শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
শিলিগুড়ি থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে জলপাইগুড়ি যাওয়ার পথে পড়ে জটিয়াকালী। এখানে বেশকিছু দোকান ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম রয়েছে। জমজমাট এই এলাকা শিলিগুড়ি পুলিস কমিশনারেটের এনজেপি থানার অধীনে রয়েছে। শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ওই এটিএম কাউন্টারের সামনে কিছু টাকা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাটি শোনার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ এলাকায় গিয়ে এটিএম কাউন্টার পরীক্ষা করেন। এরপর এটিএম লুটের ঘটনা চাউর হয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এনজেপি থানার পুলিস। পরে শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) ইন্দিরা মুখোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, স্থানীয় এক গ্রামবাসীর বাড়ির নীচতলায় এটিএম কাউন্টারটি রয়েছে। এদিন সকালে রাস্তায় বেড়িয়ে দেখা যায়, এটিএম কাউন্টারের শাটার বন্ধ রয়েছে। অথচ কাউন্টারের বাইরে একটি বক্সে কিছু টাকা পড়ে আছে। এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ এটিএম কাউন্টার পরীক্ষা করে জানায় লুটের ঘটনা ঘটেছে।
ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, এই কাউন্টারে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। সম্ভবত ভোররাতে এই কাউন্টারে অপারেশন চালায় দুষ্কৃতীরা। প্রথমে দুষ্কৃতীরা কাউন্টারের সিসিটিভি ক্যামেরায় কালো রং স্প্রে করে। সম্ভবত নিজেদের চেহারা আড়াল করতেই দুষ্কৃতীরা এই কৌশল অবলম্বন করেছিল। তারপর গ্যাসকাটার দিয়ে মেশিনের ভল্ট কেটে টাকা নিয়ে চম্পট দেয়। সিসিক্যামেরায় কালো রং স্প্রে করায় দুষ্কৃতীদের চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের হিসেবে অনুসারে এটিএমের প্রায় ১৩ লক্ষ টাকা লুট হয়েছে।
লিড ব্যাঙ্কের ডিস্ট্রিক্ট ম্যানেজার শরৎ ছেত্রি বলেন, ওই ঘটনা নিয়ে ব্যাঙ্কের তরফে পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত করছে। এই ব্যাপারে যা বলার পুলিস বলতে পারবে। তবে ভবিষ্যতে যাতে এমন ধরনের ঘটনা না ঘটে সেব্যাপারে চিন্তাভাবনা চলছে।
শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) বলেন, ঘটনাটি নিয়ে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
পুজোর আগে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় পর পর চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটছে। কয়েকদিন আগে একটি ঋণদান সংস্থায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। এরপর মাটিগাড়ায় একটি বাড়ি, সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। শিলিগুড়িতে বাড়িতে ঢুকে এক বয়স্ক দম্পত্তির কাছ থেকে সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা। কয়েকদিন আগে কামরাঙাগুড়ি এলাকায় টোটো থেকে ছিনতাই, শিলিগুড়ি শহরের কোর্টমোড়ে একটি হোটেলে চুরির ঘটনা ঘটেছে। শিলিগুড়ি শহরে একটি এটিএম কাউন্টারে হামলার ঘটনা ঘটেছে। এই অবস্থায় কয়েকদিন আগে রাজ্য পুলিসের ডিজি বীরেন্দ্র শিলিগুড়িতে এসে পুলিস অফিসারদের সঙ্গে চুরি, ছিনতাই ও ডাকাতির কিছু ঘটনার তদন্ত নিয়ে আলোচনা করেন। তারপরও নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করার বিষয় ব্যাঙ্ক, অর্থনৈতিক সংস্থা ও পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ির পুলিস কর্তারা। এত কিছুর পর ফের শিলিগুড়ির উপকণ্ঠে এটিএম লুটের ঘটনা ঘটায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।