মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
আমাদের দেশে যখনই কোন মহান ভাবের জন্ম হয়েছে, তখনই একটা যুগের সূচনা ঘটেছে এবং এইরকম প্রত্যেক যুগের নেপথ্যে থেকেছেন কোন এক বিশাল ব্যক্তিত্ব। জাতীয় জীবনের প্রত্যেক যুগ বস্তুত কোন এক মহৎ ভাবের বাস্তব রূপায়ণ, এবং দেখা যাবে যে প্রত্যেক যুগের প্রারম্ভে রয়েছেন একজন শক্তিমান যুগন্ধর ব্যক্তিত্ব যিনি জাতিকে ঐ মহৎ ভাব দান করেছেন। খ্রীস্টপূর্ব ষষ্ঠ শতকে আমরা পেয়েছি বুদ্ধকে এবং খ্রীস্ট-পরবর্তী অষ্টম শতকে পেয়েছি শঙ্করকে। আজও আমরা এই দুই মহান আচার্যের আলোকে আলোকিত হয়ে বেঁচে আছি। আধুনিক কালে এসে ঊনবিংশ শতাব্দীতে আমরা পেয়েছি এমন কয়েকজন ব্যক্তিত্বকে যাঁরা স্ব-মহিমায় সমুজ্জ্বল; আজ আমরা তাঁদের দ্বারা ও তাঁদের আদর্শের দ্বারা পরিচালিত। ভারতীয় ইতিহাসের যেকোন ছাত্রের কাছেই এই চমকপ্রদ ও অদ্বিতীয় সত্যটি পরিষ্কারভাবে ধরা দেয় যে, প্রত্যেক যুগের প্রারম্ভে জীবন ও চিন্তার ক্ষেত্রে একটি সুদৃঢ় আদর্শ গড়ে উঠেছে, যার পেছনে অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হিসেবে থেকেছেন কোন এক বিশাল ব্যক্তিত্ব। আমাদের সংস্কৃতির ধারাবাহিকতা ও নিত্য-সজীবতার পেছনে এই যে ঐতিহাসিক ঘটনা সত্য, তা একরকম অদ্বিতীয়। একমাত্র চীন ছাড়া আর কোথাও এই ঘটনা পাওয়া যাবে না। আমাদের পেছনে পাঁচ হাজার বছরের ইতিহাস আছে; আমরা সেই একই পুরাতন জাতি, এবং সেই একই অপরিবর্তিত প্রাচীন আদর্শ আজও আমাদের এগিয়ে নিয়ে চলেছে। কী সেই বিশেষত্ব যা বিশ্বরঙ্গমঞ্চে এই সংস্কৃতিকে শাশ্বত স্থান দিয়ে রেখেছে আবহমান কাল ধরে? বিশ্বের এই রঙ্গমঞ্চে কত শত সভ্যতা তো এল আর মিলিয়ে গেল—যেমন জলের ওপরে কখনো কখনো তিরতিরিয়ে ঢেউ ওঠে আবার মিলিয়ে যায়। এইসব অপসৃয়মাণ সভ্যতার মাঝে কেবল দুটি সভ্যতা চিরস্থায়ী—ভারত ও চীন। এই কারণে আমাদের গভীরভাবে ভাবতে হবে যে আমাদের সংস্কৃতির জীবনীশক্তির উৎস কি বা কি-কি। একটা সময় ছিল যখন গ্রীস ও রোম বিশ্বরঙ্গমঞ্চে তাদের শক্তি ও স্ফূর্তি প্রদর্শন করেছে; তার অনেক আগে ছিল ব্যাবিলন ও ইজিপ্ট; হালে এসেছে ইংল্যাণ্ড, রাশিয়া ও আমেরিকা। যাদের একসময় শক্তিশালী ভূমিকা ছিল তারা আজ দৃষ্টির অন্তরালে চলে গেছে। দেশগুলো হয়তো তাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে বেঁচে আছে, কিন্তু তাদের সংস্কৃতির ধারাবাহিকতা হারিয়ে গেছে, মহৎ উত্তরাধিকার হয়ে গেছে বিনষ্ট। অন্যদিকে, প্রাচীন গ্রীস ও রোমের সমসাময়িক কালে ভারতবর্ষ ছিল এবং ভারতবর্ষ আজও আছে বিশ্বরঙ্গমঞ্চের নতুন কুশীলবদের অভ্যর্থনা জানাতে; ভারতবর্ষ থাকবে তাদেরও জন্য ভবিষ্যতে এই রঙ্গমঞ্চে প্রবেশ করবে। কিন্তু একটা ব্যাপার—ভারতবর্ষ নিজে বদলায় না।