একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
বিচারক সুমনবাবুকে এদিন বলেছেন, ‘বৃদ্ধ বাবা‑মাকে অবজ্ঞা করার পরিণতি ভালো হয় না। তাঁরা আপনাকে কোলেপিঠে মানুষ করলেন, বড় করলেন অথচ শেষবয়সে এসে তাঁরাই অবজ্ঞার শিকার হলেন! এ কখনও কাম্য নয়। আপনি যেমন আচরণ করবেন তেমনই আপনাকেও সেই ধরনের আচরণের মধ্যে পড়তে হবে।’ সুমন সেন এরপর একটি কথাও বলেননি। এজলাসে মাথা নিচু করে ছিলেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারিতে টালার বেলগাছিয়া রোডের বাসিন্দা শম্ভু সেন নিজের ছেলের বিরুদ্ধে খোরপোশের মামলা করেছিলেন। পিতার অভিযোগ, তাঁর বাড়িতে ছেলে‑বউমা থাকেন। অথচ তাঁকে ঠিকমতো দেখাশোনা করেন না। অসুস্থ হলেও দেখেন না। তাই বাধ্য হয়ে তিনি মানিকতলার মেয়ে‑জামাইয়ের কাছে গিয়ে ওঠেন। ছেলের টানা অবহেলার কারণে বাধ্য হয়ে খোরপোশ পেতে মামলা করেন। আদালত প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয়। তবে খোরপোশের মূল মামলার বিচার এখনও বকেয়া রয়েছে। সুমন সেন এদিন বলেন, ‘মামলা এখনও বিচারাধীন। তাই আমি কোনও মন্তব্য করব না।’