একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরীর দূর সম্পর্কের মামা সুপ্রকাশ আন্দামানে দিনমজুরের কাজ করে। মাস ছয় আগে ১৫ বছরের ওই কিশোরীকে আন্দামানে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় সে। মামার সঙ্গে বেড়াতে যাবে বলে আপত্তি করেনি পরিবার। প্রথমে সুপ্রকাশ ভাগ্নিকে নিয়ে কলকাতা বিমানবন্দরে আসে। এরপর বিমানে করে ভাগ্নিকে সে আন্দামানে নিয়ে যায়। কিন্তু নির্দিষ্ট সময়ের পর মেয়ে বাড়িতে নিয়ে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। গোবরডাঙা থানায় অপহরণের অভিযোগ দায়ের করে তারা। তদন্ত শুরু করে মছলন্দপুর ফাঁড়ির পুলিস। সুপ্রকাশের মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিস আন্দামানে হানা দিয়ে ১৩ নভেম্বর সুপ্রকাশকে গ্রেপ্তার করে। পাশাপাশি কিশোরীকে উদ্ধারও করে। জানা যায়, লাগাতার ধর্ষণের জেরে ওই কিশোরী গর্ভবতীও হয়ে পড়েছিল। ট্রানজিন্ড রিমান্ডে ধৃতকে নিয়ে শুক্রবার মছলন্দপুরে আসে পুলিস।