শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
একজন একজন করে সব মানুষকে সাহায্য করার আগ্রহ বাড়তে থাকে। তাঁর মধ্যে পুরো মানবজাতির সেবা করার আবেগ কাজ করে। এর পাশাপাশি মোদিজি পরিচিত হয়ে উঠেছেন তাঁর অসামান্য সাংগঠনিক দক্ষতার জন্য। তাঁর মধ্যে রয়েছে রাজনৈতিক বীরত্বপূর্ণ সহিষ্ণুতার গুণ। ১৯৮৭ সাল। তাঁকে দলের গুজরাত রাজ্যের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হল। তখন গুজরাত বিধানসভায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য মাত্র ১২ জন। কিন্তু মোদিজির সাংগঠনিক দক্ষতা ও কৌশলী রাজনীতির দৌলতে ১৯৯০ সালের বিধানসভা নির্বাচনে দল ৬৭টি আসন দখল করেছিল। সেদিন এটা সম্ভব হওয়া সহজ ছিল না।। তার পর এল সেই ১৯৯৫ সাল। গুজরাত বিধানসভার ১২১টি আসনে জয়ী হল বিজেপি এবং রাজ্যে সরকার গড়ল। সেই থেকে বিজেপি অপরাজিত এবং বিজেপি নেতারা ধারাবাহিকভাবে গুজরাতের মানুষের সেবা করে চলেছেন। বিজেপি একটা শক্তি হিসেবে গুজরাতে আজ যে মান্যতা পাচ্ছে সেটা সম্ভব হয়েছে একমাত্র মোদিজির দৌলতে। গুজরাত রাজ্যে দলের সাংগঠনিক ভিত তিনিই গড়ে দিয়েছেন। তাঁরই মুখ্যমন্ত্রিত্বে উন্নয়নমূলক কাজকর্মের সূচনা হয়েছিল সেখানে।
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদের দায়িত্বও সামলেছেন মোদিজি এবং ওই পর্বে দলের ‘প্যান ইন্ডিয়া গ্রোথ’-এর বীজ বপন করেছিলেন তিনি। বিজেপি আজ পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, এবং এই সবকিছুর নেপথ্যে যে মোদিজির ‘ভিশন’ কাজ করেছে তা মানতেই হবে।
১৯৯০-এর দশকে মোদিজির নেতৃত্বে গুজরাতে দলের কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। আমার মনে আছে, সেইসময় গুজরাত জুড়ে ব্যাপকভাবে দলীয় সদস্য সংগ্রহ অভিযান করা হয়েছিল। মোদিজি যে কায়দায় তৃণমূল স্তর থেকে দলীয় সদস্য বৃদ্ধির অভিযানটি পরিচালনা করেছিলেন সেটা শুধু দলের কর্মীদের জন্য শিক্ষণীয় ছিল না, সেটা একইসঙ্গে আমারও জ্ঞানচক্ষু খুলে দিয়েছিল।
২০০১ সাল। মোদিজি গুজরাতের মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যে উন্নয়নের প্যারাডাইম (দৃষ্টান্ত) বদলের নতুন পথ দেখালেন। সেইসময় তিনি এমন কতকগুলি কর্মসূচি হাতে নিয়েছিলেন যেগুলি আধাখেঁচড়া অবস্থায় পড়েছিল। তিনি যখন গুজরাতের সব বাড়িতে সর্বক্ষণ বিদ্যুৎ জোগানের সিদ্ধান্ত নিলেন তখন আইডিয়াটা খুব বেশি লোকের মনে ধরেনি। কিন্তু রাজনৈতিক বীরত্বপূর্ণ সহিষ্ণুতা, কঠিন সঙ্কল্প এবং গরিবের জন্য কাজ করার যে ‘প্যাশন’ তাঁর মধ্যে রয়েছে, সেসব দিয়েই মোদিজি তাঁর ওই স্বপ্ন সফল করলেন এবং দুনিয়াকে দেখিয়ে দিলেন—ইচ্ছে থাকলে উপায় হয়। মোদিজির উদ্যমী ভাবমূর্তি গুজরাতকে কীভাবে বদলে দিয়েছে তার অগুনতি উদাহরণ রয়েছে।
মোদিজির নেতৃত্বে গুজরাতে উন্নয়নের যে মডেল সেটাই ভারতব্যাপী বিজেপির পক্ষে কাজ করেছে। এটাই জনগণের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে যে নেতৃত্ব দৃঢ়প্রতিজ্ঞ থাকলে সত্যিকার কল্যাণকামী রাষ্ট্র (ওয়েলফেয়ার স্টেট) গড়া সম্ভব। গুজরাতের শ্রীবৃদ্ধির কাহিনীটাই (গ্রোথ স্টোরি) দেশজুড়ে নীরবে বিজেপির ভিত গড়েছে। আর এর থেকেই কংগ্রেস নেতৃত্বাধীন দুর্নীতিগ্রস্ত, অর্মণ্য, অদক্ষ ইউপিএ সরকারকে প্রস্থানের রাস্তা মানুষ দেখিয়ে দিয়েছে এবং মোদিজির পক্ষে চূড়ান্ত রায় এসেছে।
‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর লক্ষ্যে মোদিজি দারিদ্র্য দূরীকরণের অনেকগুলি কর্মসূচি নিয়েছেন, যার ফলে গরিব মানুষের জীবনযাত্রায় একটি গুণগত পরবর্তন এসেছে। এ কোনও অসংগত দাবি নয়, মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর গরিব মানুষ বিশ্বাস করে যে সরকার তাদের প্রয়োজন, আশা ও প্রত্যাশার কথা ভাবে। এই সরকার যথেষ্ট সংবেদনশীল। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় যে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতির একটিও অভিযোগ কিন্তু নেই।
স্বজনপোষণ, জাতপাত এবং তোষণের রাজনীতি আসলে একটি শৃঙ্খল। ভারতের রাজনীতিকে এটাই দীর্ঘদিন যাবৎ আষ্টেপৃষ্ঠে আটকে রেখেছে। দেশকে এগতে দিচ্ছে না। মোদিজির নেতৃত্বে সেটা এবার ভেঙে গিয়েছে। মোদিজির রাজনীতি আরও একটি ‘পলিটিক্যাল মিথ’ গুঁড়িয়ে দিয়েছে। সেই অবাক করা ব্যাপারটা হল—মোদিজির জাতের (কাস্ট) মানুষ গুজরাতের মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম, তবু ওই রাজ্য থেকে তিনি জিতেছেন। আর এখন তাঁর বিজয়রথ তো ভারত জুড়ে। এর কারণটি হল তাঁর উন্নয়নের রাজনীতি এবং গরিব ও পিছিয়ে-পড়া মানুষের জন্য কাজ করার অঙ্গীকার।
মোদিজির নেতৃত্বে শুধু আমাদের দেশটিই উন্নত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে না, বরং ভারতের ‘প্রোফাইল’ আন্তর্জাতিক মঞ্চেও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তার সবচেয়ে বড় প্রমাণ হল, ৩৭০ ধারা ইস্যুতে বিশ্ব ভারতের অবস্থানকে সমর্থন করছে এবং পাকিস্তানের অবস্থানটিকে নস্যাৎ করে দিচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে হেয় প্রতিপন্ন করতে নেমে পাকিস্তানই একঘরে, অসহায় হয়ে পড়েছে। অনুরূপভাবে, মোদিজির প্রস্তাবমতো ‘যোগা দিবস’ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। রাষ্ট্রসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলির মেনে নিয়েছে। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অগ্রগতির লক্ষণ বইকি।
কাঙ্ক্ষিত ফললাভের জন্য মোদিজি ঝাঁকুনি দেওয়ায় বিশ্বাসী। সব দল চিরকাল ভোটব্যাঙ্ক রাজনীতিরই অঙ্ক কষে গিয়েছে। এর অশুভ দিকটা কেউ গ্রাহ্যই করেনি। কেউ কি ভেবেছিল যে একদিন একটি রাজনৈতিক দল মুসলিম মহিলাদের মুক্তির স্বার্থে ‘তিন তালাক’ বিষয়ে আইন তৈরির হিম্মত দেখাবে কিংবা জম্মু ও কাশ্মীরকে জাতীয় মূল স্রোতে মেশানোর কাজটি সম্পূর্ণ করার জন্য ৩৭০ ধারা বাতিল করে দেবে।
জাতি-গঠনের কাজে নাগরিকদের যুক্ত করার উপর মোদিজি সবসময় গুরুত্ব আরোপ করেছেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে মোদিজি সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটা হল ঝাড়ু দিয়ে রাস্তাকে আঘাত করা—উদ্দেশ্য ভারতকে স্বচ্ছ করে তোলা। আজ ‘স্বচ্ছ ভারত’ জাতীয় পর্যায়ের একটি মুভমেন্ট বা আন্দোলন হয়ে উঠেছে। এবার মোদিজি আমাদের সকলের কাছে ভারতকে ‘প্লাস্টিক-মুক্ত’ করে তোলার ‘অ্যাপিল’ রেখেছেন এবং আমি নিশ্চিত যে আমরা খুব শিগগিরই এই লক্ষ্য পূরণ করতে পারব।
তাঁর প্রশাসন পরিচালনার ধরনের অনেকগুলি ‘হলমার্ক’-এর একটি হল সাধারণ মানুষের মনকে স্পর্শ করার ক্ষমতা তাঁর রয়েছে। তাদেরকে নিজের সঙ্গে কানেক্ট করতে পারেন মোদিজি। কোনও সংশয় নেই যে, তিনি যা বলেন, মানুষ সেগুলি শুধু মনোযোগ দিয়ে শোনে না, তাঁকে বিশ্বাস এবং অনুসরণও করে।
জনগণের, বিশেষ করে অভাবী এবং দুর্বল শ্রেণীর মানুষের জীবনযাত্রার মানের উন্নতির জন্য মোদিজি সবসময় বাড়তি দায়িত্ব পালনে প্রস্তুত। নিজের টিম মেম্বারদের ক্ষমতা ও দক্ষতা বুঝে নিয়ে সেগুলি কাজে লাগাবার অদ্ভুত ক্ষমতা ও কৌশল তাঁর করায়ত্ত। টিম মেম্বারদের উপলব্ধি ও ক্ষমতা চটপট বুঝে নিয়ে তিনি সেইমতো দায়িত্ব বণ্টন করে দেন। এবং, শেষমেশ এই কৌশলটাই কর্মসূচিগুলি অধিক দক্ষতার সঙ্গে রূপায়ণে সাহায্য করে।
আমাদের প্রধানমন্ত্রী সমস্যা সমাধানের প্রশ্নে অটল এবং তাঁর ধৈর্যও অসম্ভব। সিদ্ধান্তগ্রহণেও তিনি এমন স্থিরসঙ্কল্প যে লক্ষ্যপূরণের পথে কোনও বাধাই বরদাস্ত করেন না। তিনি সকলের মত নিয়ে চলার মানুষ (ম্যান অফ কনসেনসাস), যিনি বিশ্বাস করেন সমাধানের চেষ্টার সময় অজস্র আইডিয়া আসবে এবং সেগুলি গুরুত্ব দিয়েই বিবেচনার মধ্যে রাখতে হবে।
আমাদের পক্ষে একটা বিরাট গর্বের বিষয় যে আজ আমরা এমন একজনের নেতৃত্বে কাজ করছি যিনি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠায় এবং এটাকে একটি ইগ্যালিটেরিয়ান (মানবজাতির সামাজিক ও রাজনৈতিক সমতাবাদী) সোসাইটির রূপ দেওয়ার প্রশ্নে আপসহীন। মোদিজির জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা থাকছে এবং ভগবানের কাছে তাঁর জন্য এই আশীর্বাদ প্রার্থনা করছি যে মাতৃভূমি এবং মানবজাতির সেবার প্রয়োজনে তাঁকে আরও শক্তি দিন।