মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
সাদামাটা গল্প। তেমন চিত্রনাট্য। ফ্ল্যাশব্যাকের কামড়ে ছবিটির দৈর্ঘ্য আড়াই ঘণ্টা ছুঁয়েছে। ফ্ল্যাশব্যাক এমনই যে, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ আজ কাল’ ছবির গাঢ় গন্ধ। দুই সময়ের সম্পর্কের ধরন নিয়ে তুলনামূলক আলোচনা করতে চেয়েছেন পরিচালক। আর সারা আলি খান যতই জিমের বাইরে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলুন না কেন! সেই দেখে ভারতীয় তরুণদের যতই হার্টবিট বেড়ে যাক না কেন! অভিনয় নিয়ে তাঁকে সমূহ পরিশ্রম করতে হবে। আর রইলেন কার্তিক আরিয়ান। তাঁর অভিনয়ও সাদামাটা। সেদিক থেকে দেখতে গেলে আরুশি শর্মা এবং রণদীপ হুডার অভিনয় বেশ ভালো। গোটা ছবিতে লিনেন শার্ট আর গোঁফে বেশ লেগেছে রণদীপকে। এমন একখানা প্রেমের ছবির মধ্যে সেই ‘এক্স ফ্যাক্টর’টাই নেই। যা কিছুদিন আগে ‘কবীর সিং’-এ দেখা গিয়েছিল। যার ফলে ছবি দেখে খুব একটা আনন্দ হবে না।