শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
পুলওয়ামা কাণ্ডের পর একাধিকবার পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন ধানোয়া। এদিন ওই অনুষ্ঠানে ভারতের নেতৃত্বের পাশাপাশি পাকিস্তানকে সমঝে দিতে বায়ুসেনার যথেষ্ট ক্ষমতা রয়েছে বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি। ধানোয়া বলেছেন, ‘ভারতের রাজনৈতিক নেতৃত্ব যখন যেমন সিদ্ধান্ত নেবে, তা কার্যকর করতে বদ্ধপরিকর বায়ুসেনা। পাকিস্তানের সঙ্গে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি আমরা। তবে আশ্চর্যের ব্যাপার হল, পাকিস্তান সর্বদাই ভারতের নেতৃত্বের যোগ্যতাকে অবজ্ঞা করে এসেছে।’ তিনি বলেন, ‘১৯৬৫ সালের যুদ্ধে লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বকে খাটো করে দেখেছে পাকিস্তান। তারা ভাবতেই পারেনি ভারতীয় সেনাবাহিনী লাহোর পর্যন্ত পৌঁছে যাবে! কার্গিল যুদ্ধেও বফর্স কামানের আঘাতে পাক সেনা দুরমুশ হয়েছে। সেটাও পাকিস্তানের কাছে যথেষ্ট বিস্ময়ের ছিল। শেষে বালাকোটের জঙ্গিঘাঁটিতে বিমানহানা হতে পারে, তাও প্রত্যাশা করেনি পাকিস্তান। আসলে, বরাবরই পাকিস্তান ভারতের নেতৃত্ব ও সেনাবাহিনীর ক্ষমতাকে অবমূল্যায়ন করে এসেছে।’