শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ৭ লক্ষ ১২ হাজার মানুষ পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস এই স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় চিকিৎসা পেয়েছেন। ক্লেম করা হয়েছে ৭২২ কোটি টাকা। ফি বছর ৪০০ কোটি টাকা প্রকল্প খাতে খরচ করছে সরকার। উপভোক্তার সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ায় আগামী অর্থবর্ষে সরকারি খরচ অনেকটাই বেড়ে হবে ৯০০ কোটি টাকা। এই প্রকল্প যে সরকারের কাছে কতটা গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য দপ্তরের এক পদস্থ কর্তা তা বোঝাতে গিয়ে বলেন, অর্থ দপ্তর শুধুমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পেই ১৩০০ কোটি টাকা খরচের সংস্থান করেছে। ফলে কোনও কারণে বাজেট অনেকটা বাড়লেও সরকার সমস্যায় পড়বে না।
দপ্তর সূত্রের খবর, সরকারি-বেসরকারি মিলিয়ে সবসুদ্ধ ১৬১২টি হাসপাতাল এই প্রকল্পে যুক্ত। যদিও পরিষেবা দিচ্ছে ১৪৭২টি হাসপাতাল। উল্লেখযোগ্য হল, শুধু প্রাইভেট নয়, সরকারি হাসপাতালেও এই কার্ডে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাচ্ছেন উপভোক্তারা। এই বৃহৎ স্বাস্থ্যবিমা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করার পর এখন রাজ্যের কাছে একটাই দাবি মধ্যবিত্তদের একাংশের। তাদের যেন এই প্রকল্পে যুক্ত করার সংস্থান রাখে সরকার। কারণ, মমতা সাড়ে সাত কোটি মানুষকে বা দেড় কোটি পরিবারকে এতে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিলে ৯ কোটি মানুষের রাজ্যে বাদ থাকেন কমবেশি দেড় কোটি মানুষ বা ৩০ লক্ষ পরিবার। এর মধ্যে ইতিমধ্যেই সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা ভোগ করা সরকারি চাকরিজীবী এবং কর্পোরেট সংস্থায় কর্মরত এবং সেখানে বিমার সুবিধা নেওয়া কিছু মানুষ বাদ দিলে একটি বড় অংশের মধ্যবিত্ত মানুষের হয় কোনও স্বাস্থ্যবিমা নেই বা থাকলেও তা চাহিদার তুলনায় খুবই কম! কমবেশি পাঁচ লাখ টাকার ভদ্রস্থ স্বাস্থ্যবিমা নিজের সংস্থানে করতে গেলে ২০-২৫ হাজার টাকার বাৎসরিক প্রিমিয়াম খরচ বেরিয়ে যায়। তুলনায় সরকার প্রত্যেক নাগরিকের জন্য এই বিমা করলে তাঁর ঘর থেকে বাৎসরিক প্রিমিয়াম বাবদ যায় কমবেশি ৫০০-৭০০ টাকা। ফলে মমতা ইচ্ছুক রাজ্যবাসীদের সকলকে এই প্রকল্পে যুক্ত করলে স্বস্তি পাবেন লাখো মধ্যবিত্ত মানুষও।
এদিকে, এই প্রকল্পে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করালে ২০০ টাকার পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসা করালে যানবাহন খরচ হিসেবে ৫০০-৭০০ টাকা সাহায্য পাওয়া যাবে। এইসব ছোট ছোট কিন্তু সাশ্রয়ী পরিবর্তনই স্বাস্থ্যসাথীকে আরও জনপ্রিয় করছে— এমনই মত উপভোক্তাদের অনেকেরই।