Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

কোভিডের তৃতীয় ঢেউ সত্যিই
কি ভয়াবহ হতে চলেছে?
মৃন্ময় চন্দ

করোনার তৃতীয় ঢেউ সত্যিই কতটা উদ্বেগ বা আশঙ্কার, সে ব্যাপারে বিজ্ঞানীকুলও দ্বিধাগ্রস্ত। কোভিডের অব্যর্থ লক্ষ্যভেদী কোনও ওষুধ/চিকিৎসার অভাবে মাস্ক-ভ্যাকসিন-শারীরিক দূরত্ববিধির ত্রিশূলেই লুকিয়ে নভেলকরোনা বধের রণকৌশল। মাস্ক অন্তর্জলি যাত্রায়, বিশেষ করে ভ্যাকসিনের একটা ডোজ নেওয়ার পরেই মাস্ককে ছুঁড়ে ফেলার গা-জোয়ারি প্রবণতা উত্তরোত্তর বাড়ছে। ‘ডেল্টা ভ্যারিয়েন্টের’ ভাইরাল লোড পূর্ববর্তী ভ্যারিয়েন্টের তুলনায় ১২৬০ গুণ বেশি। অতি-সংক্রামক ‘ডেল্টা ভ্যারিয়েন্টের’ সৌজন্যে বাড়তে পারে হাসপাতালে ভর্তির সংখ্যা এবং মৃত্যুও। শিয়রে শমন, অথচ পাশুপত মাস্কই অপস্রিয়মাণ। ১৯ জুলাই সিডিসি-র একটি সমীক্ষায় প্রকাশিত, আমেরিকায় ৪৯টি রাজ্যে ফাইজার/মডার্নার দুটি ভ্যাকসিন নেওয়ার পরেও ৫৯১৪ জন কোভিডের ‘ব্রেক-থ্রু’ (দ্বিতীয়বার আক্রান্ত) সংক্রমণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, মারা যান ১১৪১ জন। অসুস্থ ও মারা যাওয়া সিংহভাগ মানুষ দৃঢ়প্রত্যয়ী ছিলেন ভ্যাকসিন নিলে মাস্ক পরার আর প্রয়োজন নেই। 
কোভিডের চোখরাঙানি কমতেই পথেঘাটে বেসামাল, বেলাগাম ভিড়। ট্রেন-বাস অপ্রতুল। পেটের জ্বালায় বে-রোজগেরে মানুষ দুমুঠো অন্নের সংস্থানে মাথা খুঁড়ছেন। ৫০ শতাংশ যাত্রী  নিয়ে সামান্য কিছু ট্রেন-বাসের ঠাসাঠাসি ভিড়ে শারীরিক দূরত্ববিধি চুলোয়। ১৩৯ কোটির দেশে কোভিড রুখতে গাড়ি-ঘোড়ার সংখ্যা বাড়ানোই ছিল সমীচীন। পাঁজি-পুঁথি মেনে দোকানবাজার খোলা বা রাতের অযৌক্তিক কারফিউ সংক্রমণে দাঁড়ি টানতে পেরেছে এমন গবেষণার হদিশ মেলেনি আজও। মহামারীবিদ্যার ফলিত বিজ্ঞানকে কাঁচকলা দেখিয়ে উদ্ভট খামখেয়ালি নিদানে বিড়ম্বনাই বাড়ছে, কোভিড থেকে যাচ্ছে যথাপূর্বং।     
নয়া বিধানে শপিংমল-রেস্তরাঁ খোলা, বন্ধ স্কুল। কিশলয় ছাত্রছাত্রীর শরীর-স্বাস্থ্য-মন-পড়াশোনা লাটে। শপিংমল, রেস্তরাঁ, অনুষ্ঠানবাড়ির বদ্ধ পরিবেশে, বহু মানুষের কলরোলে ছড়াচ্ছে কোভিড; স্কুল থেকে কোভিড ছড়ানোর খবর আজও অমিল। স্কুলে মাসে একদিন জুটছে মিড ডে মিলের শুকনো খাবার। পরিবারের অভুক্ত সদস্যদের মিড ডে মিলের সামান্য আহার্যে হচ্ছে ক্ষুন্নিবৃত্তি। শিশুর পুষ্টি শিকেয়। শিশুমৃত্যুর হার কোভিডে ০.২৬ শতাংশ আর অপুষ্টিতে ৬৩ শতাংশ। স্কুল খুললে পরিস্থিতির উন্নতি হতো। ‘হাঙ্গার ওয়াচে’র সর্বশেষ রিপোর্টে স্পষ্ট গ্রাম-শহর মিলিয়ে ২৭% মানুষ রাতের খাবার না খেয়েই ঘুমোতে যেতে বাধ্য হচ্ছেন। সবথেকে খারাপ অবস্থা শহরের ৫৭ শতাংশ রুটিরুজি হারানো মানুষের। শহুরে নিরন্ন মানুষের অধিকাংশের নেই রেশনকার্ড। লকডাউনের জাঁতাকলে খাবার পাতে একটা ডিমও তাদের জুটছে না।  
ভ্যাকসিন নিয়ে হাজারো অব্যবস্থায় বিপর্যস্ত মানুষ তিতিবিরক্ত। বিবিসি-র বয়ানে অদ্যাবধি ৫% মানুষের টিকাকরণ সুসম্পন্ন। টিকাকরণে অগ্রণী দেশগুলোর তালিকায় সবার আগে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, তারপর একে একে উরুগুয়ে, বাহরিন, চিলি, কাতার, কানাডা, ইজরায়েল, ইউকে, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর। করোনা লেজ গুটিয়ে পালাচ্ছে উপরোক্ত দেশগুলো থেকে। ইংল্যান্ড স্বাধীনতা দিবসের উৎসবে মেতেছে। কোভিডের রেখাচিত্র ইংল্যান্ডে যথেষ্টই নিম্নগামী স্রেফ সার্বিক টিকাকরণের সাফল্যে। বড়দের টিকা সুরক্ষা জোগাচ্ছে ১৮ বছর অবধি শিশু-কিশোর, কিশোরীদের। শিশুদের শরীর বা শ্বাসতন্ত্রে এসিই-টু রিসেপ্টরের সংখ্যা বড়দের তুলনায় নগণ্য। নভেলকরোনা, সেকারণে শিশু-শরীরে খাপ খুলতেই পারছে না। ০.১৪ শতাংশ মাত্র শিশু-কিশোর গোটা বিশ্বে গুরুতর কোভিডের শিকার। সঙ্গতকারণেই ‘হু’ শিশু বা কমবয়সিদের এইমুহূর্তে টিকাকরণের পক্ষপাতী নয়। ভারতে ভ্যাকসিনের চূড়ান্ত আকালের মধ্যেই অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে শুরু হয়েছে কমবয়সিদের টিকাকরণ। 
কোভিডে আক্রান্ত বা মৃতের ভারতে নেই কোনও প্রকৃত তথ্য-পরিসংখ্যান। কোভিডে মৃতের সংখ্যা ভারতে নাকি ৪.২৪ লাখ, সারা বিশ্বের প্রামাণ্য গবেষণা বলছে মৃতের ন্যূনতম সংখ্যা হওয়া উচিত ৩৫ থেকে ৪২ লাখ। যাবতীয় তথ্য পরিসংখ্যান, টিকাকরণ চুক্তি, রাজ্যওয়াড়ি টিকার বিলি-বন্দোবস্ত, ওষুধ বা  সেরোসার্ভে—সবেতেই জল মেশানো থাকলে কোভিড-যুদ্ধ জয় দুরাশা। ফাইজারের টিকা বিনাশর্তে অনুমোদন করার পরেও কেন টিকা মিলছে না বা স্পুটনিক-ভি এবং জাইকোভ-ডি’র প্রথা-মাফিক ট্রায়াল সমাপনের পরেও কেন বাজারে টিকা অমিল, সে প্রশ্নেরও নেই কোনও উত্তর। 
আইসিএমআর-এর সদ্য প্রকাশিত সেরোসার্ভে (রক্তে কোভিড প্রতিরোধী অ্যান্টিবডির তত্ত্বতালাশ) বলছে ৬৭.৬ শতাংশ ভারতীয় নাকি ‘সেরোপজিটিভ’ অর্থাৎ প্রতি ৩ জনের ২ দুজনের শরীরে নাকি মিলেছে কোভিড ঠেকানোর দাপুটে অ্যান্টিবডি। ৬—৯ বছর এবং ১০—১৭ বছরের শিশুদের শরীরে মিলেছে যথাক্রমে ৫৭.২ ও ৬১.৬ শতাংশ অ্যান্টিবডি। দুই-তৃতীয়াংশ মানুষ হয় কোভিডে আক্রান্ত হয়েছেন নতুবা তাদের টিকাকরণ সুসম্পন্ন! তা না হলে ৬৭.৬ শতাংশ ভারতীয়ের শরীরে কোন জাদুবলে, কোভিড অ্যান্টিবডি, কোথা থেকে উদিত হল? ভ্যাকসিনের ঘাটতি ঢাকতে ঠারেঠোরে বোঝানোর চেষ্টা চলছে ভারত তো ‘হার্ড ইমিউনিটির’ দোরগোড়ায়! ব্রাজিলের, মানাউশে ২০২০-র অক্টোবরে, সেরোসার্ভেতে, ৮০ শতাংশ মানুষের শরীরে মিলেছিল কোভিড প্রতিরোধী অ্যান্টিবডি। ‘হার্ড ইমিউনিটির’ খোয়াবে আনন্দে আত্মহারা জনতা কোভিড স্বাস্থ্যবিধিকে শিকেয় তুলে রাস্তায় নেমে পড়েছিল। ডিসেম্বরে, ব্রাজিলের মানাউশ, একদিনে, সারা বিশ্বে কোভিডে মৃত্যুতে রেকর্ড গড়ল।  
রক্তে ভাসমান ক্ষীণজীবী ক্ষণস্থায়ী ‘আইজিজি’ অ্যান্টিবডির সংখ্যা-বিচারে কোভিডের দুর্নিবার উড়ানের দিশা বাতলানোর চেষ্টা অবিমৃশ্যকর। ফুসফুসে ম্যাক্রোফেজ, যকৃৎ, প্লীহা বা অস্থিমজ্জায় ‘বি সেল’ এবং ‘টি সেল’ অ্যান্টিবডির যথোপযুক্ত সমন্বয়ের হদিশ না মিললে কোভিড নিবৃত্তি-করণে গনতকারের মতো কোনওরকম ভবিষ্যদ্বাণী বাতুলতা। ভারতের জনসংখ্যা ১৩৯ কোটি, ২৮টি রাজ্যে জেলার সংখ্যা ৭৪২; সেরোসার্ভে ২১টি রাজ্যের ৭০টি জেলার ২৮৯৭৫ জন মানুষের উপর সম্পন্ন। ১ শতাংশেরও কম মানুষের উপর করা সেরোসার্ভের অবৈজ্ঞানিক ফলাফলকে সামনে রেখে দুই-তৃতীয়াংশ মানুষের শরীরে কোভিডের পর্যাপ্ত অ্যান্টিবডির চড়ুইভাতির গল্প শোনানোর আড়ালের উদ্দেশ্য কী? কোন কায়েমি স্বার্থে, কেন কেবল ২১টি রাজ্যের ৭০টি জেলাতেই পরপর চারবার সেরোসার্ভে চালানো হল?
মে ১৩, ২০২০; সিয়াটল থেকে ১২২ জন জেলেকে নিয়ে একটি জাহাজ পাড়ি জমিয়েছিল সমুদ্রে। যাত্রার সময় ১২২ জনের সকলেই ছিলেন কোভিড নেগেটিভ। তিনজনের শরীরে মিলেছিল কোভিড প্রতিরোধী অ্যান্টিবডি (পূর্ববর্তী সংক্রমণের কারণেই)। ১৮ দিন পর জাহাজটি যখন ফিরে এল দেখা গেল ১০৩ জন কোভিড পজিটিভ। যে তিনজনের শরীরে অ্যান্টিবডির হদিশ মিলেছিল তারা দ্বিতীয়বার আক্রান্ত হননি। ১৯১৮-র স্প্যানিশ ফ্লু-র ৯০ বছর পরেও জীবিতদের শরীরে মিলেছিল অ্যান্টিবডি। ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিনটির দুটো ডোজ সমাপনের ১০ সপ্তাহ পরে প্রতি মিলি রক্তে অ্যান্টিবডি মিলেছে ৩৩২০টি, আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা/কোভিশিল্ডের অ্যান্টিবডির সংখ্যা ১০ সপ্তাহ পরে দাঁড়িয়েছে ১৯০টিতে। অ্যান্টিবডির সংখ্যা কমলেও আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। ‘বি সেল’ বা ‘টি সেল’ অ্যান্টিবডি ঘাপটি মেরে অপেক্ষমাণ সমরাঙ্গনে নেমে অতর্কিতে নভেলকরোনাকে (যে কোনও ভ্যারিয়েন্ট) কচুকাটা করবে বলে। দ্রুত টিকাকরণ, মাস্ক আর শারীরিক দূরত্ববিধিতেই সুতরাং জব্দ কোভিডের যে কোনও ভীম-পালোয়ান ভ্যারিয়েন্ট। তিন কেন, তিরিশটা ঢেউ এলেও তখন নাকে তেল দিয়ে ঘুমনো যেতে পারে। 
তথ্য: নেচার, সায়েন্স, দি ল্যানসেট, জামা, এনইজেএম, দি গার্ডিয়ান ও দি নিউইয়র্কর।
লেখক অতিমারী বিশেষজ্ঞ, গিলিং স্কুল অফ পাবলিক হেলথ, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা, চ্যাপেল হিল। মতামত ব্যক্তিগত              
18th  August, 2021
ড্রাগনের ছায়ায় সঙ্কটে
ভারতের প্রতিবেশী নীতি
মৃণালকান্তি দাস

ভারতের চোখে যে দেশ ছিল প্রকৃত বিশ্বস্ত বন্ধু, তালিবান উত্থানের পর তাও আজ অতীত। আর সব সম্পর্ক ভাঙনে আড়কাঠি হয়ে উঠেছে বেজিং। ড্রাগনের ছায়ায় সঙ্কটে ভারতের প্রতিবেশী নীতি। চীনের নজর এখন— ভারতীয় উপমহাদেশে প্রভাব বিস্তার, সীমা সম্প্রসারণ ও কূটনৈতিক লড়াই। বিশদ

সবচেয়ে ক্ষতি ভারতের ধর্মনিরপেক্ষতার
হারাধন চৌধুরী

ভারতের নিকটতম প্রতিবেশী নয় আফগানিস্তান। ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান ও চীনের মাঝে পাহাড়, মরুভূমি ও স্থল বেষ্টিত একটি দেশ আফগানিস্তান। তবু কাবুলের পতনে চিন্তার ভাঁজ মূলত ভারতেরই কপালে।
বিশদ

25th  August, 2021
ভয় যে আপনার রিমোট কন্ট্রোলেই

বাংলায় একটা প্রবাদ আছে, শূন্য কলসি বাজে বেশি। বিজেপি জানে, যেখানে কাজ মগজাস্ত্রের, সেখানে দাদামশাইকে অবসর দিলে ভালো হয়। কিন্তু তা তো করা যাবে না! তাহলে উপায় কী? কেন, প্রোপাগান্ডা! মোদি থাকতে ভয় কী? বাজারে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে... বিজেপি এটাকেই এবার কাজে লাগাবে। একটা যুদ্ধ যুদ্ধ ভাব। কিন্তু যুদ্ধ নয়।
বিশদ

24th  August, 2021
পাকিস্তানের তালিবান মদত ব্যুমেরাং হবে
কুমারেশ চক্রবর্তী

১৫ আগস্ট ২০২১, কাবুলের সঙ্গে সঙ্গে ইসলামাবাদ এবং লাহোরে পালিত হল তালিবান বিজয়োৎসব। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, ‘দু’দশক পরে আফগানরা দেশকে বিদেশিমুক্ত করল।’ 
বিশদ

23rd  August, 2021
তাৎপর্য হারিয়েছে স্বাধীনতা দিবসের ভাষণ
পি চিদম্বরম

বিশ্ব নেতাদের সবচেয়ে প্রত্যাশিত ভাষণগুলির মধ্যে একটি হল মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণটি (অ্যানুয়াল স্টেট অফ দি ইউনিয়ন)। কারণ আমেরিকার নীতিগুলির প্রভাব পড়ে অন্যান্য দেশের উপরেও।
বিশদ

23rd  August, 2021
লাদেনের ভূত আমেরিকার পিছু ছাড়বে না
হিমাংশু সিংহ

আমেরিকাকে একটাই প্রশ্ন তালিবানের সৃষ্টি কর্তা কে? অনেকেই বলে থাকেন আমেরিকার মদতে সৃষ্ট তালিবান ২০০১ সালে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েই টুইন টাওয়ারে হামলা করে যোগ্য জবাবই দিয়েছিল। পেন্টাগনকে বুঝিয়ে দিয়েছিল আগুন নিয়ে খেলার পরিণাম।
বিশদ

22nd  August, 2021
ক্ষমতার বিকেন্দ্রীকরণ:
মমতার সাহসী পদক্ষেপ
তন্ময় মল্লিক

সিপিএম ৩৪ বছরে যা করতে পারেনি, তৃণমূলনেত্রী ক্ষমতা দখলের ১০ বছরের মাথায় সেটাই করে দেখালেন। ‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর করার জন্য তাঁর ‘টাইমিং’ অসাধারণ। একদিকে নির্বাচনে বিপুল সাফল্য, অন্যদিকে বিরোধীদের ছন্নছাড়া অবস্থা। বিশদ

21st  August, 2021
সোনার খোঁজে ভারতের মঞ্চ নির্ধারণ
অনুরাগ সিং ঠাকুর

আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নীরজ চোপড়াকে চুরমা দেওয়া, পিভি সিন্ধুকে আইসক্রিম খাওয়ানো, বজরং পুনিয়ার সঙ্গে হাসতে দেখা, রবি দাহিয়াকে আরও হাসতে বলা এবং মীরাবাই চানুর অভিজ্ঞতা শোনা প্রত্যেক ভারতীয়ের মুখে হাসি ফুটিয়েছে। টোকিওতে অংশ নেওয়া প্রতিটি ক্রীড়াবিদের সঙ্গে সময় অতিবাহিত করতে গিয়ে তিনি সকলকে সমানভাবে উৎসাহ দিয়েছেন। বিশদ

21st  August, 2021
তালিবানের সাফল্য ও আমেরিকার ভূমিকা
সমৃদ্ধ দত্ত

মাননীয় আমেরিকা, আপনাকে ধন্যবাদ। গত দেড় বছর ধরে করোনার জেরে সবথেকে বেশি ধাক্কা খেয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফিল্ম ইন্ডাস্ট্রি। দর্শক নেই, প্লট নেই, বড় পর্দায় রুদ্ধশ্বাস মুহূর্ত তৈরি করা চিত্রনাট্যও নেই। অবশেষে আবার আপনি অবতীর্ণ হলেন একটা অনবদ্য প্লট ও সিনেমাটোগ্রাফি নিয়ে।
বিশদ

20th  August, 2021
আফগানরাই নিজেদের
রক্ষার জন্য লড়েনি
মৃণালকান্তি দাস

যাদের ঘাড়ে বন্দুক রেখে দেশ শাসন করা হয়েছে, তারাই যখন পালাচ্ছে, তখন তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ অর্থহীন— এমনই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তাঁরা বুঝতে পেরেছিলেন, বাঁচতে হলে তালিবানের সঙ্গে হাত মেলানোই শ্রেয়। বিশদ

19th  August, 2021
যে টাকা পকেটেই নেই,
সেটা ব্যয় করবেন মোদি!
সন্দীপন বিশ্বাস

লক্ষ লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি দিতে এখন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে আটকায় না। যে দেশে সরকারি কর্মীদের বেতন দিতে সরকারকে জাতীয় সম্পত্তি বেচতে হয়, রেল-স্টেশন-বিমানবন্দর, ছোটবড় কারখানা বেচতে হয়, সেখানে কথায় কথায় কী করে যে তিনি টাকার গপ্পো বলে মানুষকে সম্মোহিত করার ভুলভাল খেলা খেলেন, তা ভাবাই যায় না।
বিশদ

18th  August, 2021
কাবুলের পতন: ভারতের অসহায় বিদেশনীতি
শান্তনু দত্তগুপ্ত

তালিবান ঘুরে দাঁড়ানোর পর এখন শুধু সন্ত্রাসের আঁচ লক্ষ করা যাচ্ছে। অদূর ভবিষ্যৎ আর কী কী সঙ্কট ভারতের জন্য নিয়ে আসবে, তা এখন আন্দাজও করা যাচ্ছে না। ভারত ঘোষিত সন্ত্রাসবাদী বিরোধী। উত্তর এবং পশ্চিমে আমাদের ঘিরে থাকছে এমন তিন শত্রু দেশ, যারা হয় সন্ত্রাসবাদী, না হলে সন্ত্রাসে মদতদাতা। বিশদ

17th  August, 2021
একনজরে
হাওড়া সিটি পুলিস প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ চীনা মাঞ্জা উদ্ধার করল। মঙ্গল ও বুধবার জাগাছা থানার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ সুতো। ...

একই বিষয় নিয়ে দুটি মামলা। প্রথমটির উল্লেখ না করেই দ্বিতীয়টি দায়ের করা হয়েছে। এমন অভিযোগে বাঁকুড়ার মেজিয়া এলাকা থেকে বেআইনি কয়লা তোলার দ্বিতীয় মামলাটি বুধবার খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। ...

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য মালদহে তিন লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির আওতায় প্রথম ন’দিনের শিবিরে ওই আবেদন জমা পড়েছে বলে ...

দুয়ারের সরকারের ক্যাম্পে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন মহিলারা। অন্যান্য লাইনে হুড়োহুড়ি থাকলেও শান্ত হয়েই প্রতীক্ষায় মহিলারা। অধিকাংশের মুখেই চওড়া হাসি। কোনও তাড়া নেই তাঁদের। কারণ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুকের মৃত্যু
১৮৬৯ - রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়ের জন্ম
১৯১০: নোবেল জয়ী সমাজসেবী মাদার টেরিজার জন্ম
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়
১৯২০: অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৪: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের মৃত্যু
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়
১৯৫৫ - সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ
১৯৫৬: রাজনীতিক মানেকা গান্ধীর জন্ম
১৯৬৮: চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরের জন্ম 
২০০৩ - লেখক ও ঔপন্যাসিক বিমল করের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৭ টাকা ৭৫.০৮ টাকা
পাউন্ড ১০০.১১ টাকা ১০৩.৫৭ টাকা
ইউরো ৮৫.৫৯ টাকা ৮৮.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী ২৯/৪৪ অপরাহ্ন ৫/১৪। রেবতী নক্ষত্র ৪২/৫১ রাত্রি ১০/২৯। সূর্যোদয় ৫/২০/৫২, সূর্যাস্ত ৫/৫৬/১২। অমৃতযোগ রাত্রি ১২/৫৩ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ১০/২৩ গতে ১২/৫৪ মধ্যে। বারবেলা ২/৪৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/৪ মধ্যে।
৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী অপরাহ্ন ৫/৩৪। রেবতী নক্ষত্র রাত্রি ১১/৫৫। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/০ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে।
১৭ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তৃতীয় টেস্ট: প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৮/৩ (চা বিরতি) 

08:49:20 PM

কয়েক ঘণ্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরের বাইরে দ্বিতীয় বিস্ফোরণ

08:44:00 PM

কাবুল বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশুও 

08:21:08 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭১৭, মৃত ৯ 

08:03:25 PM

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের খবর পাওয়া যায়নি 

07:54:59 PM

কমতে পারে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান: সূত্র 

06:01:10 PM