শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
চারটি ছোট ছবি নিয়ে তৈরি ‘লাস্ট স্টোরিজ’। এই চারটি গল্প পরিচালনা করেছেন যথাক্রমে অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় ও করণ জোহর। অনুরাগের গল্পটিতে অভিনয় করেছিলেন রাধিকা। মনোনয়নের খবর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন স্বয়ং পরিচালক। এমন একটি বিদেশি প্রতিযোগিতায় সুযোগ পেয়ে স্বভাবতই খুশি করণ জোহর। তিনি ট্যুইটারে লিখেছেন,‘প্রচণ্ড গর্বিত। আমাদের ছবি এমি পুরস্কারে জন্য মনোনয়ন পেয়েছে দারুণ লাগছে?’