শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
শোনা যাচ্ছে, কমবেশি প্রায় ৩০টি ছবি দেখেছেন চেয়ারপার্সন অপর্ণা সেন সমৃদ্ধ ১৩ সদস্যের জুরি। সদস্যদের মধ্যে রয়েছেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, চিত্রনাট্যকার পদ্মণাভ দাশগুপ্ত, পরিচালক অশোক বিশ্বনাথন এবং প্রতীম ডি গুপ্ত, এডিটর সুজয় দত্ত রায় প্রমুখ। দেশের অন্যান্য রাজ্যের বিশিষ্ট সিনেমা বিশেষজ্ঞরাও রয়েছেন এই টিমে।
সূত্রের মতে তিনটি বাংলা ছবি এই তালিকায় জায়গা করে নিয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’ ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’। হিন্দি ছবির মধ্যে রয়েছে ‘অন্ধাধুন’, ‘বধাই হো’, ‘গাল্লি বয়’, ‘আর্টিকেল ১৫’, ‘উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বদলা’, ‘কেশরী’, ‘দ্য তাসখন্দ ফাইলস’ প্রভৃতি। রয়েছে জাতীয় পুরস্কারজয়ী গুজরাতি ছবি ‘হেল্লারো’। সূত্রের খবর, শহর কলকাতা এবং বিশেষ করে বাংলা ছবিকে এই জুরি সদস্যদের সামনে ইতিবাচক দিক থেকেই তুলে ধরা হয়েছে। বাংলা ছবির গুণমান দেখে অন্যান্য রাজ্যের সদস্যরা যথেষ্ট খুশি। আজ সকালে প্রদর্শন প্রক্রিয়া শেষ হওয়ার পরে বিকেলে সাংবাদিক সম্মেলনে চূড়ান্ত তালিকা সামনে আসবে।