শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে রয়েছে তুলসি গাবার্ড। ভোটে জেতার জন্য ভারতীয় ও হিন্দু আমেরিকান পরিচয়ই তাঁর প্রধান অস্ত্র। ফলে এই অনুষ্ঠানকে প্রচারের হাতিয়ার করার কথা ভাবছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জলবায়ু পরিবর্তন, পরমাণু যুদ্ধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে দু’দেশকে হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত বলেও জানিয়েছেন গাবার্ড।
এদিকে, ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের ৭২ ঘণ্টা আগে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হিউস্টন। বৃহস্পতিবার থেকে ক্রান্তীয় নিম্নচাপ ইমেলডার প্রভাবে ঝড়বৃষ্টি শুরু হয়েছে টেক্সাসজুড়ে। দুর্যোগের কারণে দক্ষিণ-পূর্ব টেক্সাসের ১৩টি কাউন্টিতে সতর্কতা জারি করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। যদিও, ঝড়বৃষ্টিকে পাত্তা দিচ্ছেন না ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকরা। প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হওয়ার কথা সেখানে। স্বেচ্ছাসেবকদের নেতা আচালেশ অমর সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অনুষ্ঠানটিকে সফল করতে দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করে চলেছেন। রবিবার দুর্দান্ত অনুষ্ঠান হবে।
‘হাউডি মোদি’ ঘিরে আশায় রয়েছে হিউস্টনের ভারতীয় বংশোদ্ভুতরা। ইন্দো-আমেরিকান চেম্বার অব কমার্স অব গ্রেটার হিউস্টনের প্রেসিডেন্ট স্বপন ধৈর্যবান চান হিউস্টন থেকে নয়াদিল্লি সরাসরি বিমান পরিষেবা। হিউস্টনের তিনটি প্রধান সেক্টর তেল-গ্যাস, স্বাস্থ্য এবং উদ্ভাবন। তিন সেক্টরে নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়েও আশাবাদী তিনি। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে আমেরিকায় বসবাসকারী কাশ্মীরি পণ্ডিত সহ একাধিক ভারতীয় সংগঠনের সঙ্গে আলোচনাতেও বসবেন তিনি। অন্যদিকে, মোদির সফরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন অব হিউস্টন। ইতিমধ্যেই পাকিস্তানপন্থী এবং কাশ্মীর নিয়ে কিছু বিলবোর্ড চোখে পড়ছে শহরের রাস্তায়।