শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
অর্জুনকে শেষ দেখা গিয়েছিল জে পি দত্তর ‘পল্টন’ ছবিতে। যদিও এই ছবিটি বাণিজ্যিকভাবে এবং সমালোচকদের কাছে প্রশংসা পায়নি। শোনা যাচ্ছে, অর্জুন নাকি ‘নাস্তিক’ বলে আরও একটি ছবিতে পুলিসের চরিত্রেই অভিনয় করবেন। সূত্রের খবর, এই ছবিতে নাকি হর্ষালি মালহোত্রা এবং প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়াও থাকবেন।