাবে না। বিশদ

13th  November, 2024
একটি রায় ও তার রাজনৈতিক স্বার্থ
শান্তনু দত্তগুপ্ত

সমাজতন্ত্র। এই একটি শব্দ নিয়ে গেরুয়া শিবিরের অ্যালার্জি চিরকালের। ১৯৭৬ সালে, সংবিধানের ৪২তম সংশোধনীতে ‘সমাজতন্ত্র’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দু’টি প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বলে যুক্ত হয়েছিল। এই ‘উদ্যোগে’র পুরোধা কে ছিলেন? ইন্দিরা গান্ধী। আর সময়টা ছিল জরুরি অবস্থার।
বিশদ

12th  November, 2024
আমেরিকায় বেলাগাম রাজনীতির জয়!
পি চিদম্বরম

আরও একজন ‘শক্তিশালী’ নেতা নির্বাচিত হয়েছেন। আমেরিকা বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রের একটি। সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত সেখানকার নির্বাচনে স্বচ্ছতার সঙ্গেই জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে কেউই প্রশ্ন তুলতে পারে না।
বিশদ

11th  November, 2024
আমেরিকার ফলে ভারতের লাভ না ক্ষতি?
হিমাংশু সিংহ

একজনের বয়স ৭৪, অন্যজনের ৭৮। এই পূর্ণ বার্ধক্যেও দু’জনকেই তাঁদের নিজের দেশে আদ্যন্ত ‘ফ্যাসিস্ট’ বলে প্রতিনিয়ত আক্রমণ করেন বিরোধীরা। সেই ছুৎমার্গ থেকেই শিক্ষিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা দুই রাষ্ট্রপ্রধানের নাম শুনতে বিশেষ পছন্দ করেন না। বিশদ

10th  November, 2024
এই লড়াই অপপ্রচারের সঙ্গে মানুষের বিশ্বাসের
তন্ময় মল্লিক

আর জি কর ইস্যুতে বিজেপির অবস্থা অনেকটা ‘বেল পাকলে কাকের কী!’ জাস্টিসের দাবিতে লাগাতার আন্দোলন হয়েছে, মানুষও হয়েছে আলোড়িত। কিন্তু তার সুবিধে বিরোধীরা ভোটে পাবে কি না, এই উপ নির্বাচনে হবে তার পরীক্ষা। বিশদ

09th  November, 2024
পুরুষতন্ত্র নারী ক্ষমতায়নের বিরোধী
সমৃদ্ধ দত্ত

এই যে কয়েকশ বছর ধরে কোনও নারীকে বিশ্বের সবথেকে সম্পদশালী দেশ আমেরিকায় কিছুতেই রাষ্ট্রপ্রধান করা হল না, শুধু এটাই কি পুরুষতন্ত্রের উদাহরণ? অবশ্যই এর মধ্যে যতটা রাজনীতি আছে, ততটাই পুরুষতন্ত্রের আগ্রাসন আছে। বিশদ

08th  November, 2024
আমেরিকায় ট্রাম্পবাদের প্রত্যাবর্তন
মৃণালকান্তি দাস

ইজরায়েলি দার্শনিক ইউভাল নোয়া হারারি তাঁর ‘নেক্সাস: আ ব্রিফ হিস্ট্রি অব ইনফরমেশন নেটওয়ার্কস ফ্রম দ্য স্টোন এজ টু এআই’ বইটির ভূমিকায় লিখেছেন, ‘আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি না, যেসব সংবাদমাধ্যম বিভ্রান্তি ছড়ায়, তারা সব সময়ই ব্যর্থ হয়।’
বিশদ

07th  November, 2024
ভারতীয় ব্যবসার জন্য একটি নতুন ভাবনা
রাহুল গান্ধী

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে চুপ করিয়ে দিয়েছিল। কোম্পানির ব্যবসায়িক দক্ষতা-মাহাত্ম্যে কেউ নির্বাক হয়ে যায়নি, বরং তারা ভারতবাসীর টুঁটি চেপে ধরেছিল। আমাদের দেশীয় মহারাজা ও নবাবদের সঙ্গে ব্যবস্থাক্রমে—ঘুষ এবং হুমকির মাধ্যমে এক শ্বাসরোধকারী পরিস্থিতি কায়েম করেছিল কোম্পানি। বিশদ

06th  November, 2024
একনজরে
বিমানবন্দরে গুলি চালনার জেরে প্রবল আতঙ্ক ছড়াল মার্কিন মুলুকে। শনিবার ঘটনাটি ঘটেছে টেক্সাসে। জানা গিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে ডালাসের লাভফিল্ড বিমানবন্দর থেকে উড়ানের প্রস্তুতি নিচ্ছিল সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান। ...

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বলেছিল, তাদের লক্ষ্য ২০০ আসনে জয়। জুটেছিল মাত্র ৭৭। ২৪-এর লোকসাভা ভোটের প্রচারে এসে মোদি-শাহরা বাংলা থেকে ৩৫টি আসনে জয়ের ‘টার্গেট’ ...

রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছিলেন হরিশ্চন্দ্রপুর সদরের ব্যবসায়ী তনুজ জৈন। সেই ভিডিও ভাইরাল হতেই (ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) শনিবার রাস্তার কাজ দেখতে এলেন ব্লক প্রশাসন ও পূতদপ্তরের আধিকারিকরা। ...

পানাগড় স্টেশনে হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। লিখিতভাবে রেল কর্তৃপক্ষকে অনুরোধও করেছেন তাঁরা। যাত্রীদের দাবি, এই স্টেশনের উপর পশ্চিম বর্ধমান সহ তিনটি জেলার বাসিন্দারা নির্ভরশীল।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় মৃগীরোগ সচেতনা দিবস
আনফ্রেন্ড দিবস
১৮৬৯: লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে জুড়তে মিশরে সুয়েজ খালের উদ্বোধন
১৮৬৯: প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর
১৮৭০: স্বাধীনতা আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরার জন্ম
১৯২৮: স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের মৃত্যু
১৯৩১: বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যু
১৯৩৬: লেখক,কবি ও প্রাবন্ধিক তারাপদ রায়ের জন্ম
১৯৫২: সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্ম
১৯৭১: বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা দেবকী কুমার বসুর মৃত্যু
১৯৭৩: ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা লোকান্তরিত হন
১৯৮৩: বিশিষ্ট নজরুলগীতি গায়িকা ও চিকিৎসক অঞ্জলি মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৮৮: বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবীর মৃত্যু
১৯৯৯: ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়
২০১২: প্রয়াত শিবসেনা প্রধান বালাসাহেব থ্যাকারে
২০২০: বিশিষ্ট বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক অলোকরঞ্জন দাশগুপ্তের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৫৮ টাকা ৮৫.৩২ টাকা
পাউন্ড ১০৫.২৭ টাকা ১০৯.০১ টাকা
ইউরো ৮৭.৪৪ টাকা ৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
15th  November, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৬৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৯,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৯,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ অগ্রহায়ণ ১৪৩১, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪। দ্বিতীয়া ৩৮/০ রাত্রি ৯/৭। রোহিণী নক্ষত্র ২৮/৪০ সন্ধ্যা ৫/২৩। সূর্যোদয় ৫/৫৪/৩৩, সূর্যাস্ত ৪/৪৮/৪১। অমৃতযোগ প্রাতঃ ৬/৩৭ গতে ৮/৪৮ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে। রাত্রি ৭/২৬ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ১/৩৩ মধ্যে পুনঃ ২/৪৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/২২ গতে ৪/৬ মধ্যে। বারবেলা ১০/০ গতে ১২/৪৩ মধ্যে। কালরাত্রি ১২/৫৯ গতে ২/৩৯ মধ্যে। 
১ অগ্রহায়ণ ১৪৩১, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪। দ্বিতীয়া রাত্রি ১১/২৩। রোহিণী নক্ষত্র রাত্রি ৮/১১। সূর্যোদয় ৫/৫৬, সূর্যাস্ত ৪/৪৯। অমৃতযোগ দিবা ৬/৫৪ গতে ৯/১ মধ্যে ও ১১/৫১ গতে ২/৪১ মধ্যে এবং রাত্রি ৭/২৯ গতে ৯/১৬ মধ্যে ও ১১/৫৭ গতে ১/৪৪ মধ্যে ও ২/৩৭ গতে ৫/৫৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৪ গতে ৪/৬ মধ্যে। বারবেলা ১০/১ গতে ১২/৪৪ মধ্যে। কালরাত্রি ১/১ গতে ২/৩৯ মধ্যে।
১৪ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বারাণসীর লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে পৌঁছলেন সপা প্রধান অখিলেশ যাদব

07:00:00 PM

মণিপুরে ২ বছরের শিশু এবং এক প্রৌঢ়ার দেহ উদ্ধার, চাঞ্চল্য

06:47:00 PM

আগামী কাল মণিপুর নিয়ে বিশেষ বৈঠক করবেন অমিত শাহ

06:44:00 PM

নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

06:32:00 PM

বন্যা কবলিত নাইজেরিয়াকে সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

06:14:00 PM

হাওড়ার ফোরশোর রোডে একটি অনুষ্ঠান বাড়িতে আগুন
হাওড়ার ফরশোর রোডের একটি অনুষ্ঠান বাড়িতে অগ্নিকাণ্ড। আজ, রবিবার বিকেল ...বিশদ

06:13:00 PM