Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

লাদেনের ভূত আমেরিকার পিছু ছাড়বে না
হিমাংশু সিংহ

‘তুম লেড়কি হো, যাও আপনে ঘর যাও’। আফগানিস্তানের রাষ্ট্রীয় চ্যানেলের জনপ্রিয় অ্যাঙ্কর শবনম দাওরান এমন ব্যবহারের জন্য তৈরি ছিলেন না। গত সোমবার অফিসে ঢুকতেই পত্রপাঠ তাঁকে জানিয়ে দেওয়া হল আর আসার দরকার নেই। আগের দিনই কাবুল দখল করেছে তালিবান, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে। আর সেইসঙ্গেই একটা একটা করে যেন নিভে যাচ্ছে স্বাধীনচেতা আফগান মহিলাদের জীবনের আলো। শবনমের বয়স এখন ২৭। গত দু’দশক মার্কিন শাসনে আধুনিকতার ছোঁওয়া লাগা কাবুলের অন্যতম নারীমুখ তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর মতোই ফের বোরখায় ঢাকা অন্ধকারময় জীবনের জন্য প্রস্তুত হচ্ছে একদল মহিলা। কিন্তু কেন? স্বাধীন পশ্চিমী জীবনের লোভ দেখিয়ে মইয়ে তুলে হঠাৎ আমেরিকার এই পলায়নের নেপথ্য কারণ কী? নিলুফার রহমানি, বয়স ২৯। আফগানিস্তানের প্রথম মহিলা পাইলট হিসেবে আত্মপ্রকাশ ২০১৩ সালে। তিন বছর যেতে যেতে না যেতেই তিনি স্থির বুঝতে পারেন এই আফগানিস্তান তার মতো মহিলাদের যোগ্য সম্মান কোনওদিনই দেবে না। সেই থেকেই আমেরিকায় নিরাপদ আশ্রয়ের জন্য আবেদন করেন তিনি। অ্যাসাইলামও মেলে। ২০১৮ থেকে তিনি ফ্লোরিডায় পাকাপাকি বাস করছেন একমাত্র বোনকে নিয়ে। কিন্তু সব মহিলার তো এমন সুযোগ হয় না। কুলোয় না সামর্থ্যেও। হিসেবই বলছে এখনও পৌনে দু’কোটি আফগান মহিলা এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায় দেশের মাটিতে মৃত্যুর কিংবা ইজ্জত হারানোর অপেক্ষায়। কেউ কান্দাহারে, কেউ হেরাত, মাজার-ই-শরিফে। সবাই যে নিরাপদে বিদেশে পালিয়ে যেতে পারবেন তাও নয়। শরিয়তি আইন মেনে আত্মমর্যাদাকে তিলে তিলে হত্যা করে একদলা মাংসপিণ্ডের মতো তালিবান শাসনে জীবনের বাকি দিনগুলি কাটাতে হবে তাঁদের। এই তালিকায় রয়েছেন জাহামা দুরানি ও আফগানিস্তানের কনিষ্ঠতম মেয়র জারিফা গাফারিও। রয়েছেন অভিনেত্রী লীনা আলম, আমিনা জাফারি, মরিনা গুলবাহারি ও পরিচালক সাহারা করিমি। গত দু’দশকে আমেরিকার আশ্রয় ও প্রশ্রয়ে বেড়ে ওঠা এই আধুনিক মহিলাদের কী হবে? কিংবা নাদিরার, যাঁকে পুরুষ সাজিয়ে কোনওক্রমে এতদিন বাঁচিয়ে রেখেছিলেন তাঁর বিপন্ন অসহায় মা। কনিষ্ঠতম মেয়র জারিফার বাবাকে গত নভেম্বরেই খুন করে তালিবান জঙ্গিরা। জারিফার ওপরও পর পর তিনবার প্রাণঘাতী হামলা হয়েছে। অল্পের জন্য বেঁচে গিয়েছেন। কাবুল দখল হয়ে যাওয়ার পর জারিফা বলেছেন, এখন শুধু  মৃত্যুর দিন গোনা। কখন সে আসবে সেই অপেক্ষায় স্বামীকে নিয়ে তাঁদের ছোট্ট বাড়ির এককোণে আতঙ্কে দিন কাটাচ্ছেন জারিফা। রাতে আলো জ্বালাতেও ভয় তাড়া করছে। ওই কোনওক্রমে মরে বেঁচে থাকা আর কী! এই হচ্ছে গড় আফগান মহিলাদের গত সাতদিনের জীবনলিপি। তাও যেটুকু খবর আসছে তা কাবুল থেকে, তার বাইরে অবস্থা আরও ভয়াবহ। কুবরা বেহরোজ গত ২০১১ সালে আফগান সেনাতে যোগ দেন। বেহরোজ নিজের বয়ানে তালিবান শাসিত আফগানিস্তানের কথা বলতে গিয়ে একটা কথাই বার বার বলেছেন, এখন অধিকাংশ মহিলাই পুরুষের দখল করা সামগ্রী ছাড়া কিছুই নয়। ধর্ষণের দিন গুনছে সেও। নারী বিপন্ন হলে, মায়ের নিরাপত্তা না থাকলে পুরুষতান্ত্রিক সেই সমাজে শিশুও চূড়ান্ত অবহেলিতই থেকে যায়। এই ভয়ঙ্কর মানবিক বিপর্যয় থেকে সন্তানকে বাঁচাতে কাঁটাতার পেরিয়ে ব্রিটিশ সেনার দিকে ছুড়ে দেওয়ার ভয়ঙ্কর শিউড়ে ওঠা দৃশ্যেরও সাক্ষী থাকলাম আমরা, যা করোনা মহামারীর আঘাতের চেয়ে কোনও অংশে কম নয়!
প্রশ্ন একটাই ২০ বছর ধরে আধুনিক জীবনের পাঠ ও উৎসাহ দিয়ে হঠাৎ আমেরিকার এই রণে ভঙ্গ দেওয়া কেন? ৩১ আগস্টের চুক্তি করার আগে হোয়াইট হাউসের কি ভাবা উচিত ছিল না, কত বড় বিপর্যয় হতে চলেছে। এত দ্রুত এ কাজটা করলে তার পরিণাম কী হতে পারে তা কেউ ভেবে দেখলেন না। সিআইএ-কে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা গোয়েন্দা বাহিনী। আর মার্কিন বিদেশ দপ্তর পৃথিবীর অলিগলিতে কী ঘটছে সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল। তাহলে মার্কিন গোয়েন্দারা এই ঝড়ের বেগে পালা বদলের কণামাত্র আঁচও কি আগাম পাননি। নাহলে কী করে পশ্চিমী গণমাধ্যম আগস্টের দ্বিতীয় সপ্তাহেও বুক ফুলিয়ে বলে যে এখনও তিন থেকে চার মাস বাকি কাবুল দখলের। খোদ মার্কিন  প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মাত্র ৯৫ হাজার তালিবান জঙ্গি কোনওমতেই তিন লক্ষ সশস্ত্র আমেরিকার মদতপুষ্ট আফগান সেনার সঙ্গে মোকাবিলায় পারবে না। সিআইএ-কি তাহলে ভুল খবর দিয়েছিল। নাকি যেমন করে ১০০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্রশস্ত্র আখেরে তালিবান জঙ্গিদের হাতেই চলে গিয়েছে। তেমনি সিআইএ-র গোয়েন্দারা ও তাদের লোকাল সোর্স আড়াল থেকে জঙ্গিদের হয়েই কাজ করেছে। সোজা কথায় বিক্রি হয়ে গিয়েছে। হোয়াইট হাউস টেরও পায়নি। কিংবা সব জেনেও না জানার নাটক করেছে তেলের স্বার্থে। কিন্তু যাই ঘটে থাকুক বলতেই হবে, ভিয়েতনাম যুদ্ধের পর এত বড় কূটনৈতিক ও বিদেশনীতির বিপর্যয়ের মুখোমুখি মার্কিন প্রশাসন হয়নি। আর হয়নি বলেই পশ্চিমী দুনিয়া এখনও একটা ঘোরের মধ্যে রয়েছে। ১ ট্রিলিয়ন মার্কিন ডলার যে জলে গিয়েছে তা বলতেও এত অস্বস্তি কীসের। শুধু অস্ত্র নয় যুদ্ধ বিমান, সেনা পরিকাঠামো তৈরির জন্য গড়ে তোলা বড় বড় বাড়ি, প্রশিক্ষণ শিবির, সেনা কার্যালয় নাকি আদৌ ব্যবহার করাই হয়নি। দেখা যাচ্ছে, অন্তত ১৬টি মার্কিন যুদ্ধ বিমান এখন তালিবানের কব্জায়। সঙ্গে অসংখ্য রকেট লঞ্চার আর ট্রাক বোঝাই আধুনিক কালশনিকভ বন্দুক। পরিত্যক্ত সেনা শিবিরগুলিতে ঢুকে জঙ্গিরা মাঝে মাঝে একটু জিরিয়েও নিচ্ছে বিনা বাধায়। তাহলে কি দু’দশক ধরে ঘুরিয়ে জঙ্গিদেরই হাত শক্ত করেছে আমেরিকা। সেক্ষেত্রে এই সন্ত্রাস বিধ্বস্ত দেশটার নতুন এই সঙ্কটের দায় কি বাইডেন প্রশাসন এড়াতে পারে? আর অল্প ক’দিন পরেই (১১ সেপ্টেম্বর) মার্কিন মুলুকে লাদেন বাহিনীর ভয়ঙ্করতম হামলার কুড়ি বছর পালিত হবে, সেখানে প্রেসিডেন্ট বুশের সেই ভাষণ কী বাজিয়ে আর একবার শুনবে উত্তরসূরি বাইডেন প্রশাসন? ‘গর্ত থেকে খুঁজে এনে মারব’। আমেরিকা অবিলম্বে এর বিহিত না করলে লাদেনের ভূত যে তাড়া করবে হোয়াইট হাউসকে। 
লাদেনকে আমেরিকা নিকেশ করেছে দশ বছর আগে পাকিস্তানে ঢুকে। ২ মে ২০১১। তখন বলা হয়েছিল ওদের কোমর ভেঙে গিয়েছে, আর ঘুরে দাঁড়াতে পারবে না। মোল্লা ওমরের মৃত্যু সংবাদ কতবার ছাপানো হয়েছে, তার হিসেব কে রাখে। এখনও বলা হয়, ওসব ভুয়ো খবর মোল্লা আজও জীবিত! আসলে এতকিছুর পরও এই একুশ সালে তালিবানের এই চমকে দেওয়া উত্থান শুধু আমেরিকাই নয়, ভারত সহ বিশ্বের এক বিরাট অংশের শান্তিপ্রিয় মানুষের কাছে অশনিসঙ্কেত। জঙ্গিদের জয়োল্লাস কখনও সুস্থ মানুষের পক্ষে সুখকর বার্তা বয়ে আনতে পারে না। এক্ষেত্রেও তাই।
আমেরিকাকে একটাই প্রশ্ন তালিবানের সৃষ্টি কর্তা কে? আফগানিস্তানের স্বাধীনতা ১০২ বছরের। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বছরেই ব্রিটিশ শাসকদের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল দেশটি। সেদিক দিয়ে ওরা আমাদের চেয়ে ২৮ বছরের সিনিয়র। কিন্ত কোনওদিনই সেভাবে থিতু হতে পারেনি। আর তাই বারে বারে শাসক বদলেছে, আর সেইসঙ্গে বদলেছে পতাকার রংও। কেউ বলে ১৮ বার আবার কেউ বলে ৩০ বার বদলে গিয়েছে দেশের জাতীয় পতাকা। মধ্যিখানে ১৯৭৯ থেকে ৮৯ প্রায় দশ বছর দেশটা ছিল রাশিয়ার কব্জায়। তখন থেকে আমেরিকা আফগান সন্ত্রাসবাদীদের সাহায্য করেছিল, ঠিক যেমন আজ চীন আর রাশিয়া জঙ্গিদের সমর্থনে উদ্বাহু হয়েছে তেমনি। আর ১৯৯০ থেকে তালিবানের দৌরাত্ম্য ক্রমশ বাড়তে থাকে। তাই অনেকেই বলে থাকেন আমেরিকার মদতে সৃষ্ট তালিবান ২০০১ সালে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েই টুইন টাওয়ারে হামলা করে যোগ্য জবাবই দিয়েছিল। পেন্টাগনকে বুঝিয়ে দিয়েছিল আগুন নিয়ে খেলার পরিণাম। তারও দু’বছর আগে ১৯৯৯ সালে বাজপেয়িজির আমলে ভারতের যাত্রীবাহী বিমান ছিনতাই করে কান্দাহারে নিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট আফগান জঙ্গিরা। খোদ বিদেশমন্ত্রীকে বিমানে করে গিয়ে তিন জঙ্গিকে মুক্তি দিতে হয়েছিল। সেই তালিকায় ছিলেন মাসুদ আজহার, মুস্তাক আহমেদ জারগার ও আহমেদ ওমর সইদের মতো কট্টর সন্ত্রাসবাদীরা।
কিন্তু ওই যে বললাম ইতিহাস ফিরে ফিরে আসে। পরীক্ষা নেয়। একটা গোটা দেশ যদি এত কম সময়ে তালিবানরা দখল করতে পারে তাহলে পাকিস্তান দখল করতেও কি খুব বেশি সময় লাগবে? এটাই আজ ভারতের কাছে কোটি টাকার প্রশ্ন। পাকিস্তানের কথা এইজন্য বলছি কারণ আফগানিস্তানের হাতে পরমাণু অস্ত্র নেই। ইসলামাবাদের আছে। পাকিস্তান যদি আজ নয় কাল তালিবানের হাতে চলে যায় তাহলে আরও বিপদ অনিবার্য। অনেকটা সময় বিদেশে কাটানো ধোপদুরস্ত ইমরান খানকেও যেভাবে রাজনৈতিক স্বার্থে তালিবানের জয়গান করতে দেখা যাচ্ছে তাতে ভয় ও আশঙ্কা, দুই জাগা স্বাভাবিক। পাকিস্তান তালিবানের হাতে গেলে তা আমেরিকা ও ভারতের পক্ষে মোটেই সুখকর অভিজ্ঞতা হবে না। বলাই বাহুল্য পরিবর্তিত বিশ্ব রাজনীতির পরিস্থিতিতে চীন ও রাশিয়া যে কোনও কারণেই হোক এখন পাকিস্তানকে এবং ইসলামিক সন্ত্রাসবাদীদের পিছন থেকে সবরকম মদত দিয়ে যাবে। তার সবচেয়ে বড় কারণ যে কোনও মূল্যে তারা এখন আমেরিকাকে কোণঠাসা দেখতে চায়। পাকিস্তানের রাষ্ট্রশক্তি তালিবানের হাতে যাওয়া রুখতে তাই সর্বশক্তি দিয়ে রুখতে হবে। বিশ্বজনমত যেমন গড়ে তুলতে হবে তেমনি ভারতীয় গোয়েন্দা এজেন্সিকেও পূর্ণ দমে কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদি সরকারের চাপ আরও বহুগুণ বাড়বে। এমনিতেই কাশ্মীর আমাদের চিরস্থায়ী একটি সমস্যা। তালিবানরা পাকিস্তানের দখল পেলে সেখানে জঙ্গি উপদ্রব কয়েক গুণ বেড়ে যাবে। তাই ২০০১-এ যেভাবে তৎকালীন বুশ প্রশাসন তালিবানদের কোমর ভাঙতে ঝাঁপিয়ে পড়েছিল, এবারও তাই করতে হবে। নাহলে সন্ত্রাসবাদ আর একবার মানব সভ্যতাকে বিপন্ন করবে। চুক্তির দোহাই দিয়ে পার পাবে না ওয়াশিংটনও।
22nd  August, 2021
ড্রাগনের ছায়ায় সঙ্কটে
ভারতের প্রতিবেশী নীতি
মৃণালকান্তি দাস

ভারতের চোখে যে দেশ ছিল প্রকৃত বিশ্বস্ত বন্ধু, তালিবান উত্থানের পর তাও আজ অতীত। আর সব সম্পর্ক ভাঙনে আড়কাঠি হয়ে উঠেছে বেজিং। ড্রাগনের ছায়ায় সঙ্কটে ভারতের প্রতিবেশী নীতি। চীনের নজর এখন— ভারতীয় উপমহাদেশে প্রভাব বিস্তার, সীমা সম্প্রসারণ ও কূটনৈতিক লড়াই। বিশদ

সবচেয়ে ক্ষতি ভারতের ধর্মনিরপেক্ষতার
হারাধন চৌধুরী

ভারতের নিকটতম প্রতিবেশী নয় আফগানিস্তান। ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান ও চীনের মাঝে পাহাড়, মরুভূমি ও স্থল বেষ্টিত একটি দেশ আফগানিস্তান। তবু কাবুলের পতনে চিন্তার ভাঁজ মূলত ভারতেরই কপালে।
বিশদ

25th  August, 2021
ভয় যে আপনার রিমোট কন্ট্রোলেই

বাংলায় একটা প্রবাদ আছে, শূন্য কলসি বাজে বেশি। বিজেপি জানে, যেখানে কাজ মগজাস্ত্রের, সেখানে দাদামশাইকে অবসর দিলে ভালো হয়। কিন্তু তা তো করা যাবে না! তাহলে উপায় কী? কেন, প্রোপাগান্ডা! মোদি থাকতে ভয় কী? বাজারে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে... বিজেপি এটাকেই এবার কাজে লাগাবে। একটা যুদ্ধ যুদ্ধ ভাব। কিন্তু যুদ্ধ নয়।
বিশদ

24th  August, 2021
পাকিস্তানের তালিবান মদত ব্যুমেরাং হবে
কুমারেশ চক্রবর্তী

১৫ আগস্ট ২০২১, কাবুলের সঙ্গে সঙ্গে ইসলামাবাদ এবং লাহোরে পালিত হল তালিবান বিজয়োৎসব। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, ‘দু’দশক পরে আফগানরা দেশকে বিদেশিমুক্ত করল।’ 
বিশদ

23rd  August, 2021
তাৎপর্য হারিয়েছে স্বাধীনতা দিবসের ভাষণ
পি চিদম্বরম

বিশ্ব নেতাদের সবচেয়ে প্রত্যাশিত ভাষণগুলির মধ্যে একটি হল মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণটি (অ্যানুয়াল স্টেট অফ দি ইউনিয়ন)। কারণ আমেরিকার নীতিগুলির প্রভাব পড়ে অন্যান্য দেশের উপরেও।
বিশদ

23rd  August, 2021
ক্ষমতার বিকেন্দ্রীকরণ:
মমতার সাহসী পদক্ষেপ
তন্ময় মল্লিক

সিপিএম ৩৪ বছরে যা করতে পারেনি, তৃণমূলনেত্রী ক্ষমতা দখলের ১০ বছরের মাথায় সেটাই করে দেখালেন। ‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর করার জন্য তাঁর ‘টাইমিং’ অসাধারণ। একদিকে নির্বাচনে বিপুল সাফল্য, অন্যদিকে বিরোধীদের ছন্নছাড়া অবস্থা। বিশদ

21st  August, 2021
সোনার খোঁজে ভারতের মঞ্চ নির্ধারণ
অনুরাগ সিং ঠাকুর

আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নীরজ চোপড়াকে চুরমা দেওয়া, পিভি সিন্ধুকে আইসক্রিম খাওয়ানো, বজরং পুনিয়ার সঙ্গে হাসতে দেখা, রবি দাহিয়াকে আরও হাসতে বলা এবং মীরাবাই চানুর অভিজ্ঞতা শোনা প্রত্যেক ভারতীয়ের মুখে হাসি ফুটিয়েছে। টোকিওতে অংশ নেওয়া প্রতিটি ক্রীড়াবিদের সঙ্গে সময় অতিবাহিত করতে গিয়ে তিনি সকলকে সমানভাবে উৎসাহ দিয়েছেন। বিশদ

21st  August, 2021
তালিবানের সাফল্য ও আমেরিকার ভূমিকা
সমৃদ্ধ দত্ত

মাননীয় আমেরিকা, আপনাকে ধন্যবাদ। গত দেড় বছর ধরে করোনার জেরে সবথেকে বেশি ধাক্কা খেয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফিল্ম ইন্ডাস্ট্রি। দর্শক নেই, প্লট নেই, বড় পর্দায় রুদ্ধশ্বাস মুহূর্ত তৈরি করা চিত্রনাট্যও নেই। অবশেষে আবার আপনি অবতীর্ণ হলেন একটা অনবদ্য প্লট ও সিনেমাটোগ্রাফি নিয়ে।
বিশদ

20th  August, 2021
আফগানরাই নিজেদের
রক্ষার জন্য লড়েনি
মৃণালকান্তি দাস

যাদের ঘাড়ে বন্দুক রেখে দেশ শাসন করা হয়েছে, তারাই যখন পালাচ্ছে, তখন তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ অর্থহীন— এমনই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তাঁরা বুঝতে পেরেছিলেন, বাঁচতে হলে তালিবানের সঙ্গে হাত মেলানোই শ্রেয়। বিশদ

19th  August, 2021
কোভিডের তৃতীয় ঢেউ সত্যিই
কি ভয়াবহ হতে চলেছে?
মৃন্ময় চন্দ

করোনার তৃতীয় ঢেউ সত্যিই কতটা উদ্বেগ বা আশঙ্কার, সে ব্যাপারে বিজ্ঞানীকুলও দ্বিধাগ্রস্ত। কোভিডের অব্যর্থ লক্ষ্যভেদী কোনও ওষুধ/চিকিৎসার অভাবে মাস্ক-ভ্যাকসিন-শারীরিক দূরত্ববিধির ত্রিশূলেই লুকিয়ে নভেলকরোনা বধের রণকৌশল।
বিশদ

18th  August, 2021
যে টাকা পকেটেই নেই,
সেটা ব্যয় করবেন মোদি!
সন্দীপন বিশ্বাস

লক্ষ লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি দিতে এখন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে আটকায় না। যে দেশে সরকারি কর্মীদের বেতন দিতে সরকারকে জাতীয় সম্পত্তি বেচতে হয়, রেল-স্টেশন-বিমানবন্দর, ছোটবড় কারখানা বেচতে হয়, সেখানে কথায় কথায় কী করে যে তিনি টাকার গপ্পো বলে মানুষকে সম্মোহিত করার ভুলভাল খেলা খেলেন, তা ভাবাই যায় না।
বিশদ

18th  August, 2021
কাবুলের পতন: ভারতের অসহায় বিদেশনীতি
শান্তনু দত্তগুপ্ত

তালিবান ঘুরে দাঁড়ানোর পর এখন শুধু সন্ত্রাসের আঁচ লক্ষ করা যাচ্ছে। অদূর ভবিষ্যৎ আর কী কী সঙ্কট ভারতের জন্য নিয়ে আসবে, তা এখন আন্দাজও করা যাচ্ছে না। ভারত ঘোষিত সন্ত্রাসবাদী বিরোধী। উত্তর এবং পশ্চিমে আমাদের ঘিরে থাকছে এমন তিন শত্রু দেশ, যারা হয় সন্ত্রাসবাদী, না হলে সন্ত্রাসে মদতদাতা। বিশদ

17th  August, 2021
একনজরে
‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য মালদহে তিন লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির আওতায় প্রথম ন’দিনের শিবিরে ওই আবেদন জমা পড়েছে বলে ...

‘তালিবানের সেবায় পাকিস্তান নিজেকে নিয়োজিত করেছে। তালিবদের কখনই চাপের মুখে পড়তে হয়নি। পাকিস্তানকে ওরা বেস হিসেবে ব্যবহার করেছে। নির্দিষ্ট কোনও এলাকা নয়, গোটা পাকিস্তানই তাদের সাহায্য করতে উঠেপড়ে লেগেছিল।’ ...

দীর্ঘ ১১ মাসের আইনি কচকচানির অবসান। ডেফিনেটিভ এগ্রিমেন্টে সই না হলেও আসন্ন আইএসএলে খেলবে এসসি ইস্ট বেঙ্গল। টার্মশিটের ভিত্তিতেই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবে লাল-হলুদ। বুধবার ...

হাওড়া সিটি পুলিস প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ চীনা মাঞ্জা উদ্ধার করল। মঙ্গল ও বুধবার জাগাছা থানার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ সুতো। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুকের মৃত্যু
১৮৬৯ - রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়ের জন্ম
১৯১০: নোবেল জয়ী সমাজসেবী মাদার টেরিজার জন্ম
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়
১৯২০: অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৪: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের মৃত্যু
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়
১৯৫৫ - সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ
১৯৫৬: রাজনীতিক মানেকা গান্ধীর জন্ম
১৯৬৮: চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরের জন্ম 
২০০৩ - লেখক ও ঔপন্যাসিক বিমল করের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৭ টাকা ৭৫.০৮ টাকা
পাউন্ড ১০০.১১ টাকা ১০৩.৫৭ টাকা
ইউরো ৮৫.৫৯ টাকা ৮৮.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী ২৯/৪৪ অপরাহ্ন ৫/১৪। রেবতী নক্ষত্র ৪২/৫১ রাত্রি ১০/২৯। সূর্যোদয় ৫/২০/৫২, সূর্যাস্ত ৫/৫৬/১২। অমৃতযোগ রাত্রি ১২/৫৩ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ১০/২৩ গতে ১২/৫৪ মধ্যে। বারবেলা ২/৪৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/৪ মধ্যে।
৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী অপরাহ্ন ৫/৩৪। রেবতী নক্ষত্র রাত্রি ১১/৫৫। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/০ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে।
১৭ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তৃতীয় টেস্ট: প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৮/৩ (চা বিরতি) 

08:49:20 PM

কয়েক ঘণ্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরের বাইরে দ্বিতীয় বিস্ফোরণ

08:44:00 PM

কাবুল বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশুও 

08:21:08 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭১৭, মৃত ৯ 

08:03:25 PM

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের খবর পাওয়া যায়নি 

07:54:59 PM

কমতে পারে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান: সূত্র 

06:01:10 PM