মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
তাহলে কি বেড়ানোর পরিকল্পনা একদমই বাতিল? প্রশ্নের জবাবে মিষ্টি হেসে দোলন বলেন, ‘আমি তো এর মধ্যে আর ছুটি পাব না। দেখা যাক, জুন-জুলাই মাসে ফের বেড়িয়ে আসার প্ল্যান করছি আমরা।’ দীপঙ্করবাবু এখন সুস্থ। তবে চিন্তা মুক্ত নন কেউই। তাই চিকিৎসকের কড়া নির্দেশ আর স্ত্রীর অনুরোধে আপাতত হাইল্যাণ্ড পার্কের বাড়িতে বিশ্রামেই বেশিরভাগ সময় কাটছে অভিনেতার। সদ্য শেষ হয়েছে ‘কলের বউ’। ধারাবাহিকটিকে ট্রিপল রোলে অভিনয় করতে দেখা গিয়েছে দীপঙ্কর দে-কে। এখন হাতে রয়েছে একটিই মাত্র সিরিয়াল ‘কনক কাঁকন’। সুতরাং তাঁর কাজের চাপ বিশেষ নেই। এদিকে বয়সের সঙ্গে সঙ্গে ওজনও বেড়ে চলেছে তাঁর। তা নিয়েও বেশ উদ্বিগ্ন দোলন। বললেন, ‘সেই ফান্দে পড়িয়া বগা কান্দে রে-র শ্যুটিং-এর সময় দুর্ঘটনায় বোল্ডারের আঘাতে ওর কোমরের একটা নার্ভ জখম হয়েছিল। সেই থেকে হাঁটাচলা করতে বেশ বেগ পেতে হয় ওকে। ফলে নিয়মিত ব্যায়ামটাও করতে পারে না। ওইজন্য ওজনটাও বেড়ে যাচ্ছে।’ তা সত্ত্বেও আশায় বুক বাঁধছেন ভ্রমণ বিলাসী দম্পতি। বাবা বিশ্বনাথের দর্শনটা অন্তত করতেই হবে।