Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

যে টাকা পকেটেই নেই,
সেটা ব্যয় করবেন মোদি!
সন্দীপন বিশ্বাস

লক্ষ লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি দিতে এখন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে আটকায় না। যে দেশে সরকারি কর্মীদের বেতন দিতে সরকারকে জাতীয় সম্পত্তি বেচতে হয়, রেল-স্টেশন-বিমানবন্দর, ছোটবড় কারখানা বেচতে হয়, সেখানে কথায় কথায় কী করে যে তিনি টাকার গপ্পো বলে মানুষকে সম্মোহিত করার ভুলভাল খেলা খেলেন, তা ভাবাই যায় না। সেই যে সবার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ভরে দেওয়ার স্তোক দিয়ে তিনি ক্ষমতার অলিন্দে ঢুকে পড়েছিলেন, তারপর থেকেই টাকার টোপটিকে তিনি মানব-সম্মোহনে মোক্ষম অস্ত্র বলে ধরে নিয়েছেন। করোনাকালে দেশের মানুষকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা নাকি দান করেছিলেন। তার মধ্যে একশো টাকার হদিশও কেউ পাননি। কোথায় গেল সেই টাকা, কেউ জানেন না! এবার স্বাধীনতার ৭৫তম বর্ষে ১০০ লক্ষ কোটি টাকার বড় ফাঁদ পেতেছেন বাবুমশাই। অবশ্য এটা নতুন নয়, তিন বছরের স্বাধীনতা দিবসের ভাষণ শুনলে দেখা যাবে সেই ভুয়ো প্রতিশ্রুতির ফাটা রেকর্ড এবারও বাজিয়েছেন। বিতর্কিত পিএম কেয়ার্স ফান্ডের পর এবার তিনি আনছেন পিএম গতিশক্তি প্ল্যান। সেই টাকা আসবে কোথা থেকে? সবটাই ধোঁয়াশা! কেননা যে টাকা পকেটেই নেই, সেই টাকা খরচ করার ব্ল্যাক ম্যাজিক রিয়ালিজমটা মোদি ভালোই রপ্ত করেছেন। 
স্বাধীনতার পুণ্য ৭৫তম বছরকে সামনে রেখে সেই খেলাটা না খেলে তাঁর উপায় নেই। সামনের বছরে উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন। বাংলায় গোহারার পর শেষ ভরসা উত্তরপ্রদেশ। এই নির্বাচনই নির্ধারণ করে দেবে ২০২৪ সালে তাঁর নিজের ভাগ্য। সেই অ্যাসিড টেস্টের দিকে তাকিয়ে তাঁর একটু দরদি সাজার চেষ্টা হচ্ছে। সেই ভোটে জেতার লক্ষ্যে কেন্দ্রকে অনেক টাকা ঢালতে হবে। ঢালতে হবে বিজেপিকেও। অবশ্য এই মুহূর্তে বিজেপির মতো বড়লোক পার্টি সারা দেশে নেই। তাদের ফান্ডে ২০১৯-২০ বর্ষে যে টাকা ঢুকেছে, তাতে তো দেশের অন্য পার্টিগুলোকে ভিখারিই বলা যায়। এই সময়ের মধ্যে নির্বাচনী বন্ড থেকে মোট ৩৩৫৫ কোটি টাকা রাজনৈতিক দলগুলি পেয়েছে। তার ৭৬ শতাংশ টাকা ঢুকেছে বিজেপির পকেটে। সেই টাকার পরিমাণ ২৫৫৫ কোটি টাকা। খুবই রহস্যজনক এই বন্ড। সে টাকা কারা দিয়েছে, তার কোনও সন্ধান মিলবে না। কেননা বিভিন্ন পার্টি ফান্ডের টাকায় স্বচ্ছতা আনতে গিয়ে তাকে আরও অস্বচ্ছ করে পুরো টাকাটারই ফায়দা লুটছে একা বিজেপি। স্বচ্ছতা আনতে চাইলে জানানো হোক, কারা কোন পার্টিকে কত টাকা দিল। তাতে যে নেপোয় দই মারতে পারবে না। এও তো এক ভণ্ডামি! অবশ্য কাদের স্বার্থ মোদি দেখছেন, তার দিকে নজর রাখলেই বোঝা যাবে, কারা বিজেপির তহবিলে টাকা ঢালছেন।
আরও আছে। আজ দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষে স্মরণ করি আমাদের দেশের সংগ্রামীদের। কত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবের আগুনে আত্মাহুতি দিয়েছেন। তাঁরা আজ একবার এসে দাঁড়ান। দেখুন, কোন লক্ষ্যে তাঁরা প্রাণ দিয়েছিলেন, আর কারা দেশকে কোন লক্ষ্যে নিয়ে যাচ্ছেন! সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ সহ শত শত বিপ্লবীর আনা সেই স্বাধীনতার ৭৫তম বর্ষের উদ্‌যাপনের নেতৃত্বে আজ সাভারকার-নাথুরামের অনুগতরা। সাভারকার বলেছিলেন, ব্রিটিশ শক্তি অজেয়। হিন্দুত্বের উত্থানের জন্য তাকে ব্যবহার করা জরুরি। ব্রিটিশ শক্তিকে বাড়ানোর জন্য হিন্দুদের দলে দলে ব্রিটিশ বাহিনীতে যোগদান করা জরুরি। বিশেষ করে বাংলা এবং অসম থেকে। 
কাদের বিরুদ্ধে লড়বে সেই ব্রিটিশ শক্তি? সবাই জানেন, নেতাজির আইএনএ’র বিরুদ্ধে। ভারত স্বাধীন করার যে প্রচেষ্টা লড়াই ও আত্মত্যাগ নেতাজি করছিলেন, তাঁকে সেদিন সাভারকার দমিত করার চেষ্টা করেছিলেন। ইংরেজদের বিরুদ্ধে যাঁরা সশস্ত্র সংগ্রাম করতেন, তিনি তাঁদের ঘৃণা করতেন। তিনি বলেছিলেন, যে সশস্ত্র প্রতিরোধ ইংরেজদের বিব্রত করতে পারে, তেমন কোনও প্রতিরোধের সঙ্গে হিন্দু মহাসভা নিজেদের জড়াবে না। এ তো একটা দৃষ্টান্ত, এরকম অজস্র আছে। আজ যাঁরা দেশাত্মবোধের বারফট্টাই দিচ্ছেন, সেদিন তাঁদের পূর্বসূরিরা আমাদের স্বাধীনতাকে পিছন থেকে টেনে ধরেছিলেন।  
চমৎকার! আজ তাঁরাই পতাকা তুলে স্বাধীনতা উদ্‌যাপন করছেন, শহিদদের স্মরণ করছেন, ‘নেতাজি নেতাজি’ করে আবেগে ভেসে যাচ্ছেন। অথচ স্বীকার করবেন না যে, সাভারকার ভুল ছিলেন, নেতাজি ঠিক। আজ জানাতে হবে কে ঠিক ছিলেন, গান্ধী না নাথুরাম, নেতাজি না সাভারকার? তাঁরাই আজকে স্বাধীনতা উদ্‌যাপন করছেন, যাঁরা সুযোগ খুঁজছেন, কীভাবে বাঙালির লেখা দেশের জাতীয় সঙ্গীতটাকে বাতিল করা যায়! আসলে ভোটের অঙ্কে, মানুষের আবেগের অঙ্কে এই স্বাধীনতার উদ্‌যাপনটা মোদিজি খুব জমকালো করে করতে চান। এটাকে তিনি তাঁর ব্যর্থতা ঢাকার একটা আচ্ছাদন হিসেব ব্যবহার করতে চান। 
দেশের মানুষ আজ যে অবস্থায় আছেন, যেভাবে তার সামনে ধর্মসঙ্কটের প্রাচীর তুলে তাঁ঩দের ভয়ে কুঁকড়ে রাখা হচ্ছে, যেভাবে বিচ্ছেদের তলোয়ারকে রক্তাক্ত করে তোলা হচ্ছে, তা তো স্বাধীনতার বিপন্নতাকেই প্রমাণ করে। আমার ধর্মের স্বাধীনতা নেই, আমার খাদ্যের স্বাধীনতা নেই, আমার বাক স্বাধীনতাও আজ বিপন্ন হয়ে উঠছে, তাহলে মোদিজি আপনি দেশটাকে কোন রামরাজ্য করে তুলছেন? পদে পদে দেশের সম্পদ বিক্রি করে, নিজের ব্যর্থতাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে সুশাসক হওয়া যায় না। সরকার বধির, নাহলে শুনতে পেত দেশের অন্তরাত্মা থেকে কোন হাহাকার ধ্বনিত হচ্ছে। তার জন্য আপনিই দায়ী।
গত দেড় বছর ধরে মানুষের বেঁচে থাকাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। করোনা যেভাবে একদিক থেকে মানুষের প্রাণকে বিপন্ন করে তুলছে, আপনার ‘সুশাসন’ও সেভাবে অন্যদিক থেকে দেশকে বিপন্ন করে তুলছে। খাদ্য সঙ্কট, ‘পরিযায়ী’ শ্রমিকদের সঙ্কট, কোটি কোটি মানুষের চাকরি হারানোর সঙ্কট, মানুষের হাতে টাকা না থাকার সঙ্কট, বয়স্ক মানুষের পেনশনের টাকায় জীবনযাপনের সঙ্কট—সব মিলিয়ে আপনি নিজেই এখন সঙ্কট-চূড়ামণি হয়ে উঠেছেন। কিন্তু মানুষের এই বেঁচে থাকার সঙ্কটকালে আপনি জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করে অন্যের ফোনে আড়ি পাতার অপকৌশলে জড়িয়ে পড়লেন। মানুষের ব্যক্তিগত জীবনে এই আড়ি পাতা বড় অশ্লীল কাজ। রাজনৈতিকভাবে বেঁচে থাকতে সেটাও মোদি সরকার করতে পিছপা হল না।
প্রদীপের নীচে আরও জমাট কালো অন্ধকার। মোদিজি আপনি কি বন্দনা কাটারিয়াকে চেনেন? এই সেই মেয়েটি, যিনি দেশের হয়ে হকিতে ওলিম্পিক্সে হ্যাটট্রিক করেছেন। তিনমাস আগে ক্যাম্পে থাকার সময় বাবা মারা গেলেও করোনা নিরাপত্তার বৃত্ত ভেঙে তিনি প্রিয়জনকে শেষ দেখা দেখতে যাননি, শুধু দেশের হয়ে খেলবেন বলে। তিনি দেশের হয়ে ২৪০টা ম্যাচে লড়াই করে দেশকে গৌরবের জায়গায় পৌঁছে দিতে চেয়েছেন। সেই সাফল্যকে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের একদল ঘৃণ্য মানুষ ‘অচ্ছ্যুত, ছোটজাত’ বলে চিহ্নিত করে দিল। অনেক লড়াই, ঘৃণা পেরিয়ে মেয়েটি দেশকে গৌরবান্বিত করলেও ধর্ম আর জাতপাতের ঘৃণা তাঁকে সেই আলো থেকে টেনে নামিয়ে আনতে চাইছিল। দেশাত্মবোধের পরীক্ষায় কোন রাজনীতিক এগিয়ে থাকবেন বন্দনার থেকে? একটা নাম বলুন! আপনি যখন ‘খেলরত্ন’ থেকে রাজীব গান্ধীর নামটা বাদ দিয়ে ধ্যানচাঁদের নামটা জুড়ে আত্মশ্লাঘায় ভুগছিলেন, তখন সেই জাতপাতের ঘৃণা কি আপনাকে লজ্জিত করে তোলেনি? তখনও আপনার নামের সঙ্গে জুড়ে থাকা স্টেডিয়ামটি কি আপনাকে মানসিকভাবে অপদস্ত করেনি? 
একদিকে যখন পদক জয়ীদের অভিনন্দন, শুভেচ্ছা, পুরস্কারে সরকার ভাসিয়ে দিচ্ছে এবং এই পদক জয়ের কৃতিত্ব টেনে নিজেদের কাঁধে চাপিয়ে প্রচারের সবটুকু আলো শুষে নিতে চাইছে, তখন হরিদ্বারের রোশনাবাদে অন্ধকার একটা ঘরে লুম্পেনদের আতঙ্কে কাঁপছে বন্দনা কাটারিয়ার পরিবার। আজও ধর্মবিদ্বেষী, জাতপাতের অমানবিক দৃষ্টিতে বন্দনা ছোটজাত। ছিঃ! 
এই সরকার আসলে এই দ্বন্দ্বটাকে টিকিয়ে রাখতে চায়। চায় দেশের কিছু মুষ্টিমেয় ধনীর হয়ে তাঁবেদারি করতে। তাঁদের সম্পদ বৃদ্ধিতে সাহায্য করতে। তাঁদের কেউ ব্যাঙ্ক লোপাট করে দেশ ছেড়ে পালিয়ে গেলে সরকার অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে। অথচ এই সরকার জানে না, গত দেড় বছরে দেশের কত মানুষ চাকরি হারালেন, দেশের কতজন শ্রমিক বাড়ি ফিরতে স্ত্রী-সন্তানকে নিয়ে শত শত মাইল হেঁটেছিলেন, কতজন পরিযায়ী শ্রমিক পথেই প্রাণ দিয়েছেন। সরকার জানে না, দেশের মানুষের আয় করোনাকালের আগে কত ছিল, আর এখন কততে নেমে এসেছে। এই সরকার জানে না, দেশে দরিদ্র মানুষের সংখ্যা কত! আসলে সবটাই যখন পণ্য হয়ে যায়, তখন সাধারণ মানুষের দাম একটা ভোট মাত্র। দেশাত্মবোধ, স্বাধীনতাও তখন একটা পণ্য মাত্র। এই বোধ বা চিন্তা আসলে আত্মহননেরই নামান্তর। এটাই ভবিতব্য কেন না, মোদিজির প্রমোদতরণী আজ ফুটো হয়ে গিয়েছে। 
18th  August, 2021
ড্রাগনের ছায়ায় সঙ্কটে
ভারতের প্রতিবেশী নীতি
মৃণালকান্তি দাস

ভারতের চোখে যে দেশ ছিল প্রকৃত বিশ্বস্ত বন্ধু, তালিবান উত্থানের পর তাও আজ অতীত। আর সব সম্পর্ক ভাঙনে আড়কাঠি হয়ে উঠেছে বেজিং। ড্রাগনের ছায়ায় সঙ্কটে ভারতের প্রতিবেশী নীতি। চীনের নজর এখন— ভারতীয় উপমহাদেশে প্রভাব বিস্তার, সীমা সম্প্রসারণ ও কূটনৈতিক লড়াই। বিশদ

সবচেয়ে ক্ষতি ভারতের ধর্মনিরপেক্ষতার
হারাধন চৌধুরী

ভারতের নিকটতম প্রতিবেশী নয় আফগানিস্তান। ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান ও চীনের মাঝে পাহাড়, মরুভূমি ও স্থল বেষ্টিত একটি দেশ আফগানিস্তান। তবু কাবুলের পতনে চিন্তার ভাঁজ মূলত ভারতেরই কপালে।
বিশদ

25th  August, 2021
ভয় যে আপনার রিমোট কন্ট্রোলেই

বাংলায় একটা প্রবাদ আছে, শূন্য কলসি বাজে বেশি। বিজেপি জানে, যেখানে কাজ মগজাস্ত্রের, সেখানে দাদামশাইকে অবসর দিলে ভালো হয়। কিন্তু তা তো করা যাবে না! তাহলে উপায় কী? কেন, প্রোপাগান্ডা! মোদি থাকতে ভয় কী? বাজারে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে... বিজেপি এটাকেই এবার কাজে লাগাবে। একটা যুদ্ধ যুদ্ধ ভাব। কিন্তু যুদ্ধ নয়।
বিশদ

24th  August, 2021
পাকিস্তানের তালিবান মদত ব্যুমেরাং হবে
কুমারেশ চক্রবর্তী

১৫ আগস্ট ২০২১, কাবুলের সঙ্গে সঙ্গে ইসলামাবাদ এবং লাহোরে পালিত হল তালিবান বিজয়োৎসব। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, ‘দু’দশক পরে আফগানরা দেশকে বিদেশিমুক্ত করল।’ 
বিশদ

23rd  August, 2021
তাৎপর্য হারিয়েছে স্বাধীনতা দিবসের ভাষণ
পি চিদম্বরম

বিশ্ব নেতাদের সবচেয়ে প্রত্যাশিত ভাষণগুলির মধ্যে একটি হল মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণটি (অ্যানুয়াল স্টেট অফ দি ইউনিয়ন)। কারণ আমেরিকার নীতিগুলির প্রভাব পড়ে অন্যান্য দেশের উপরেও।
বিশদ

23rd  August, 2021
লাদেনের ভূত আমেরিকার পিছু ছাড়বে না
হিমাংশু সিংহ

আমেরিকাকে একটাই প্রশ্ন তালিবানের সৃষ্টি কর্তা কে? অনেকেই বলে থাকেন আমেরিকার মদতে সৃষ্ট তালিবান ২০০১ সালে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েই টুইন টাওয়ারে হামলা করে যোগ্য জবাবই দিয়েছিল। পেন্টাগনকে বুঝিয়ে দিয়েছিল আগুন নিয়ে খেলার পরিণাম।
বিশদ

22nd  August, 2021
ক্ষমতার বিকেন্দ্রীকরণ:
মমতার সাহসী পদক্ষেপ
তন্ময় মল্লিক

সিপিএম ৩৪ বছরে যা করতে পারেনি, তৃণমূলনেত্রী ক্ষমতা দখলের ১০ বছরের মাথায় সেটাই করে দেখালেন। ‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর করার জন্য তাঁর ‘টাইমিং’ অসাধারণ। একদিকে নির্বাচনে বিপুল সাফল্য, অন্যদিকে বিরোধীদের ছন্নছাড়া অবস্থা। বিশদ

21st  August, 2021
সোনার খোঁজে ভারতের মঞ্চ নির্ধারণ
অনুরাগ সিং ঠাকুর

আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নীরজ চোপড়াকে চুরমা দেওয়া, পিভি সিন্ধুকে আইসক্রিম খাওয়ানো, বজরং পুনিয়ার সঙ্গে হাসতে দেখা, রবি দাহিয়াকে আরও হাসতে বলা এবং মীরাবাই চানুর অভিজ্ঞতা শোনা প্রত্যেক ভারতীয়ের মুখে হাসি ফুটিয়েছে। টোকিওতে অংশ নেওয়া প্রতিটি ক্রীড়াবিদের সঙ্গে সময় অতিবাহিত করতে গিয়ে তিনি সকলকে সমানভাবে উৎসাহ দিয়েছেন। বিশদ

21st  August, 2021
তালিবানের সাফল্য ও আমেরিকার ভূমিকা
সমৃদ্ধ দত্ত

মাননীয় আমেরিকা, আপনাকে ধন্যবাদ। গত দেড় বছর ধরে করোনার জেরে সবথেকে বেশি ধাক্কা খেয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফিল্ম ইন্ডাস্ট্রি। দর্শক নেই, প্লট নেই, বড় পর্দায় রুদ্ধশ্বাস মুহূর্ত তৈরি করা চিত্রনাট্যও নেই। অবশেষে আবার আপনি অবতীর্ণ হলেন একটা অনবদ্য প্লট ও সিনেমাটোগ্রাফি নিয়ে।
বিশদ

20th  August, 2021
আফগানরাই নিজেদের
রক্ষার জন্য লড়েনি
মৃণালকান্তি দাস

যাদের ঘাড়ে বন্দুক রেখে দেশ শাসন করা হয়েছে, তারাই যখন পালাচ্ছে, তখন তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ অর্থহীন— এমনই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তাঁরা বুঝতে পেরেছিলেন, বাঁচতে হলে তালিবানের সঙ্গে হাত মেলানোই শ্রেয়। বিশদ

19th  August, 2021
কোভিডের তৃতীয় ঢেউ সত্যিই
কি ভয়াবহ হতে চলেছে?
মৃন্ময় চন্দ

করোনার তৃতীয় ঢেউ সত্যিই কতটা উদ্বেগ বা আশঙ্কার, সে ব্যাপারে বিজ্ঞানীকুলও দ্বিধাগ্রস্ত। কোভিডের অব্যর্থ লক্ষ্যভেদী কোনও ওষুধ/চিকিৎসার অভাবে মাস্ক-ভ্যাকসিন-শারীরিক দূরত্ববিধির ত্রিশূলেই লুকিয়ে নভেলকরোনা বধের রণকৌশল।
বিশদ

18th  August, 2021
কাবুলের পতন: ভারতের অসহায় বিদেশনীতি
শান্তনু দত্তগুপ্ত

তালিবান ঘুরে দাঁড়ানোর পর এখন শুধু সন্ত্রাসের আঁচ লক্ষ করা যাচ্ছে। অদূর ভবিষ্যৎ আর কী কী সঙ্কট ভারতের জন্য নিয়ে আসবে, তা এখন আন্দাজও করা যাচ্ছে না। ভারত ঘোষিত সন্ত্রাসবাদী বিরোধী। উত্তর এবং পশ্চিমে আমাদের ঘিরে থাকছে এমন তিন শত্রু দেশ, যারা হয় সন্ত্রাসবাদী, না হলে সন্ত্রাসে মদতদাতা। বিশদ

17th  August, 2021
একনজরে
দীর্ঘ ১১ মাসের আইনি কচকচানির অবসান। ডেফিনেটিভ এগ্রিমেন্টে সই না হলেও আসন্ন আইএসএলে খেলবে এসসি ইস্ট বেঙ্গল। টার্মশিটের ভিত্তিতেই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবে লাল-হলুদ। বুধবার ...

হাওড়া সিটি পুলিস প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ চীনা মাঞ্জা উদ্ধার করল। মঙ্গল ও বুধবার জাগাছা থানার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ সুতো। ...

‘তালিবানের সেবায় পাকিস্তান নিজেকে নিয়োজিত করেছে। তালিবদের কখনই চাপের মুখে পড়তে হয়নি। পাকিস্তানকে ওরা বেস হিসেবে ব্যবহার করেছে। নির্দিষ্ট কোনও এলাকা নয়, গোটা পাকিস্তানই তাদের সাহায্য করতে উঠেপড়ে লেগেছিল।’ ...

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য মালদহে তিন লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির আওতায় প্রথম ন’দিনের শিবিরে ওই আবেদন জমা পড়েছে বলে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুকের মৃত্যু
১৮৬৯ - রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়ের জন্ম
১৯১০: নোবেল জয়ী সমাজসেবী মাদার টেরিজার জন্ম
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়
১৯২০: অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৪: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের মৃত্যু
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়
১৯৫৫ - সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ
১৯৫৬: রাজনীতিক মানেকা গান্ধীর জন্ম
১৯৬৮: চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরের জন্ম 
২০০৩ - লেখক ও ঔপন্যাসিক বিমল করের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৭ টাকা ৭৫.০৮ টাকা
পাউন্ড ১০০.১১ টাকা ১০৩.৫৭ টাকা
ইউরো ৮৫.৫৯ টাকা ৮৮.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী ২৯/৪৪ অপরাহ্ন ৫/১৪। রেবতী নক্ষত্র ৪২/৫১ রাত্রি ১০/২৯। সূর্যোদয় ৫/২০/৫২, সূর্যাস্ত ৫/৫৬/১২। অমৃতযোগ রাত্রি ১২/৫৩ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ১০/২৩ গতে ১২/৫৪ মধ্যে। বারবেলা ২/৪৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/৪ মধ্যে।
৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী অপরাহ্ন ৫/৩৪। রেবতী নক্ষত্র রাত্রি ১১/৫৫। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/০ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে।
১৭ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তৃতীয় টেস্ট: প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৮/৩ (চা বিরতি) 

08:49:20 PM

কয়েক ঘণ্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরের বাইরে দ্বিতীয় বিস্ফোরণ

08:44:00 PM

কাবুল বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশুও 

08:21:08 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭১৭, মৃত ৯ 

08:03:25 PM

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের খবর পাওয়া যায়নি 

07:54:59 PM

কমতে পারে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান: সূত্র 

06:01:10 PM